স্বজনের কান্না থামছে না খোকনের অবস্থার উন্নতি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের মা-বাবা, স্ত্রী, সন্তানসহ সব হারানো খোকন বসাকের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি এখন কথা বলতে পারছেন। হেঁটে বাথরুমেও যেতে পারছেন। হাতের আঙুল দগ্ধ হওয়ায় এখনো নিজ হাতে খাবার খেতে পারছেন না। তবে নড়াচড়া করতে পারছেন।