Ajker Patrika

শরণখোলায় আগুনে পুড়ল চার দোকান, ২০ লাখ টাকা ক্ষতির দাবি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৫: ১৪
শরণখোলায় আগুনে পুড়ল চার দোকান, ২০ লাখ টাকা ক্ষতির দাবি

বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকানঘর পুড়ে গেছে। শনিবার (৭ জানুয়ারি) মধ্যরাতে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরগুলো পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি কেউ। 

প্রত্যক্ষদর্শী ও বাজারের পাহারাদাররা জানান, একটি আসবাবের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ সময় ওই দোকান ছাড়া এক ব্যবসায়ীর তিনটি দোকান ও একটি অফিসরুম পুড়ে যায়। 

স্থানীয় সাউথখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, শনিবার রাত ১২টার দিকে তাফারবাড়ী বাজারে অগ্নিকাণ্ডে বিধান হালদারের আসবাবের দোকান পুড়ে যায়। এ সময় ব্যবসায়ী পলাশ মাহমুদের একটি চালের দোকান, একটি ট্রলারের যন্ত্রপাতির দোকান, একটি মাছের জালের গুদাম ও একটি অফিসরুম পুড়ে গেছে। আগুনে ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেশফাকুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এর আগে কয়েকটি ঘর পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত