বলিউডে ব্যবসায় খরার এই সময়ে আশার আলো দেখাচ্ছে অজয়–টাবু অভিনীত ‘দৃশ্যম ২ ’। ২০০ কোটি রুপির ঘরে প্রবেশ করছে সিনেমাটি।
মুক্তির ১৯ তম দিন শেষে এর আয় ১৯২ কোটি ৩৫ লাখ রুপি। এর মধ্যে ১৬ ও ১৭ তম দিনেও দুর্দান্ত ব্যবসা করেছে। দুই দিনে আয় ছিল যথাক্রমে ৮ কোটি ৪৫ লাখ রুপি ও ১০ কোটি ৩৯ লাখ রুপি।
গত ১৮ নভেম্বর ৩ হাজার ৩০২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দৃশ্যম ২। মুক্তির প্রথম দিনেই আলোচনায় ছিল সিনেমাটি। শুরুর দিনটায় চমক দেখিয়ে আয় করেছিল প্রায় ১৫ কোটি রুপি।
২০১৫ সালে ‘দৃশ্যম’ মুক্তি পায়। সিনেমাটির বাজেট ছিল ৩৮ কোটি রুপির কাছাকাছি। আর ঘরে তুলেছিল ১১০ কোটি রুপি, যা ছিল এই একই নামের দক্ষিণী ছবির সিক্যুয়েল। ‘দৃশ্যম’–এর জনপ্রিয়তা ও বক্স অফিসে সফলতার পর ‘দৃশ্যম ২’ কবে আসছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকের প্রত্যাশা পূরণেও সফল হয়েছে সিনেমাটি।
রিমেক সিনেমার ক্ষেত্রে বলিউডে সফলতা খুব কম। এমন প্রবণতা ভেঙে ‘দৃশ্যম’ আগেও রেকর্ড আয় করেছিল এবং দুর্দান্ত সফলতা পেয়েছিল। এবার ‘দৃশ্যম ২’ সেই পথেই হাঁটছে।
অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’ হিন্দি সিক্যুয়েলে অভিনয় করেছেন অজয় দেবগন ও তাবাসসুম ফাতিমা হাশমী ওরফে টাবু। এ ছাড়া অক্ষয় খান্না, শ্রেয়া শরণ, ঈশিতা দত্ত, রজত কাপুর ও ম্রুণাল যাদব বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
বলিউডে ব্যবসায় খরার এই সময়ে আশার আলো দেখাচ্ছে অজয়–টাবু অভিনীত ‘দৃশ্যম ২ ’। ২০০ কোটি রুপির ঘরে প্রবেশ করছে সিনেমাটি।
মুক্তির ১৯ তম দিন শেষে এর আয় ১৯২ কোটি ৩৫ লাখ রুপি। এর মধ্যে ১৬ ও ১৭ তম দিনেও দুর্দান্ত ব্যবসা করেছে। দুই দিনে আয় ছিল যথাক্রমে ৮ কোটি ৪৫ লাখ রুপি ও ১০ কোটি ৩৯ লাখ রুপি।
গত ১৮ নভেম্বর ৩ হাজার ৩০২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দৃশ্যম ২। মুক্তির প্রথম দিনেই আলোচনায় ছিল সিনেমাটি। শুরুর দিনটায় চমক দেখিয়ে আয় করেছিল প্রায় ১৫ কোটি রুপি।
২০১৫ সালে ‘দৃশ্যম’ মুক্তি পায়। সিনেমাটির বাজেট ছিল ৩৮ কোটি রুপির কাছাকাছি। আর ঘরে তুলেছিল ১১০ কোটি রুপি, যা ছিল এই একই নামের দক্ষিণী ছবির সিক্যুয়েল। ‘দৃশ্যম’–এর জনপ্রিয়তা ও বক্স অফিসে সফলতার পর ‘দৃশ্যম ২’ কবে আসছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকের প্রত্যাশা পূরণেও সফল হয়েছে সিনেমাটি।
রিমেক সিনেমার ক্ষেত্রে বলিউডে সফলতা খুব কম। এমন প্রবণতা ভেঙে ‘দৃশ্যম’ আগেও রেকর্ড আয় করেছিল এবং দুর্দান্ত সফলতা পেয়েছিল। এবার ‘দৃশ্যম ২’ সেই পথেই হাঁটছে।
অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’ হিন্দি সিক্যুয়েলে অভিনয় করেছেন অজয় দেবগন ও তাবাসসুম ফাতিমা হাশমী ওরফে টাবু। এ ছাড়া অক্ষয় খান্না, শ্রেয়া শরণ, ঈশিতা দত্ত, রজত কাপুর ও ম্রুণাল যাদব বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
৮ মিনিট আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৩ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৪ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৭ ঘণ্টা আগে