গাজীপুরের শ্রীপুরে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ দুপুর ১২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাওনা গ্রামের সেঞ্চুরি স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানার নারী শ্রমিক লিপি আক্তার বলেন, ‘কারখানার ভেতরে ধোঁয়া দেখে শ্রমিকেরা দৌড়াদৌড়ি করে কারখানা থেকে বের হতে শুরু করেন। আস্তে আস্তে আগুনের তীব্রতা বাড়তে থাকে। আমাদের ফ্লোরের সব শ্রমিক নিরাপদে বের হতে পেরেছেন, তবে অন্য ফ্লোরের শ্রমিকদের বিষয়ে বলতে পারব না।’
সেঞ্চুরি স্পিনিং মিলের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আজাদুর রহমান বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। কারখানার তুলার গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আস্তে আস্তে আগুন কারখানার অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। তবে কারখানার সব শ্রমিক নিরাপদে বের হতে পেরেছে।’
তিনি আরও বলেন, ‘একটি মেশিনের আগুনের ফুলকি তুলার গুদামে পড়লে আগুনের সূত্রপাত হয়।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে।’
গাজীপুরের শ্রীপুরে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ দুপুর ১২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাওনা গ্রামের সেঞ্চুরি স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানার নারী শ্রমিক লিপি আক্তার বলেন, ‘কারখানার ভেতরে ধোঁয়া দেখে শ্রমিকেরা দৌড়াদৌড়ি করে কারখানা থেকে বের হতে শুরু করেন। আস্তে আস্তে আগুনের তীব্রতা বাড়তে থাকে। আমাদের ফ্লোরের সব শ্রমিক নিরাপদে বের হতে পেরেছেন, তবে অন্য ফ্লোরের শ্রমিকদের বিষয়ে বলতে পারব না।’
সেঞ্চুরি স্পিনিং মিলের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আজাদুর রহমান বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। কারখানার তুলার গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আস্তে আস্তে আগুন কারখানার অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। তবে কারখানার সব শ্রমিক নিরাপদে বের হতে পেরেছে।’
তিনি আরও বলেন, ‘একটি মেশিনের আগুনের ফুলকি তুলার গুদামে পড়লে আগুনের সূত্রপাত হয়।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে।’
বরিশালের গৌরনদীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে মিরাজ ফকির (৪৬) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গৌরনদীতে আয়োজিত সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের জনসভায় মিছিল নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে তিনি মারা যান।
৯ মিনিট আগেভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সাজেকের সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক ও মাচালং বাজার এলাকায় আটকা পড়েছেন ৫৮৩ জন পর্যটক। আজ মঙ্গলবার সকাল থেকে সাজেকের সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আটকে পড়া প
১৪ মিনিট আগে‘আপা (শেখ হাসিনা) আর আসবে না, ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। আজ মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন
২৬ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ শীর্ষক অনুষ্ঠান চলছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্
৩০ মিনিট আগে