সময়টা দুর্দান্ত যাচ্ছে অজয় দেবগনের। নিজের ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে অজয়ের একাধিক ছবি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘ময়দান’। কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়। তাঁকে দেখা যাবে এস এস রাজামৌলির বহুপ্রতীক্ষিত ‘আরআরআর’ ছবিতে। তিনি রয়েছেন সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতেও। বানসালির সঙ্গে ২২ বছর পর কাজ করলেন অজয়। শেষ কাজ করেছিলেন ব্লকবাস্টার ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এ।
শিগগিরই শুটিং শুরু করবেন ‘মে ডে’ ছবির। ঘোষণার দিন থেকেই আলোচনায় ছবিটি। একে তো অজয় দেবগনের পরিচালনা, তার ওপর ছবিতে থাকছেন অমিতাভ বচ্চন ও অজয় নিজেও। ‘মে ডে’ হতে যাচ্ছে অজয় দেবগনের জীবনের সবচেয়ে বড় বাজেটের ছবি। প্রায় ৪০০ কোটি রুপির এই ছবির প্রযোজকও অজয়।
মাঝে গুঞ্জন উঠেছিল, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে নির্মিত সুপার হিরো ছবি থেকে সরে গিয়েছেন অজয় দেবগন। পরে জানা গেল, তিনি এখনো ছবিতে আছেন। আগামী বছর এই ছবির শুটিং শুরু হবে। অজয়ের হাতে রয়েছে ‘থ্যাংক গড’, ‘সূর্যবংশী’, ‘কাইথি রিমেক’, ‘চানৈক্য’, ‘গোলমাল ৫’, ‘সিংহাম ৩’, ‘দ্য আনসাং ওয়ারিয়র ২’, রেইড ২’, ‘দে দেনা পেয়ার দে ২’, ‘দৃশ্যম ২’ ছবিগুলো। এ ছাড়া আছে ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওয়েব সিরিজ। এর মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন অজয়।
সময়টা দুর্দান্ত যাচ্ছে অজয় দেবগনের। নিজের ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে অজয়ের একাধিক ছবি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘ময়দান’। কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়। তাঁকে দেখা যাবে এস এস রাজামৌলির বহুপ্রতীক্ষিত ‘আরআরআর’ ছবিতে। তিনি রয়েছেন সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতেও। বানসালির সঙ্গে ২২ বছর পর কাজ করলেন অজয়। শেষ কাজ করেছিলেন ব্লকবাস্টার ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এ।
শিগগিরই শুটিং শুরু করবেন ‘মে ডে’ ছবির। ঘোষণার দিন থেকেই আলোচনায় ছবিটি। একে তো অজয় দেবগনের পরিচালনা, তার ওপর ছবিতে থাকছেন অমিতাভ বচ্চন ও অজয় নিজেও। ‘মে ডে’ হতে যাচ্ছে অজয় দেবগনের জীবনের সবচেয়ে বড় বাজেটের ছবি। প্রায় ৪০০ কোটি রুপির এই ছবির প্রযোজকও অজয়।
মাঝে গুঞ্জন উঠেছিল, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে নির্মিত সুপার হিরো ছবি থেকে সরে গিয়েছেন অজয় দেবগন। পরে জানা গেল, তিনি এখনো ছবিতে আছেন। আগামী বছর এই ছবির শুটিং শুরু হবে। অজয়ের হাতে রয়েছে ‘থ্যাংক গড’, ‘সূর্যবংশী’, ‘কাইথি রিমেক’, ‘চানৈক্য’, ‘গোলমাল ৫’, ‘সিংহাম ৩’, ‘দ্য আনসাং ওয়ারিয়র ২’, রেইড ২’, ‘দে দেনা পেয়ার দে ২’, ‘দৃশ্যম ২’ ছবিগুলো। এ ছাড়া আছে ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওয়েব সিরিজ। এর মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন অজয়।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
৪ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৭ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৭ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১১ ঘণ্টা আগে