গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আবুল হোসেন (৬০) নামে স্থানীয় এক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্বর্ণ ব্যবসায়ী পরিমল বলেন, চারটি স্বর্ণের দোকান, একটি কসমেটিকসের দোকান ও পাশের একটি বাসভবনের কিছু অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মধ্যবাজারে স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগাতে মানুষের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল সরিয়ে নিতে পারেনি। তবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
আবুল হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আবুল হোসেন আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আবুল হোসেন।
তিনি আরও জানান, স্বর্ণের দোকানের পেছনে আবুল হোসেনের বাসা এবং পাশে একটি লেদারের ছোট দোকান ছিল। সেই দোকানও আগুনে পুড়ে যায়।
এদিকে আগুন লাগার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রামপ্রসাদ পাল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ধারণা করা যাচ্ছে না।’
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান বলেন, ‘আগুন নেভাতে দ্রুত কাজ করেছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার জন্য পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।’
ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আবুল হোসেন (৬০) নামে স্থানীয় এক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্বর্ণ ব্যবসায়ী পরিমল বলেন, চারটি স্বর্ণের দোকান, একটি কসমেটিকসের দোকান ও পাশের একটি বাসভবনের কিছু অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের মধ্যবাজারে স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগাতে মানুষের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল সরিয়ে নিতে পারেনি। তবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
আবুল হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আবুল হোসেন আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আবুল হোসেন।
তিনি আরও জানান, স্বর্ণের দোকানের পেছনে আবুল হোসেনের বাসা এবং পাশে একটি লেদারের ছোট দোকান ছিল। সেই দোকানও আগুনে পুড়ে যায়।
এদিকে আগুন লাগার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রামপ্রসাদ পাল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ধারণা করা যাচ্ছে না।’
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান বলেন, ‘আগুন নেভাতে দ্রুত কাজ করেছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার জন্য পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভিন সিফাতের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিফাত তাঁর বহিরাগত বন্ধুদের ডেকে আনেন। তাঁরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান।
২৬ মিনিট আগেসিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।
৩৯ মিনিট আগেচাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
৪৪ মিনিট আগে