Ajker Patrika

সীতাকুণ্ডে দুই ঘণ্টার আগুনে সব হারিয়ে নিঃস্ব পাঁচ ভাই

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৭: ৫১
সীতাকুণ্ডে দুই ঘণ্টার আগুনে সব হারিয়ে নিঃস্ব পাঁচ ভাই

চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টার এই অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়েছে। সেই সঙ্গে পুড়ে গেছে বসতঘর ও দোকানে থাকা টাকা এবং মালপত্র।

গতকাল মঙ্গলবার রাত পৌনে তিনটায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের পেশকার পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন পেশকার পাড়া এলাকা মৃত নুরুল আলমের ছেলে জয়নাল আবেদীন, মোহাম্মদ আজিম, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ শহীদ। 

আগুনে পুড়ে গেছে ঘর। সন্তানকে কোলে নিয়ে অপলক তাকিয়ে আছেন ভুক্তভোগী এক ভাইএদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তাদের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

ক্ষতিগ্রস্ত জয়নাল আবেদীন জানান, গভীর রাতে আগুনে পোড়া গন্ধ অনুভব করে ঘুম থেকে জেগে ওঠেন তিনি। এই সময় তাঁদের বসতঘরের সঙ্গে থাকা দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পান। এরপর তিনি চিৎকার শুরু করলে অন্য ভাইয়েরা ও পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করলেও আগুনে পুড়ে ছাই হয়েছে তাঁদের পাঁচ ভাইয়ের বসতঘর ও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। 

জয়নাল আবেদীন আরও জানান, এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে আজ নিঃস্ব তাঁরা পাঁচ ভাই। পরনের জামা ছাড়া তাঁদের কাছে আর অবশিষ্ট কিছুই নেই। তীব্র শীতের মধ্যে পরিবার নিয়ে রয়েছেন খোলা আকাশের নিচে। 

ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউএনওসীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন লিডার মতিন্দ্রলাল ত্রিপুরা বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এতে আশপাশের শতাধিক বসতবাড়ি রক্ষা করা গেলেও আগুনের লেলিহান শিখায় ৫টি বসতঘর ও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পুনরায় ঘর নির্মাণে টিন ও অর্থসহায়তা দেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত