আজ ভারতীয় অভিনেতা অজয় দেবগনের জন্মদিন। সিনেমায় ক্যারিয়ার গড়তে না চাওয়া অজয় ঠিকই তাঁর বাবা জনপ্রিয় অ্যাকশন পরিচালক বীরু দেবগনের জন্য সিনেমায় নাম লিখিয়েছিলেন। ৩২ বছরের এই ক্যারিয়ারে অজয় উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা। ‘ফুল অর কাঁটে’ থেকে শুরু, এরপর একে একে ‘বিজয়পথ’, ‘নাজায়েজ’, ‘জখম’, ‘লজ্জা’র মতো হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এ ছাড়া ‘দ্য লিজেন্ড অব ভগত সিং’, ‘গঙ্গাজল’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ থেকে ‘তানহাজি’ এবং দৃশ্যম সিরিজ তাঁর ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে।
অজয়ের প্রথম সিনেমা ‘ফুল অর কাঁটে’তে পরিচালকের প্রথম পছন্দ ছিল অক্ষয় কুমার। কিন্তু অজয় সুযোগ পেয়েই করে ফেলেন বাজিমাত। ব্যবসা থেকে শুরু করে ফিল্মফেয়ারে সেরা পুরুষ অভিনেতা (অভিষেক)-এর পুরস্কার জয় করেন তিনি। এরপর কারিশমা কাপুরের বিপরীতে তাঁর পরবর্তী সিনেমা ‘জিগার’। ১৯৯২ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সেই সময়ে বক্স অফিসে ৭ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল। অন্যান্য বিখ্যাত অভিনেতার বিপরীতে অজয় প্রথম থেকেই বক্স অফিস দখল করে ছিলেন।
এরপর ১৯৯৩ সালে অজয় দেবগনের ‘দিল হ্যায় বেতাব’, ‘দিব্য শক্তি’, ‘সংগ্রাম’, ‘এক হি রাস্তা’ এবং ‘ধনওয়ানের’ মতো সফল সিনেমায় অভিনয় করেছিলেন। তারপর ১৯৯৪ সালে তাঁর ক্যারিয়ারের দুটি বিখ্যাত সিনেমা ‘সোহাগ’ এবং ‘বিজয়পথ’ মুক্তি পায়। ১৯৯৫ সালে তিনি ‘নাজায়েজ’, ‘হালচাল’, ‘গুন্ডারাজ’ এবং ‘হাকিকাত’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন। টাবুর বিপরীতে নির্মিত হাকিকাত সিনেমাটি সে বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ছিল। এর পরের বছর ১৯৯৬ সালে, তিনি ‘জাং’, ‘জান’ এবং ‘দিলজালে’ চলচ্চিত্রে অভিনয় করেন, দিলজালে সিনেমায় একজন সন্ত্রাসীর চরিত্রে অভিনয় তাঁর ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত সিনেমার একটি। এর পরে অজয় তাঁর ‘হাম দিল দে চুকে সানাম’, ‘পেয়ার তো হোনা হি থা’, ‘মেজর সাহাব’, ‘দিল কেয়া কারে’, ‘হিন্দুস্তান কি কসম’-এর মতো সফল চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন।
২০০০ সালে তাঁর চলচ্চিত্র ‘ইয়ে রাস্তে হ্যায় প্যায়ার কে’ মুক্তি পায় এবং ২০০৩ সালে তিনি ‘গঙ্গাজল’-এ অভিনয় করেছিলেন, যেখানে তাঁর অভিনয় খুব প্রশংসনীয় ছিল। ‘গঙ্গাজল’-এর পরে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘সিংহাম’, ‘রাজনীতি’, ‘সিংহাম রিটার্নস’ এবং দৃশ্যম সিরিজে তাঁর সর্বকালের প্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম। তিনি কমেডি, অ্যাকশন, সিরিয়াস প্রতিটি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন।
গত ৩০ মার্চ মুক্তি পেয়েছে অজয় দেবগন পরিচালিত চতুর্থ সিনেমা ‘ভোলা’। সিনেমাটিতে অজয়ের বিপরীতে অভিনয় করেছেন টাবু। ভোলা তামিল হিট ‘কাইতি’ সিনেমার অফিশিয়াল হিন্দি রিমেক। ছবিতে অজয়-টাবু ছাড়াও নতুন চরিত্রে ধরা দেবেন দীপক ডোবরিয়াল। এ ছাড়া অভিনেতা সম্প্রতি অমিত শর্মা পরিচালিত স্পোর্টস বায়োপিক ‘ময়দান’-এর শুটিং শেষ করেছেন। অজয় দেবগনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানায়, সিনেমাটি আগামী ১২ মে মুক্তি পাবে। যদিও ১৭ ফেব্রুয়ারি সিনেমাটির মুক্তির ঘোষিত তারিখ ছিল।
আজ ভারতীয় অভিনেতা অজয় দেবগনের জন্মদিন। সিনেমায় ক্যারিয়ার গড়তে না চাওয়া অজয় ঠিকই তাঁর বাবা জনপ্রিয় অ্যাকশন পরিচালক বীরু দেবগনের জন্য সিনেমায় নাম লিখিয়েছিলেন। ৩২ বছরের এই ক্যারিয়ারে অজয় উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা। ‘ফুল অর কাঁটে’ থেকে শুরু, এরপর একে একে ‘বিজয়পথ’, ‘নাজায়েজ’, ‘জখম’, ‘লজ্জা’র মতো হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এ ছাড়া ‘দ্য লিজেন্ড অব ভগত সিং’, ‘গঙ্গাজল’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ থেকে ‘তানহাজি’ এবং দৃশ্যম সিরিজ তাঁর ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে।
অজয়ের প্রথম সিনেমা ‘ফুল অর কাঁটে’তে পরিচালকের প্রথম পছন্দ ছিল অক্ষয় কুমার। কিন্তু অজয় সুযোগ পেয়েই করে ফেলেন বাজিমাত। ব্যবসা থেকে শুরু করে ফিল্মফেয়ারে সেরা পুরুষ অভিনেতা (অভিষেক)-এর পুরস্কার জয় করেন তিনি। এরপর কারিশমা কাপুরের বিপরীতে তাঁর পরবর্তী সিনেমা ‘জিগার’। ১৯৯২ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সেই সময়ে বক্স অফিসে ৭ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল। অন্যান্য বিখ্যাত অভিনেতার বিপরীতে অজয় প্রথম থেকেই বক্স অফিস দখল করে ছিলেন।
এরপর ১৯৯৩ সালে অজয় দেবগনের ‘দিল হ্যায় বেতাব’, ‘দিব্য শক্তি’, ‘সংগ্রাম’, ‘এক হি রাস্তা’ এবং ‘ধনওয়ানের’ মতো সফল সিনেমায় অভিনয় করেছিলেন। তারপর ১৯৯৪ সালে তাঁর ক্যারিয়ারের দুটি বিখ্যাত সিনেমা ‘সোহাগ’ এবং ‘বিজয়পথ’ মুক্তি পায়। ১৯৯৫ সালে তিনি ‘নাজায়েজ’, ‘হালচাল’, ‘গুন্ডারাজ’ এবং ‘হাকিকাত’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন। টাবুর বিপরীতে নির্মিত হাকিকাত সিনেমাটি সে বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ছিল। এর পরের বছর ১৯৯৬ সালে, তিনি ‘জাং’, ‘জান’ এবং ‘দিলজালে’ চলচ্চিত্রে অভিনয় করেন, দিলজালে সিনেমায় একজন সন্ত্রাসীর চরিত্রে অভিনয় তাঁর ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত সিনেমার একটি। এর পরে অজয় তাঁর ‘হাম দিল দে চুকে সানাম’, ‘পেয়ার তো হোনা হি থা’, ‘মেজর সাহাব’, ‘দিল কেয়া কারে’, ‘হিন্দুস্তান কি কসম’-এর মতো সফল চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন।
২০০০ সালে তাঁর চলচ্চিত্র ‘ইয়ে রাস্তে হ্যায় প্যায়ার কে’ মুক্তি পায় এবং ২০০৩ সালে তিনি ‘গঙ্গাজল’-এ অভিনয় করেছিলেন, যেখানে তাঁর অভিনয় খুব প্রশংসনীয় ছিল। ‘গঙ্গাজল’-এর পরে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘সিংহাম’, ‘রাজনীতি’, ‘সিংহাম রিটার্নস’ এবং দৃশ্যম সিরিজে তাঁর সর্বকালের প্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম। তিনি কমেডি, অ্যাকশন, সিরিয়াস প্রতিটি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন।
গত ৩০ মার্চ মুক্তি পেয়েছে অজয় দেবগন পরিচালিত চতুর্থ সিনেমা ‘ভোলা’। সিনেমাটিতে অজয়ের বিপরীতে অভিনয় করেছেন টাবু। ভোলা তামিল হিট ‘কাইতি’ সিনেমার অফিশিয়াল হিন্দি রিমেক। ছবিতে অজয়-টাবু ছাড়াও নতুন চরিত্রে ধরা দেবেন দীপক ডোবরিয়াল। এ ছাড়া অভিনেতা সম্প্রতি অমিত শর্মা পরিচালিত স্পোর্টস বায়োপিক ‘ময়দান’-এর শুটিং শেষ করেছেন। অজয় দেবগনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানায়, সিনেমাটি আগামী ১২ মে মুক্তি পাবে। যদিও ১৭ ফেব্রুয়ারি সিনেমাটির মুক্তির ঘোষিত তারিখ ছিল।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
৪ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
৯ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
৯ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
৯ ঘণ্টা আগে