বিনোদন ডেস্ক
বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের এবারের আসরে দুটি পুরস্কার জিতেছে দক্ষিণের আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘আরআরআর’। গতকাল রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফেয়ারমন্ট সেঞ্চুরি প্লাজা হোটেলে ‘২৮তম ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়েছে। সেখানে গত বছর মুক্তি পাওয়া চলচ্চিত্র পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’ সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ও সেরা গানের পুরস্কার জিতেছে।
আমেরিকান–কানাডিয়ান ক্রিটিকস চয়েজ অ্যাসোসিয়েশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা বড় পর্দা ও ছোট পর্দার কাজগুলোকে সম্মানিত করে। আর্জেন্টিনার চলচ্চিত্র ‘আর্জেন্টিনা–১৯৮৫’ এর সঙ্গে লড়াই করে পুরস্কারটি জিতে চলচ্চিত্রটি। এর আগে ‘গোল্ডেন গ্লোব পুরস্কারে’ এই চলচ্চিত্রের সঙ্গেই লড়াই করে হেরেছিল ‘আরআরআর’।
পুরস্কার গ্রহণ করে পরিচালক এসএস রাজামৌলি তাঁর জীবনে অবদান রাখা সকল নারীদের। মাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন ‘ধন্যবাদ জানাই আমার মাকে। স্কুল শিক্ষাকে প্রাধান্য না দিয়ে তিনি আমাকে কমিকস ও গল্পের বই পড়তে উৎসাহিত করেছিলেন।’
শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই প্রশংসাই ভেসেছে চলচ্চিত্রটি। এ বছরের প্রথমে এসেই অস্কারের পর সবচেয়ে সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব পুরস্কারে মৌলিক গান ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। এর ফলে ভারতীয় কোনো গান হিসেবে গোল্ডেন গ্লোবে পুরস্কার জিতে ইতিহাস করে চলচ্চিত্রটি। এবার গোল্ডেন গ্লোব জয়ের কয়েকদিন পর ‘আরআরআর’ আরও দুটি সম্মানজনক পুরস্কার চলচ্চিত্রটির সাফল্যে নতুন পালক যোগ করলো।
গত বছর মুক্তি পাওয়া আলোচিত ও ব্যবসাসফল দক্ষিণি চলচ্চিত্র ‘আরআরআর’ বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন এবং আলিয়া ভাট অভিনীত ছবিটি দর্শকের মন ছুঁয়ে গেছে। বিপুল প্রশংসা পেয়েছেন পরিচালক রাজামৌলিও।
বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের এবারের আসরে দুটি পুরস্কার জিতেছে দক্ষিণের আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘আরআরআর’। গতকাল রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফেয়ারমন্ট সেঞ্চুরি প্লাজা হোটেলে ‘২৮তম ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়েছে। সেখানে গত বছর মুক্তি পাওয়া চলচ্চিত্র পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’ সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ও সেরা গানের পুরস্কার জিতেছে।
আমেরিকান–কানাডিয়ান ক্রিটিকস চয়েজ অ্যাসোসিয়েশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা বড় পর্দা ও ছোট পর্দার কাজগুলোকে সম্মানিত করে। আর্জেন্টিনার চলচ্চিত্র ‘আর্জেন্টিনা–১৯৮৫’ এর সঙ্গে লড়াই করে পুরস্কারটি জিতে চলচ্চিত্রটি। এর আগে ‘গোল্ডেন গ্লোব পুরস্কারে’ এই চলচ্চিত্রের সঙ্গেই লড়াই করে হেরেছিল ‘আরআরআর’।
পুরস্কার গ্রহণ করে পরিচালক এসএস রাজামৌলি তাঁর জীবনে অবদান রাখা সকল নারীদের। মাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন ‘ধন্যবাদ জানাই আমার মাকে। স্কুল শিক্ষাকে প্রাধান্য না দিয়ে তিনি আমাকে কমিকস ও গল্পের বই পড়তে উৎসাহিত করেছিলেন।’
শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই প্রশংসাই ভেসেছে চলচ্চিত্রটি। এ বছরের প্রথমে এসেই অস্কারের পর সবচেয়ে সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব পুরস্কারে মৌলিক গান ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। এর ফলে ভারতীয় কোনো গান হিসেবে গোল্ডেন গ্লোবে পুরস্কার জিতে ইতিহাস করে চলচ্চিত্রটি। এবার গোল্ডেন গ্লোব জয়ের কয়েকদিন পর ‘আরআরআর’ আরও দুটি সম্মানজনক পুরস্কার চলচ্চিত্রটির সাফল্যে নতুন পালক যোগ করলো।
গত বছর মুক্তি পাওয়া আলোচিত ও ব্যবসাসফল দক্ষিণি চলচ্চিত্র ‘আরআরআর’ বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন এবং আলিয়া ভাট অভিনীত ছবিটি দর্শকের মন ছুঁয়ে গেছে। বিপুল প্রশংসা পেয়েছেন পরিচালক রাজামৌলিও।
মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১০ ঘণ্টা আগে৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগেনেট দুনিয়ায় রাতারাতি সেনসেশন বনে যাওয়া এ তরুণী বর্তমানে আলোচনার কেন্দ্রে। বলিউড অভিনেত্রী কঙ্গনাও তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ। কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল তাঁর। শোনা যাচ্ছে...
১৫ ঘণ্টা আগে