অজয় দেবগন: বক্স অফিসে ‘হিট’ যিনি সব সময়
আজ ভারতীয় অভিনেতা অজয় দেবগনের জন্মদিন। সিনেমায় ক্যারিয়ার গড়তে না চাওয়া অজয় ঠিকই তাঁর বাবা জনপ্রিয় অ্যাকশন পরিচালক বীরু দেবগনের জন্য সিনেমায় নাম লিখিয়েছিলেন। ৩২ বছরের এই ক্যারিয়ারে অজয় উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা। ‘ফুল অর কাঁটে’ থেকে শুরু, এরপর একে একে ‘বিজয়পথ’, ‘নাজায়েজ’, ‘