মা-বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার কথা ছিল মর্গে থাকা শিশুটির, লাশ হয়ে ফিরছে সবাই
বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ একে একে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নারীদের মর্গে গতকাল শুক্রবার রাত পর্যন্ত পড়ে ছিল দুটি নিথর দেহ। মাথায় ঝুঁটি, গায়ে অফ হোয়াইট জামা, নীল প্যান্ট, পায়ে গোলাপি মোজা, শান্ত স্তিমিত মুখটা দেখে বোঝার উপায় ছিল না শিশুটির দেহে প্রাণ ন