Ajker Patrika

এবার অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছাড়ছেন জ্যাক মা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১০: ৫১
এবার অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছাড়ছেন জ্যাক মা

অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম আলিপের মূল কোম্পানি ফিনটেক জায়ান্ট অ্যান্ট গ্রুপের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন চীনা ধনকুবের জ্যাক মা। আলিবাবা সংশ্লিষ্ট কোম্পানিটি জ্যাক মার সঙ্গে করা বিভিন্ন চুক্তির ইতি টানার ঘোষণা দিয়েছে। এর ফলে অ্যান্ট গ্রুপের করপোরেট গভর্ন্যান্স কাঠামোতে তাঁর প্রভাবশালী অবস্থান আর থাকছে না। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ট গ্রুপের মোট ভোটাধিকারের অর্ধেকরও বেশি জ্যাক মার দখলে ছিল। তবে তিনি কোম্পানির পরিচালনা পর্ষদের রুটিন কোনো কাজেই অংশ নিতেন না। বেশ কিছু বিনিয়োগ কাঠামোর ফলে ফিনটেক জায়ান্ট অ্যান্ট গ্রুপের ৫০ শতাংশের বেশি মালিকানা ছিল মার দখলে। 

অ্যান্টগ্রুপ জানিয়েছে, মা ও অন্য ৯টি কোম্পানির নির্বাহী ও কর্মচারীদের ভোটাধিকার থাকবে, যেটি তাঁরা অন্যের প্রভাবমুক্ত থেকে ব্যবহার করতে রাজি হয়েছেন। ঘোষিত এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অ্যান্ট গ্রুপের সর্বমোট শেয়ারের ৬ দশমিক ২ শতাংশ মালিকানা থাকবে মার হাতে। 

২০২০ সালে চীনের ব্যাংকগুলোকে ‘রাষ্ট্রীয় মালিকানাধীন দোকান’ হিসেবে আখ্যা দেওয়ায় দেশটির কর্তৃপক্ষের রোষানলে পড়েন মা। অ্যান্ট গ্রুপ নতুন শেয়ার ছাড়ার ঘোষণা দেওয়ার কিছু আগে সাংহাইয়ে দেওয়া এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন আলিবাবার প্রতিষ্ঠাতা। কোম্পানিটি নতুন শেয়ার থেকে প্রায় সাড়ে ৩ হাজার ৪০০ কোটি ডলার পুঁজি সংগ্রহের পরিকল্পনা করেছিল। 

জ্যাক মার বক্তব্যের জের ধরে চীন সরকার অ্যান্ট গ্রুপের আইপিও স্থগিত করার পাশাপাশি কোম্পানিটিকে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম কমানোর নির্দেশ দিয়েছিল। ৩ হাজার ৭০০ কোটি আইপিও সমৃদ্ধ অ্যান্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘আলিপে’ বিশ্বের সবচেয়ে বড় মোবাইল পেমেন্ট কোম্পানি। 

এ ঘটনার এক বছর পর চীন কর্তৃপক্ষ জ্যাক মার আরেক কোম্পানি আলিবাবা গ্রুপের বিরুদ্ধে ‘মনোপলি ব্যবসা’ চালানোর অভিযোগ আনে। আলিবাবা গ্রুপকে ২৮০ কোটি ডলারের জরিমানা করা হয়। এরপর থেকেই জনসাধারণের দৃষ্টি এড়িয়ে চলেছেন জ্যাক মা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত