Ajker Patrika

সিলভার গাউনে একই ফ্রেমে মা কাজলের সঙ্গে নাইসা দেবগন

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৯: ৩৮
সিলভার গাউনে একই ফ্রেমে মা কাজলের সঙ্গে নাইসা দেবগন

নজরকাড়া লুকে মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’–এর উদ্বোধনী আয়োজনে দ্যুতি ছড়িয়েছেন ১৯ বছর বয়সী অজয়–কাজল কন্যা নাইসা দেবগন। মা কাজলের সঙ্গে তাঁর কয়েকটি ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে হয়ে যায় ভাইরাল।

কাজলের সঙ্গে মেয়ে নাইসা দেবগনছবিতে ডিজাইনার আবু জনি সন্দীপ খোসলার নকশায় সিলভার পার্ল গাউন পড়েছিলেন নাইসা। আর সিলভার কালারের আনারকলি গাউনের সঙ্গে গলায় মুক্তোর নেকলেসে হাজির হয়েছিলেন কাজল।

কাজলের সঙ্গে মেয়ে নাইসা দেবগনকাজল তাঁর ইনস্টাগ্রামে মেয়েসহ কয়েকটি ছবি পোস্ট করার মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বলিউড তারকা থেকে সাধারণ দর্শক সবাই প্রশংসায় ভাসিয়েছেন ১৯ বছর বয়সী নাইসাকে।

কাজলের সঙ্গে মেয়ে নাইসা দেবগনমন্তব্যে বলিউড অভিনেত্রী জেরিন খান লিখেছেন, ‘মিষ্টি মেয়ে’। আরেকজন লিখেছেন, দুজনকেই আবেদনময়ী লাগছে। আরেক ভক্ত কাজলের প্রশংসা করে লিখেছেন, ‘ম্যাম আপনাকে বেশ সুন্দর লাগছে। এভাবেই পরিবার নিয়ে হাসিখুশি থাকুন সব সময়।’

কাজলের সঙ্গে মেয়ে নাইসা দেবগনঅজয়–কাজল কন্যা নাইসা বর্তমানে সুইজারল্যান্ডের গ্লিও ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনে পড়াশোনা করছেন। নাইসা ছাড়াও যুগ নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

কাজলের সঙ্গে মেয়ে নাইসা দেবগন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত