বলিউডের তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘দৃশ্যম’ সিনেমার সিক্যুয়াল নিয়ে অনেক দিন ধরেই চলছে জল্পনা। ২০১৫ সালে মুক্তি পায় মালয়ালম ‘দৃশ্যম’-এর হিন্দি রিমেক। গত বছর মালয়ালম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপেক্ষায় ভক্তরা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ‘দৃশ্যম ২’ ছবির হিন্দি রিমেক নিয়ে বড় ঘোষণা এসেছে এবার। ছবির কেন্দ্রীয় অভিনেতা অজয় দেবগন জানিয়েছেন ছবি মুক্তির তারিখ। চলতি বছরের ১৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘দৃশ্যম ২’।
ছবি মুক্তির দিন ঘোষণা করে টুইটারে অভিনেতা অজয় দেবগন লিখেছেন, ‘সবার মনোযোগ আকর্ষণ করছি! “দৃশ্যম ২” প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৮ নভেম্বর ২০২২।’
গত ফেব্রুয়ারিতেই হিন্দি ‘দৃশ্যম ২’-এর শুটিং শুরু করেন পরিচালক অভিষেক পাঠক। ‘দৃশ্যম’-এর মতো এই সিনেমায়য়ও অজয় দেবগনের সঙ্গে দেখা যাবে টাবু, রজত কাপুর, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তার মতো অভিনয়শিল্পীদের। পাশাপাশি সিক্যুয়ালে নতুন সংযোজন অভিনেতা অক্ষয় খান্না। প্রথম ছবির রেশ ধরেই এগিয়েছে ‘দৃশ্যম ২’-এর কাহিনি।
বলিউডের তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘দৃশ্যম’ সিনেমার সিক্যুয়াল নিয়ে অনেক দিন ধরেই চলছে জল্পনা। ২০১৫ সালে মুক্তি পায় মালয়ালম ‘দৃশ্যম’-এর হিন্দি রিমেক। গত বছর মালয়ালম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপেক্ষায় ভক্তরা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ‘দৃশ্যম ২’ ছবির হিন্দি রিমেক নিয়ে বড় ঘোষণা এসেছে এবার। ছবির কেন্দ্রীয় অভিনেতা অজয় দেবগন জানিয়েছেন ছবি মুক্তির তারিখ। চলতি বছরের ১৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘দৃশ্যম ২’।
ছবি মুক্তির দিন ঘোষণা করে টুইটারে অভিনেতা অজয় দেবগন লিখেছেন, ‘সবার মনোযোগ আকর্ষণ করছি! “দৃশ্যম ২” প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৮ নভেম্বর ২০২২।’
গত ফেব্রুয়ারিতেই হিন্দি ‘দৃশ্যম ২’-এর শুটিং শুরু করেন পরিচালক অভিষেক পাঠক। ‘দৃশ্যম’-এর মতো এই সিনেমায়য়ও অজয় দেবগনের সঙ্গে দেখা যাবে টাবু, রজত কাপুর, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তার মতো অভিনয়শিল্পীদের। পাশাপাশি সিক্যুয়ালে নতুন সংযোজন অভিনেতা অক্ষয় খান্না। প্রথম ছবির রেশ ধরেই এগিয়েছে ‘দৃশ্যম ২’-এর কাহিনি।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
৪ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৭ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৭ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১১ ঘণ্টা আগে