Ajker Patrika

মায়ের সামনেই পুড়ে মরল শিশু সাদিয়া

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৯: ০৫
মায়ের সামনেই পুড়ে মরল শিশু সাদিয়া

সাভারের তেঁতুলঝোড়া এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মা দৌড়ে সরে যেতে পারলেও তাঁর চোখের সামনেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাত বছরের শিশু সাদিয়ার।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সাভারের হেমায়েতপুর যাদুরচর ভূঁইয়া বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন। শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে নিহত সাদিয়া গাইবান্ধা জেলার সাঘাটা থানার সাইদুল ইসলামের মেয়ে। সাইদুল ইসলাম ঢাকায় রিকশাচালক।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির মা দুপুরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ধরে যায়। দরজার সামনে ফাঁকা জায়গা থাকায় চুলার আগুন রুমের বাইরে ছড়ায়নি। এ সময় সাদিয়া কক্ষের ভেতর খাটের ওপর খেলছিল। সাদিয়ার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের তীব্রতায় ঘরে কেউ ঢুকতে না পারায় সাদিয়া ভেতরেই অগ্নিদগ্ধ হয়।

ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন বলেন, ‘আমরা পৌঁছানোর আগেই আগুন নিভে গিয়েছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে রুমের ভেতর ঢুকে পড়ে। রুম বদ্ধ ছিল। সাদিয়ার মা বাইরে সরে যেতে পারলেও বাচ্চাটি মারা যায়।’

সাভার মডেল থানাধীন ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবার গ্রহণ করতে চেয়েছে, সেভাবে একটি আবেদনও তারা দেবে বলে জানিয়েছে। তাঁদের আবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত