ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবে অক্ষয় কুমারের নাম রয়েছে। এত ধনী হওয়া সত্বেও সংসারের সব খরচ তাঁকে একা বহন করতে দেন না অক্ষয়ের স্ত্রী বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তাঁরা। টুইঙ্কেল জানান, তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারার পড়াশোনার যাবতীয় খরচের ভার তিনি স্বেচ্ছায় নিজের কাঁধে তুলেছেন।
টুইক ইন্ডিয়ার জন্য কাজলের সাক্ষাৎকার নিচ্ছিলেন টুইঙ্কেল। সেখানেই গল্প-আড্ডার ফাঁকে কাজলকে টুইঙ্কেল জিজ্ঞেস করেন যে কীভাবে তিনি ও তার স্বামী অজয় দেবগণ সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। উদাহরণ হিসেবে নিজের প্রসঙ্গ টেনে টুইঙ্কেল বলেন,‘এই যেমন আমার দুই সন্তানের পড়াশোনার সব খরচের দায়িত্ব আমি নিয়েছি’। এরপর মজা করে তাঁর সংযোজন, ‘ভবিষ্যতে ওদের বলতে পারব যে তোরা যে আজ পড়াশোনা করে শিক্ষিত হয়েছিস, তার একমাত্র কারণ আমিই!’
সেই কথার উত্তরে কাজল জানান, তাঁর আর অজয়ের সংসারে সবরকমের অনলাইনে খরচ মেটানোর দায়িত্ব তাঁর উপর ন্যস্ত রয়েছে। অন্যদিকে, সংসারের সবরকমের অফলাইন পেমেন্ট অজয় নিজের দায়িত্বে করেন। তবে সংসার সামলাতে যে অজয় বেশ পরিপক্ক, সেকথাও জানিয়েছেনে এই বলিউড অভিনেত্রী। কাজলের কথায়, ‘আমাদের দুই সন্তানের সমস্ত খুঁটিনাটি বিষয় অজয় ভীষণভাবে খেয়াল রাখে। তাঁদের জন্য ভোরে উঠে টিফিন প্যাক করে স্কুলে পাঠানো থেকে তাঁদের হোমওয়ার্ক পর্যন্ত। স্কুলে কি রেজাল্ট আসলো তারও নিয়মিত খেয়াল রাখে অজয়।’
২০০১ সালে বিয়ে করেছেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারা। ২০০২ সালে আরভের জন্ম, ২০১২ সালে নিতারারি জন্ম।
অন্যদিকে বলিউডের অন্যতম সেরা দম্পতি কাজল ও অজয় দেবগন। ২১ বছর ধরে একসঙ্গে পথ চলছেন তারা। তাদের সম্পর্কের রসায়ন এখনও বেশ মজবুত।
ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবে অক্ষয় কুমারের নাম রয়েছে। এত ধনী হওয়া সত্বেও সংসারের সব খরচ তাঁকে একা বহন করতে দেন না অক্ষয়ের স্ত্রী বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তাঁরা। টুইঙ্কেল জানান, তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারার পড়াশোনার যাবতীয় খরচের ভার তিনি স্বেচ্ছায় নিজের কাঁধে তুলেছেন।
টুইক ইন্ডিয়ার জন্য কাজলের সাক্ষাৎকার নিচ্ছিলেন টুইঙ্কেল। সেখানেই গল্প-আড্ডার ফাঁকে কাজলকে টুইঙ্কেল জিজ্ঞেস করেন যে কীভাবে তিনি ও তার স্বামী অজয় দেবগণ সংসারের যাবতীয় খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। উদাহরণ হিসেবে নিজের প্রসঙ্গ টেনে টুইঙ্কেল বলেন,‘এই যেমন আমার দুই সন্তানের পড়াশোনার সব খরচের দায়িত্ব আমি নিয়েছি’। এরপর মজা করে তাঁর সংযোজন, ‘ভবিষ্যতে ওদের বলতে পারব যে তোরা যে আজ পড়াশোনা করে শিক্ষিত হয়েছিস, তার একমাত্র কারণ আমিই!’
সেই কথার উত্তরে কাজল জানান, তাঁর আর অজয়ের সংসারে সবরকমের অনলাইনে খরচ মেটানোর দায়িত্ব তাঁর উপর ন্যস্ত রয়েছে। অন্যদিকে, সংসারের সবরকমের অফলাইন পেমেন্ট অজয় নিজের দায়িত্বে করেন। তবে সংসার সামলাতে যে অজয় বেশ পরিপক্ক, সেকথাও জানিয়েছেনে এই বলিউড অভিনেত্রী। কাজলের কথায়, ‘আমাদের দুই সন্তানের সমস্ত খুঁটিনাটি বিষয় অজয় ভীষণভাবে খেয়াল রাখে। তাঁদের জন্য ভোরে উঠে টিফিন প্যাক করে স্কুলে পাঠানো থেকে তাঁদের হোমওয়ার্ক পর্যন্ত। স্কুলে কি রেজাল্ট আসলো তারও নিয়মিত খেয়াল রাখে অজয়।’
২০০১ সালে বিয়ে করেছেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারা। ২০০২ সালে আরভের জন্ম, ২০১২ সালে নিতারারি জন্ম।
অন্যদিকে বলিউডের অন্যতম সেরা দম্পতি কাজল ও অজয় দেবগন। ২১ বছর ধরে একসঙ্গে পথ চলছেন তারা। তাদের সম্পর্কের রসায়ন এখনও বেশ মজবুত।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১০ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৫ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৫ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৫ ঘণ্টা আগে