Ajker Patrika

বাংলাদেশের ৩৮ লাখ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য চুরি

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৭: ২৭
বাংলাদেশের ৩৮ লাখ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য চুরি

বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিয়েছে এক হ্যাকার। এর প্রায় ৩৮ লাখ নম্বর বাংলাদেশি হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর। গবেষণাভিত্তিক অনলাইন মাধ্যম সাইবার নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, নম্বরগুলো বিক্রির বিজ্ঞাপন একটি হ্যাকার ফোরামে পোস্ট করা হয়েছে।

মোট ৮৪টি দেশের নাগরিকদের নম্বর এই ডেটাবেসে রয়েছে। যুক্তরাষ্ট্রের ৩ কোটি ২০ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ডেটা রয়েছে এতে। এ ছাড়া মিশরের ৪ কোটি ৫০ লাখ, ইতালির ৩ কোটি ৫০ লাখ, সৌদি আরবের ২ কোটি ৯০ লাখ, ফ্রান্সের এবং তুরস্কের ২ কোটি, যুক্তরাজ্যের ১ কোটি ১৫ লাখ এবং রাশিয়ার প্রায় ১ কোটি ব্যবহারকারীর নম্বর আছে সেই ডেটাবেসে। 

সাইবার নিউজের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য বিক্রি করা হচ্ছে যথাক্রমে ৭ হাজার ডলার এবং আড়াই হাজার ডলারে। 

চুরি যাওয়া তথ্য ব্যবহার করে হ্যাকাররা স্প্যামিং, ফিশিংয়ের মতো সাইবার অপরাধ করবে বলে আশঙ্কা করছে নেটিজেনরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত