১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় নন্দিনী চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই। সঞ্জয় লীলা বানসালির সিনেমাটিতে সাবেকি সাজে দেখা গিয়েছিল তাঁকে। গল্পে নন্দিনীর সঙ্গে সমীর অর্থাৎ সালমান খানের প্রেম হয়। কিন্তু বাবা জোর করে বনরাজ অর্থাৎ অজয় দেবগনের সঙ্গে তাঁর বিয়ে দেন। এরপর কী হয় সেটা নিয়েই সিনেমার গল্প। ২৩ বছর পর একই নামের চরিত্রে ঐশ্বরিয়াকে দেখা যায় ‘পোন্নিয়ান সেলভান’ সিনেমায়। এ চরিত্রটি ঐতিহাসিক। গত বছর মুক্তি পাওয়া তামিল সিনেমাটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। আলাদাভাবে প্রশংসিত হয়েছিলেন নন্দিনীরূপী ঐশ্বরিয়াও। আজ মুক্তি পাচ্ছে মনি রত্নম পরিচালিত এ সিনেমার সিক্যুয়েল ‘পোন্নিয়ান সেলভান ২’।
গত মঙ্গলবার হায়দরাবাদে সিনেমাটির মুক্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, এত বছর পর আবার নন্দিনীর চরিত্রে অভিনয় করে তাঁর কেমন লাগছে? উত্তরে ঐশ্বরিয়া বলেন, ‘হাম দিল দে চুকে সনম সিনেমার নন্দিনী মানুষের মনে থেকে গেছে। আমার কাছেও চরিত্রটি স্পেশাল। সঞ্জয় লীলা বানসালির পর আবার মনি রত্নমের সঙ্গে এই একই নামের চরিত্রে অভিনয় করতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার। এমন শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করতে পেরে আমি ধন্য।’
তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পোন্নিয়ান সেলভান’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক উত্তাল সময়ের গল্প উঠে এসেছে এতে। চোল রাজবংশ ছিল দক্ষিণ ভারতের একটি তামিল সাম্রাজ্য এবং বিশ্বের ইতিহাসে অন্যতম দীর্ঘতম রাজবংশ। ‘পোন্নিয়ান সেলভান’ সিনেমার প্রথম পর্বে রানি নন্দিনীর চরিত্রে ঐশ্বরিয়াকে দেখা গেলেও দ্বিতীয় পর্বে তিনি থাকবেন দ্বৈত চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন বিক্রম, কার্থি, তৃষা, ঐশ্বরিয়া লক্ষ্মী, জয়ম রবি, সবিতা ধুলিপাল প্রমুখ। সংগীত পরিচালনায় আছেন এ আর রাহমান।
১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় নন্দিনী চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই। সঞ্জয় লীলা বানসালির সিনেমাটিতে সাবেকি সাজে দেখা গিয়েছিল তাঁকে। গল্পে নন্দিনীর সঙ্গে সমীর অর্থাৎ সালমান খানের প্রেম হয়। কিন্তু বাবা জোর করে বনরাজ অর্থাৎ অজয় দেবগনের সঙ্গে তাঁর বিয়ে দেন। এরপর কী হয় সেটা নিয়েই সিনেমার গল্প। ২৩ বছর পর একই নামের চরিত্রে ঐশ্বরিয়াকে দেখা যায় ‘পোন্নিয়ান সেলভান’ সিনেমায়। এ চরিত্রটি ঐতিহাসিক। গত বছর মুক্তি পাওয়া তামিল সিনেমাটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। আলাদাভাবে প্রশংসিত হয়েছিলেন নন্দিনীরূপী ঐশ্বরিয়াও। আজ মুক্তি পাচ্ছে মনি রত্নম পরিচালিত এ সিনেমার সিক্যুয়েল ‘পোন্নিয়ান সেলভান ২’।
গত মঙ্গলবার হায়দরাবাদে সিনেমাটির মুক্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, এত বছর পর আবার নন্দিনীর চরিত্রে অভিনয় করে তাঁর কেমন লাগছে? উত্তরে ঐশ্বরিয়া বলেন, ‘হাম দিল দে চুকে সনম সিনেমার নন্দিনী মানুষের মনে থেকে গেছে। আমার কাছেও চরিত্রটি স্পেশাল। সঞ্জয় লীলা বানসালির পর আবার মনি রত্নমের সঙ্গে এই একই নামের চরিত্রে অভিনয় করতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার। এমন শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করতে পেরে আমি ধন্য।’
তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পোন্নিয়ান সেলভান’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক উত্তাল সময়ের গল্প উঠে এসেছে এতে। চোল রাজবংশ ছিল দক্ষিণ ভারতের একটি তামিল সাম্রাজ্য এবং বিশ্বের ইতিহাসে অন্যতম দীর্ঘতম রাজবংশ। ‘পোন্নিয়ান সেলভান’ সিনেমার প্রথম পর্বে রানি নন্দিনীর চরিত্রে ঐশ্বরিয়াকে দেখা গেলেও দ্বিতীয় পর্বে তিনি থাকবেন দ্বৈত চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন বিক্রম, কার্থি, তৃষা, ঐশ্বরিয়া লক্ষ্মী, জয়ম রবি, সবিতা ধুলিপাল প্রমুখ। সংগীত পরিচালনায় আছেন এ আর রাহমান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪