Ajker Patrika

হ্যাকিং প্ল্যাটফর্মে ৫৫ লাখ টুইটার ব্যবহারকারীর তথ্য

প্রযুক্তি ডেস্ক
হ্যাকিং প্ল্যাটফর্মে ৫৫ লাখ টুইটার ব্যবহারকারীর তথ্য

প্রায় ৫৫ লাখ টুইটার ব্যবহারকারীর আইডি, ছবি, ফোন নম্বর, ই-মেইল ঠিকানাসহ অবস্থানের তথ্য এক অনলাইন হ্যাকিং প্ল্যাটফর্মে উন্মুক্ত করে দিয়েছে একদল হ্যাকার। টুইটারের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে গত বছর এসব তথ্য চুরি করে হ্যাকাররা। এর আগে তথ্যগুলো অনলাইনে ৩০ হাজার ডলারে বিক্রি হয়। তবে এবারই প্রথম বিনা মূল্যে সবাইকে এসব তথ্য ব্যবহারের সুযোগ দিচ্ছেন হ্যাকাররা। 

টুইটারের চুরি হওয়া তথ্য অনলাইনে বিক্রির বিষয়টি প্রথম চোখে পড়ে চাদ লোডার নামক এক ব্যক্তির। পেশায় তিনি একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। তিনি জানান, ৫৫ লাখ টুইটার ব্যবহারকারীর প্রায় সকল তথ্যের পাশাপাশি আরও প্রায় ১৪ লাখ টুইটার ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করেছেন হ্যাকাররা। তবে চুরি করা ফোন নম্বরগুলো বিক্রি না করে নিজেদের কাছে রেখেছে হ্যাকাররা। ধারণা করা হচ্ছে, ফোন নম্বরগুলোকে বিভিন্ন প্রতারণামূলক কাজে ব্যবহার করা হতে পারে। 

এদিকে তথ্য চুরির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করে টুইটারে টুইট করার পরপরই চাদ লোডারের অ্যাকাউন্ট স্থগিত করেছে টুইটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত