শর্তে যদি থাকেন রাজি
শাহরুখের দাবি, তিনিই প্রথম অভিনেতা, যিনি পারিশ্রমিক না নিয়ে সিনেমার লভ্যাংশ নিতেন। শাহরুখ বলেন, ‘আমার রোজগারের অন্য অনেক রাস্তা আছে। লাইভ শো, ব্যবসা... বিজ্ঞাপন তো আমার মতো করে আগে কেউ করেইনি। প্রযোজকদের বলতাম, সিনেমা যদি চলে, তাহলে তার থেকে আমি আমার অংশ দাবি করব, তা ছাড়া নয়।’ শাহরুখ এখন নিজেই সিনে