আজ ভারতীয় অভিনেতা অজয় দেবগনের জন্মদিন। সিনেমায় ক্যারিয়ার গড়তে না চাওয়া অজয় ঠিকই তাঁর বাবা জনপ্রিয় অ্যাকশন পরিচালক বীরু দেবগনের জন্য সিনেমায় নাম লিখিয়েছিলেন। ৩২ বছরের এই ক্যারিয়ারে অজয় উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা। ‘ফুল অর কাঁটে’ থেকে শুরু, এরপর একে একে ‘বিজয়পথ’, ‘নাজায়েজ’, ‘জখম’, ‘লজ্জা’র মতো হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এ ছাড়া ‘দ্য লিজেন্ড অব ভগত সিং’, ‘গঙ্গাজল’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ থেকে ‘তানহাজি’ এবং দৃশ্যম সিরিজ তাঁর ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে।
অজয়ের প্রথম সিনেমা ‘ফুল অর কাঁটে’তে পরিচালকের প্রথম পছন্দ ছিল অক্ষয় কুমার। কিন্তু অজয় সুযোগ পেয়েই করে ফেলেন বাজিমাত। ব্যবসা থেকে শুরু করে ফিল্মফেয়ারে সেরা পুরুষ অভিনেতা (অভিষেক)-এর পুরস্কার জয় করেন তিনি। এরপর কারিশমা কাপুরের বিপরীতে তাঁর পরবর্তী সিনেমা ‘জিগার’। ১৯৯২ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সেই সময়ে বক্স অফিসে ৭ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল। অন্যান্য বিখ্যাত অভিনেতার বিপরীতে অজয় প্রথম থেকেই বক্স অফিস দখল করে ছিলেন।
এরপর ১৯৯৩ সালে অজয় দেবগনের ‘দিল হ্যায় বেতাব’, ‘দিব্য শক্তি’, ‘সংগ্রাম’, ‘এক হি রাস্তা’ এবং ‘ধনওয়ানের’ মতো সফল সিনেমায় অভিনয় করেছিলেন। তারপর ১৯৯৪ সালে তাঁর ক্যারিয়ারের দুটি বিখ্যাত সিনেমা ‘সোহাগ’ এবং ‘বিজয়পথ’ মুক্তি পায়। ১৯৯৫ সালে তিনি ‘নাজায়েজ’, ‘হালচাল’, ‘গুন্ডারাজ’ এবং ‘হাকিকাত’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন। টাবুর বিপরীতে নির্মিত হাকিকাত সিনেমাটি সে বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ছিল। এর পরের বছর ১৯৯৬ সালে, তিনি ‘জাং’, ‘জান’ এবং ‘দিলজালে’ চলচ্চিত্রে অভিনয় করেন, দিলজালে সিনেমায় একজন সন্ত্রাসীর চরিত্রে অভিনয় তাঁর ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত সিনেমার একটি। এর পরে অজয় তাঁর ‘হাম দিল দে চুকে সানাম’, ‘পেয়ার তো হোনা হি থা’, ‘মেজর সাহাব’, ‘দিল কেয়া কারে’, ‘হিন্দুস্তান কি কসম’-এর মতো সফল চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন।
২০০০ সালে তাঁর চলচ্চিত্র ‘ইয়ে রাস্তে হ্যায় প্যায়ার কে’ মুক্তি পায় এবং ২০০৩ সালে তিনি ‘গঙ্গাজল’-এ অভিনয় করেছিলেন, যেখানে তাঁর অভিনয় খুব প্রশংসনীয় ছিল। ‘গঙ্গাজল’-এর পরে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘সিংহাম’, ‘রাজনীতি’, ‘সিংহাম রিটার্নস’ এবং দৃশ্যম সিরিজে তাঁর সর্বকালের প্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম। তিনি কমেডি, অ্যাকশন, সিরিয়াস প্রতিটি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন।
গত ৩০ মার্চ মুক্তি পেয়েছে অজয় দেবগন পরিচালিত চতুর্থ সিনেমা ‘ভোলা’। সিনেমাটিতে অজয়ের বিপরীতে অভিনয় করেছেন টাবু। ভোলা তামিল হিট ‘কাইতি’ সিনেমার অফিশিয়াল হিন্দি রিমেক। ছবিতে অজয়-টাবু ছাড়াও নতুন চরিত্রে ধরা দেবেন দীপক ডোবরিয়াল। এ ছাড়া অভিনেতা সম্প্রতি অমিত শর্মা পরিচালিত স্পোর্টস বায়োপিক ‘ময়দান’-এর শুটিং শেষ করেছেন। অজয় দেবগনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানায়, সিনেমাটি আগামী ১২ মে মুক্তি পাবে। যদিও ১৭ ফেব্রুয়ারি সিনেমাটির মুক্তির ঘোষিত তারিখ ছিল।
আজ ভারতীয় অভিনেতা অজয় দেবগনের জন্মদিন। সিনেমায় ক্যারিয়ার গড়তে না চাওয়া অজয় ঠিকই তাঁর বাবা জনপ্রিয় অ্যাকশন পরিচালক বীরু দেবগনের জন্য সিনেমায় নাম লিখিয়েছিলেন। ৩২ বছরের এই ক্যারিয়ারে অজয় উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা। ‘ফুল অর কাঁটে’ থেকে শুরু, এরপর একে একে ‘বিজয়পথ’, ‘নাজায়েজ’, ‘জখম’, ‘লজ্জা’র মতো হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এ ছাড়া ‘দ্য লিজেন্ড অব ভগত সিং’, ‘গঙ্গাজল’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ থেকে ‘তানহাজি’ এবং দৃশ্যম সিরিজ তাঁর ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে।
অজয়ের প্রথম সিনেমা ‘ফুল অর কাঁটে’তে পরিচালকের প্রথম পছন্দ ছিল অক্ষয় কুমার। কিন্তু অজয় সুযোগ পেয়েই করে ফেলেন বাজিমাত। ব্যবসা থেকে শুরু করে ফিল্মফেয়ারে সেরা পুরুষ অভিনেতা (অভিষেক)-এর পুরস্কার জয় করেন তিনি। এরপর কারিশমা কাপুরের বিপরীতে তাঁর পরবর্তী সিনেমা ‘জিগার’। ১৯৯২ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সেই সময়ে বক্স অফিসে ৭ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল। অন্যান্য বিখ্যাত অভিনেতার বিপরীতে অজয় প্রথম থেকেই বক্স অফিস দখল করে ছিলেন।
এরপর ১৯৯৩ সালে অজয় দেবগনের ‘দিল হ্যায় বেতাব’, ‘দিব্য শক্তি’, ‘সংগ্রাম’, ‘এক হি রাস্তা’ এবং ‘ধনওয়ানের’ মতো সফল সিনেমায় অভিনয় করেছিলেন। তারপর ১৯৯৪ সালে তাঁর ক্যারিয়ারের দুটি বিখ্যাত সিনেমা ‘সোহাগ’ এবং ‘বিজয়পথ’ মুক্তি পায়। ১৯৯৫ সালে তিনি ‘নাজায়েজ’, ‘হালচাল’, ‘গুন্ডারাজ’ এবং ‘হাকিকাত’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন। টাবুর বিপরীতে নির্মিত হাকিকাত সিনেমাটি সে বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ছিল। এর পরের বছর ১৯৯৬ সালে, তিনি ‘জাং’, ‘জান’ এবং ‘দিলজালে’ চলচ্চিত্রে অভিনয় করেন, দিলজালে সিনেমায় একজন সন্ত্রাসীর চরিত্রে অভিনয় তাঁর ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত সিনেমার একটি। এর পরে অজয় তাঁর ‘হাম দিল দে চুকে সানাম’, ‘পেয়ার তো হোনা হি থা’, ‘মেজর সাহাব’, ‘দিল কেয়া কারে’, ‘হিন্দুস্তান কি কসম’-এর মতো সফল চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন।
২০০০ সালে তাঁর চলচ্চিত্র ‘ইয়ে রাস্তে হ্যায় প্যায়ার কে’ মুক্তি পায় এবং ২০০৩ সালে তিনি ‘গঙ্গাজল’-এ অভিনয় করেছিলেন, যেখানে তাঁর অভিনয় খুব প্রশংসনীয় ছিল। ‘গঙ্গাজল’-এর পরে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘সিংহাম’, ‘রাজনীতি’, ‘সিংহাম রিটার্নস’ এবং দৃশ্যম সিরিজে তাঁর সর্বকালের প্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম। তিনি কমেডি, অ্যাকশন, সিরিয়াস প্রতিটি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন।
গত ৩০ মার্চ মুক্তি পেয়েছে অজয় দেবগন পরিচালিত চতুর্থ সিনেমা ‘ভোলা’। সিনেমাটিতে অজয়ের বিপরীতে অভিনয় করেছেন টাবু। ভোলা তামিল হিট ‘কাইতি’ সিনেমার অফিশিয়াল হিন্দি রিমেক। ছবিতে অজয়-টাবু ছাড়াও নতুন চরিত্রে ধরা দেবেন দীপক ডোবরিয়াল। এ ছাড়া অভিনেতা সম্প্রতি অমিত শর্মা পরিচালিত স্পোর্টস বায়োপিক ‘ময়দান’-এর শুটিং শেষ করেছেন। অজয় দেবগনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানায়, সিনেমাটি আগামী ১২ মে মুক্তি পাবে। যদিও ১৭ ফেব্রুয়ারি সিনেমাটির মুক্তির ঘোষিত তারিখ ছিল।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৭ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৮ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
২০ ঘণ্টা আগে