Ajker Patrika

বৈশাখের পর ভূমি কর ম্যানুয়ালি নেওয়া হবে না: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৪: ৩৪
বৈশাখের পর ভূমি কর ম্যানুয়ালি নেওয়া হবে না: ভূমিমন্ত্রী

আগামী পয়লা বৈশাখের পর সব ভূমি কর অনলাইনে প্রদান করতে হবে। ম্যানুয়ালি কোনো ভূমি কর প্রদান করার সুযোগ থাকছে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে আজ বৃহস্পতিবার ভূমিমন্ত্রী এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল সার্ভের কাজ চলমান। এটি সম্পূর্ণ হলে ভূমির মালিকদের ল্যান্ড ওনারশিপ কার্ড দেওয়া হবে। একজন ভূমির মালিক কতটুকু জমির মালিক তা ওই কার্ডের মধ্যে লিপিবদ্ধ থাকবে। কেউ অতিরিক্ত কিনলে বা বিক্রি করলে তার তথ্যও সেখানে থাকবে।’

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘মাঠ পর্যায়ে ভূমিসেবায় কিছুটা জটিলতা আছে, সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
 
ভূমি মন্ত্রণালয়ের যাবতীয় কাজ ভূমি মন্ত্রণালয় সমাধান করলেও রেজিস্ট্রেশনের কাজ করছে আইন মন্ত্রণালয়। এতে জটিলতা তৈরি হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ভূমিমন্ত্রী বলেন, ‘বিষয়টি সঠিক।’ এ ব্যাপারে সব পক্ষের মাধ্যমে কীভাবে বিষয়টা সহজ করা যায়, সে ব্যাপারে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।
 
বিএসআরএফ সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোতাহার হোসেন। পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষকেরা ভাতা পান না, নতুন গাড়ি-অফিস চান সদস্যসচিব

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এমন ‘অদ্ভুতুড়ে’ ঘটনার কারণ তাহলে এটাই

সময়ক্ষেপণ করবেন না, আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন— প্রধান উপদেষ্টাকে জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ