Ajker Patrika

কিডনি রোগে আক্রান্ত পত্রিকা বিক্রেতা শহিদুলের বাঁচার আকুতি

কামারখন্দ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১২: ৩৩
প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি।

জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। কয়েক মাস আগে তার কিডনি রোগ ধরা পড়ে। চিকিৎসক জানিয়েছেন, একটি কিডনি পুরোপুরি অকেজো হয়ে গেছে, অন্যটিও নষ্ট হওয়ার পথে।

শহিদুলের স্ত্রী মোছা. আলমিস বেগম জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ভর্তি হয়ে চিকিৎসা নিতে গিয়ে তিন লাখ টাকার বেশি খরচ হয়েছে। বর্তমানে বাড়িতে থেকেই ওষুধ খাচ্ছেন। প্রতি সপ্তাহে ডায়ালাইসিসসহ চিকিৎসা খরচ পড়ে ৫-৭ হাজার টাকা, যা বহন করা তাদের পক্ষে অসম্ভব।

শহিদুল আজকের পত্রিকাকে বলেন, ‘পত্রিকা বিক্রি করতে পারি না, চিকিৎসাও বন্ধ হয়ে গেছে। কখনো কখনো টাকার অভাবে শুধু এক-দুইটা ট্যাবলেট খাই। ডায়ালাইসিস করার মতো সামর্থ্য নেই। খুব কষ্টে দিন কাটছে। আমি বাঁচতে চাই, সহায়তা চাই।’

তার সহকর্মী পত্রিকা বিক্রেতা ছামিদুল ইসলাম জানান, শহিদুলের পরিবারের অবস্থা খুবই খারাপ। সহায় সম্বল যা ছিল সব বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। এখন দেনায় জর্জরিত।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ বলেন, যথাযথ কাগজপত্র দিয়ে আবেদন করলে সরকারিভাবে সহায়তার উদ্যোগ নেওয়া হবে। তবে বড় অঙ্কের চিকিৎসা ব্যয় মেটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত