Ajker Patrika

৩৪ বিলিয়ন ডলারে ক্রোম ব্রাউজার কেনার প্রস্তাব, কী বলল গুগল

আজকের পত্রিকা ডেস্ক­
ক্রোম ব্রাউজারের ব্রাউজ করার সময় ব্যবহারকারীরা কোন বিজ্ঞাপন দেখবে তা নিয়ন্ত্রণ করে গুগল। ছবি: ডেইলি সান
ক্রোম ব্রাউজারের ব্রাউজ করার সময় ব্যবহারকারীরা কোন বিজ্ঞাপন দেখবে তা নিয়ন্ত্রণ করে গুগল। ছবি: ডেইলি সান

গুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!

পারপ্লেক্সিটি তাদের প্রস্তাবে বলেছে, ক্রোমকে একটি স্বাধীন প্রতিষ্ঠানের অধীনে এনে ব্যবহারকারীর সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হলে তা জনগণের জন্য উপকারী হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পারপ্লেক্সিটি তাদের প্রস্তাবটি গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের প্রধান সুন্দর পিচাইয়ের কাছে একটি চিঠির মাধ্যমে পাঠিয়েছে। তবে প্রযুক্তি খাতের একজন বিনিয়োগকারী এই প্রস্তাবটিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বা প্রচারণামূলক কৌশল হিসেবে অভিহিত করেছেন। কারণ তাদের প্রস্তাবিত মূল্য ক্রোমের প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম। এ ছাড়া গুগল এই ব্রাউজার বিক্রির জন্য প্রস্তুত কিনা, সেটিও স্পষ্ট নয়।

ক্রোম বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার। এটির ব্যবহারকারীর সংখ্যা ৩ বিলিয়নের বেশি। পারপ্লেক্সিটির প্রস্তাবের বিসয়ে গুগল এখনো কোনো মন্তব্য করেনি। ক্রোম বিক্রির কোনো পরিকল্পনাও তারা ঘোষণা করেনি।

গুগলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সার্চ ইঞ্জিন এবং অনলাইন বিজ্ঞাপনের বাজারে একাধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত চলতি মাসেই একটি রায় দিতে পারে, যেখানে গুগলকে তার সার্চ ব্যবসাকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হতে পারে। গুগল জানিয়েছে, তারা এমন রায়ের বিরুদ্ধে আপিল করবে। গুগলের দাবি, ক্রোমকে আলাদা করা হলে তা গ্রাহক ও নিরাপত্তার জন্য ক্ষতিকর হবে।

প্রস্তাবিত অধিগ্রহণ চুক্তির অংশ হিসেবে, পারপ্লেক্সিটি জানিয়েছে যে গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকবে, তবে ব্যবহারকারীরা তাঁদের সেটিংস পরিবর্তন করতে পারবেন। তারা আরও বলেছে, তারা ক্রোমিয়াম-এর সমর্থনও অব্যাহত রাখবে। ক্রোমিয়াম একটি ওপেন-সোর্স প্ল্যাটফর্ম। মাইক্রোসফটের এজ এবং অপেরা-এর মতো ব্রাউজারগুলো এই প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করেই তৈরি।

পারপ্লেক্সিটি কীভাবে এই চুক্তিটির অর্থায়ন করবে, সে বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেয়নি। গত জুলাই মাসে, ওই কোম্পানির আনুমানিক বাজার মূল্য ছিল ১৮ বিলিয়ন ডলার।

বিনিয়োগকারী হিথ আহরেন্স এই প্রস্তাবকে ‘ক্রোমের প্রকৃত মূল্যের কাছাকাছিও নয়’ বলে মন্তব্য করেছেন।

গত মাসে, পারপ্লেক্সিটি ‘কমেট’ নামে একটি এআই-চালিত ব্রাউজার চালু করেছে। চলতি বছরের শুরুতে এই প্রতিষ্ঠানটি টিকটকের আমেরিকান সংস্করণ কেনার আগ্রহ প্রকাশ করে শিরোনামে এসেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত