অনলাইনে প্রতারণার বিষয়টি এখন পুরোনো কিছু নয় বর্তমানে এটি হার হামেশাই ঘটছে। প্রতিদিনই কেউ না কেউ ব্যক্তিগত পর্যায়ে প্রতারণার শিকার হচ্ছেন। এখন শুধু ব্যক্তিই নন এর ফাঁদে পড়ছে প্রতিষ্ঠানও। এবার তেমনি একটি প্রতিষ্ঠানের নাম জানা গেছে।
অনলাইনে প্রতারণার শিকার হওয়া সেই প্রতিষ্ঠান হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসি নামে যা পুরো বিশ্বে পরিচিত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এবার বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ।
তবে আইসিসি এ বিষয়ে এখনো মুখ খোলেনি। সংস্থাটির কর্মকর্তারাও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আইসিসি কিছু না বললেও খেলার ওয়েবসাইটটি জানিয়েছে, এরই মধ্যে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি তদন্তও শুরু করেছে।
ওয়েবসাইটি জানিয়েছে, এই ঘটনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সূত্র জড়িত। সমাধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও শুরু করেছে আইসিসি। বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার জানা গেছে ২৫ কোটি টাকার প্রতারণার বিষয়টি।
২৫ কোটি টাকা বিসিসিআইয়ের মতো পূর্ণ সদস্যের দলগুলোর কাছে বড় কিছু না হলেও সহযোগী দলগুলোর জন্য বড় কিছুই। ক্ষতির পরিমাণ আইসিসি থেকে প্রতি বছর ওডিআই স্ট্যাটাসসহ একটি সহযোগী সদস্যের পাওয়া অনুদানের চার গুণের সমান।
অনলাইন প্রতারণার বিষয়ে সহযোগী সদস্য দলের নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ড কর্মকর্তা বলেছেন, ‘এটি সত্য নাও হতে পারে।’ এর সঙ্গে তিনি আরও বলেছেন, ‘ওয়ানডের ১৩ থেকে ২০ সহযোগী সদস্যের একটি দল ৫ কোটি থেকে ১০ কোটি টাকা পায়।’
অনলাইনে প্রতারণার বিষয়টি এখন পুরোনো কিছু নয় বর্তমানে এটি হার হামেশাই ঘটছে। প্রতিদিনই কেউ না কেউ ব্যক্তিগত পর্যায়ে প্রতারণার শিকার হচ্ছেন। এখন শুধু ব্যক্তিই নন এর ফাঁদে পড়ছে প্রতিষ্ঠানও। এবার তেমনি একটি প্রতিষ্ঠানের নাম জানা গেছে।
অনলাইনে প্রতারণার শিকার হওয়া সেই প্রতিষ্ঠান হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসি নামে যা পুরো বিশ্বে পরিচিত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এবার বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ।
তবে আইসিসি এ বিষয়ে এখনো মুখ খোলেনি। সংস্থাটির কর্মকর্তারাও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আইসিসি কিছু না বললেও খেলার ওয়েবসাইটটি জানিয়েছে, এরই মধ্যে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি তদন্তও শুরু করেছে।
ওয়েবসাইটি জানিয়েছে, এই ঘটনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সূত্র জড়িত। সমাধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও শুরু করেছে আইসিসি। বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার জানা গেছে ২৫ কোটি টাকার প্রতারণার বিষয়টি।
২৫ কোটি টাকা বিসিসিআইয়ের মতো পূর্ণ সদস্যের দলগুলোর কাছে বড় কিছু না হলেও সহযোগী দলগুলোর জন্য বড় কিছুই। ক্ষতির পরিমাণ আইসিসি থেকে প্রতি বছর ওডিআই স্ট্যাটাসসহ একটি সহযোগী সদস্যের পাওয়া অনুদানের চার গুণের সমান।
অনলাইন প্রতারণার বিষয়ে সহযোগী সদস্য দলের নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ড কর্মকর্তা বলেছেন, ‘এটি সত্য নাও হতে পারে।’ এর সঙ্গে তিনি আরও বলেছেন, ‘ওয়ানডের ১৩ থেকে ২০ সহযোগী সদস্যের একটি দল ৫ কোটি থেকে ১০ কোটি টাকা পায়।’
ভুটানের জাতীয় নারী লিগে দল পেয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারই প্রথম বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁদের।
১ ঘণ্টা আগেতিন বছর আগে এমন এক জুলাইয়ে আলোচিত হয়েছিল শেখ মোরসালিনের নাম। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোলে নজর কাড়েন সবার। তখনো বসুন্ধরার খেলোয়াড় তিনি; তবে ধারে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
২ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশ। দুইয়ে থাকা নেপালের পয়েন্ট ১২। আজ নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে ১৫। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে নেপাল।
২ ঘণ্টা আগেস্বীকৃত টি-টোয়েন্টিতে ঝোড়ো ব্যাটিংয়ে আগেই নামডাক কুড়িয়েছেন মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) মতো টি-টোয়েন্টি লিগে তিনি দেখিয়েছেন, দলের প্রয়োজনে কী করতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার দেখিয়েছেন তাঁর ঝলক।
২ ঘণ্টা আগে