Ajker Patrika

এবার কোরিয়ান ভাষায় দৃশ্যম, অভিনয় করবেন সং কান হো

আপডেট : ২২ মে ২০২৩, ১২: ৫০
এবার কোরিয়ান ভাষায় দৃশ্যম, অভিনয় করবেন সং কান হো

নতুন মাইলফলক ছুঁচ্ছে দক্ষিণের সুপারহিট সিনেমা ‘দৃশ্যম’। মালায়লাম সিনেমাটি প্রথম রিমেক করা হয় বলিউডে, অজয় দেবগন সিনেমাটি এখন পর্যন্ত বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমার তালিকায় স্থান নিয়ে আছে। এবার দৃশ্যম নির্মাণ করা হবে কোরিয়ায়, আর তাতে অভিনয় করবেন অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা সং কান হো। কোরিয়ান প্রযোজনা সংস্থার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

গতকাল রোববার কান চলচ্চিত্র উৎসবে এই ঘোষণা করা হয়। কোরিয়ান সিনেমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জে চোই জানান, সিনেমাটি দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত পরিচালক কিম জি-উন তৈরি করবেন আর ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা সং কান হো থাকবেন মুখ্য ভূমিকায়।

‘দৃশ্যম’ হিন্দি রিমেকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত২০১৩ সালে মালায়লাম ভাষায় ‘দৃশ্যম’ তৈরি করেছিলেন পরিচালক জিতু জোসেফ। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা মোহনলাল। এরপর প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাত ২০১৫ সালে একই নামে হিন্দিতে ছবিটি রিমেক করেন। তাতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। দুই ভাষাতেই সিনেমা দুটি হয়েছিল সুপারহিট। তারপর এসেছে সিক্যুয়েল, তাও বক্স অফিসে বেশ ব্যবসাসফল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত