Ajker Patrika

পাহাড় ধসের মাটি সড়কে, যানবাহন চলাচল বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি 
পাহাড়ের মাটি ধসে সড়কের ওপরে পড়ায় যান চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকা
পাহাড়ের মাটি ধসে সড়কের ওপরে পড়ায় যান চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকালে সড়কে পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খাগড়াছড়ির দীঘিনালার ২য় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইলসহ বিভিন্ন এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে সড়কে ওপরে। এতে ছোট বড় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়ছে যাত্রীরা।

পাহাড়ের মাটি ধসে সড়কের ওপরে পড়ায় যান চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকা
পাহাড়ের মাটি ধসে সড়কের ওপরে পড়ায় যান চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সড়ক ও জনপদে বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভারী বর্ষণে সড়কের বেশ কিছু জায়গায় পাহাড়ে মাটি ধসে পড়েছে। সড়ক বিভাগের জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত