Ajker Patrika

সড়ক ডুবে যান চলাচল বন্ধ, সাজেকে আটকা পড়েছেন ৫৮৩ পর্যটক

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আজ মঙ্গলবার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে যায়। ভেলায় করে পর্যটকদের পারাপার করছেন। ছবি: আজকের পত্রিকা
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আজ মঙ্গলবার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে যায়। ভেলায় করে পর্যটকদের পারাপার করছেন। ছবি: আজকের পত্রিকা

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সাজেকের সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক ও মাচালং বাজার এলাকায় আটকা পড়েছেন ৫৮৩ জন পর্যটক।

আজ মঙ্গলবার সকাল থেকে সাজেকের সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর বাঘাইহাট জোন কাজ করছে। পর্যটকদের বিকল্প উপায়ে নৌকা ও বাঁশের ভেলায় করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে।

সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সড়কের ওপর ৫-৬ ফুট পানি উঠেছে। এই অবস্থায় কোনোভাবে যানবাহন চলাচল সম্ভব নয়।

আজ মঙ্গলবার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে যায়। ভেলায় করে পর্যটকদের পারাপার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে যায়। ভেলায় করে পর্যটকদের পারাপার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার আজকের পত্রিকাকে বলেন, আটকে পড়া অনেক পর্যটক সড়ক ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছেন। যাঁরা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন, তাঁরা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।

আজ মঙ্গলবার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে যায়। ভেলায় করে পর্যটকদের পারাপার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে যায়। ভেলায় করে পর্যটকদের পারাপার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত