আসাদুজ্জামান নূর, ঢাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএন স্পিনিং মিলসের অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩২ কোটি টাকার বিমার ক্ষতিপূরণ নিরূপণ ও নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেনি ইউনিয়ন ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর বিমা দাবি আদায়ে কোনো পদক্ষেপও নেয়নি আরএন স্পিনিং। ফলে এই পাওনা আদায়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। ৩১ অক্টোবর শেষ হওয়া সময়ের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরএন স্পিনিং কর্তৃপক্ষ বলছে, বিমা দাবি আদায়ে বারবার আলোচনা করছে তারা। আর দাবি পরিশোধ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ইউনিয়ন ইনস্যুরেন্স।
নিরীক্ষক জানিয়েছেন, ২০১৯ সালের ৮ এপ্রিল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২০১৮-১৯ অর্থবছরে আরএন স্পিনিং মিলসের ৬১২ কোটি ৩২ লাখ ৮১ হাজার টাকার ক্ষতি হয়। কোম্পানির সম্পদ, প্ল্যান্ট ও যন্ত্রপাতি বহনসংক্রান্ত ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৪৬৪ কোটি ৮২ লাখ ৫৯ হাজার টাকা। আর ইনভেনটোরিস-সংক্রান্ত ১৪৭ কোটি ৫০ লাখ ২২ হাজার টাকা ক্ষতি হয়।
এই ক্ষতির বিপরীতে ১৩২ কোটি ৪৬ লাখ ৬ হাজার টাকার বিমা করা ছিল। কিন্তু চার বছর পরেও সেই ক্ষতির বিপরীতে কী পরিমাণ বিমা দাবি পাওয়া যাবে, সেটি নির্ণয় করেনি ইউনিয়ন ইনস্যুরেন্স। আর দাবি আদায়ে কোনো পদক্ষেপ নেয়নি আরএন স্পিনিং কর্তৃপক্ষ।
তবে বিমা কোম্পানি গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে ১ কোটি ৯০ লাখ টাকা প্রদান করেছে, যা অগ্রিম গ্রহণ হিসেবে আর্থিক হিসাবে উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত আদায়ের মাধ্যমে এই টাকা সমন্বয় করা হবে।
এত দিন পরেও ক্ষতিপূরণ নিষ্পন্ন হয়নি। অর্থ আদায়ে কোম্পানিও কোনো আইনগত পদক্ষেপ নেয়নি। যার কারণে টাকা আদায় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
এ বিষয়ে আর এন স্পিনিংয়ের কোম্পানি সচিব এ রাকিবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, কোম্পানির পক্ষ থেকে দাবি আদায়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি—এ রকমটা মনে হয় অডিট রিপোর্টের কোথাও লেখা নেই।
অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দাবি আদায়ের জন্য ইউনিয়ন ইনস্যুরেন্সের সঙ্গে বারবার কথা বলছি।’
এ বিষয়ে ইউনিয়ন ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তালুকদার মোহাম্মদ জাকারিয়া হোসেন বলেন, ‘ওইটা সেটেলমেন্টের পর্যায়ে আছে। আমরা পেমেন্ট দিচ্ছি।’
চার বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার কথা উল্লেখ করে জানতে চাওয়া হলে তিনি বলেন, ক্লেইমটা তো সাধারণ বিমা থেকে অ্যাপ্রুভড হয়নি। তারপরও আমরা দিচ্ছি। এখনো পেমেন্ট হচ্ছে। পেমেন্ট চলমান।’
এদিকে কোম্পানি কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯০ কোটি ১৭ লাখ টাকার স্থায়ী সম্পদ আর্থিক হিসাব থেকে বাদ দিয়েছে। ১১৬ কোটি ৭ লাখ টাকার মজুত পণ্য দেখানো হয়েছে। কিন্তু নিরীক্ষক সরেজমিনে তা যাচাই করেননি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএন স্পিনিং মিলসের অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩২ কোটি টাকার বিমার ক্ষতিপূরণ নিরূপণ ও নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেনি ইউনিয়ন ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর বিমা দাবি আদায়ে কোনো পদক্ষেপও নেয়নি আরএন স্পিনিং। ফলে এই পাওনা আদায়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। ৩১ অক্টোবর শেষ হওয়া সময়ের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরএন স্পিনিং কর্তৃপক্ষ বলছে, বিমা দাবি আদায়ে বারবার আলোচনা করছে তারা। আর দাবি পরিশোধ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ইউনিয়ন ইনস্যুরেন্স।
নিরীক্ষক জানিয়েছেন, ২০১৯ সালের ৮ এপ্রিল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২০১৮-১৯ অর্থবছরে আরএন স্পিনিং মিলসের ৬১২ কোটি ৩২ লাখ ৮১ হাজার টাকার ক্ষতি হয়। কোম্পানির সম্পদ, প্ল্যান্ট ও যন্ত্রপাতি বহনসংক্রান্ত ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৪৬৪ কোটি ৮২ লাখ ৫৯ হাজার টাকা। আর ইনভেনটোরিস-সংক্রান্ত ১৪৭ কোটি ৫০ লাখ ২২ হাজার টাকা ক্ষতি হয়।
এই ক্ষতির বিপরীতে ১৩২ কোটি ৪৬ লাখ ৬ হাজার টাকার বিমা করা ছিল। কিন্তু চার বছর পরেও সেই ক্ষতির বিপরীতে কী পরিমাণ বিমা দাবি পাওয়া যাবে, সেটি নির্ণয় করেনি ইউনিয়ন ইনস্যুরেন্স। আর দাবি আদায়ে কোনো পদক্ষেপ নেয়নি আরএন স্পিনিং কর্তৃপক্ষ।
তবে বিমা কোম্পানি গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে ১ কোটি ৯০ লাখ টাকা প্রদান করেছে, যা অগ্রিম গ্রহণ হিসেবে আর্থিক হিসাবে উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত আদায়ের মাধ্যমে এই টাকা সমন্বয় করা হবে।
এত দিন পরেও ক্ষতিপূরণ নিষ্পন্ন হয়নি। অর্থ আদায়ে কোম্পানিও কোনো আইনগত পদক্ষেপ নেয়নি। যার কারণে টাকা আদায় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
এ বিষয়ে আর এন স্পিনিংয়ের কোম্পানি সচিব এ রাকিবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, কোম্পানির পক্ষ থেকে দাবি আদায়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি—এ রকমটা মনে হয় অডিট রিপোর্টের কোথাও লেখা নেই।
অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দাবি আদায়ের জন্য ইউনিয়ন ইনস্যুরেন্সের সঙ্গে বারবার কথা বলছি।’
এ বিষয়ে ইউনিয়ন ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তালুকদার মোহাম্মদ জাকারিয়া হোসেন বলেন, ‘ওইটা সেটেলমেন্টের পর্যায়ে আছে। আমরা পেমেন্ট দিচ্ছি।’
চার বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার কথা উল্লেখ করে জানতে চাওয়া হলে তিনি বলেন, ক্লেইমটা তো সাধারণ বিমা থেকে অ্যাপ্রুভড হয়নি। তারপরও আমরা দিচ্ছি। এখনো পেমেন্ট হচ্ছে। পেমেন্ট চলমান।’
এদিকে কোম্পানি কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯০ কোটি ১৭ লাখ টাকার স্থায়ী সম্পদ আর্থিক হিসাব থেকে বাদ দিয়েছে। ১১৬ কোটি ৭ লাখ টাকার মজুত পণ্য দেখানো হয়েছে। কিন্তু নিরীক্ষক সরেজমিনে তা যাচাই করেননি।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
৮ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
৮ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
৯ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
৯ ঘণ্টা আগে