Ajker Patrika

মা-বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার কথা ছিল মর্গে থাকা শিশুটির, লাশ হয়ে ফিরছে সবাই

ঢামেক প্রতিবেদক ও কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৪, ২১: ৫০
মা-বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার কথা ছিল মর্গে থাকা শিশুটির, লাশ হয়ে ফিরছে সবাই

বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ একে একে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নারীদের মর্গে গতকাল শুক্রবার রাত পর্যন্ত পড়ে ছিল দুটি নিথর দেহ। মাথায় ঝুঁটি, গায়ে অফ হোয়াইট জামা, নীল প্যান্ট, পায়ে গোলাপি মোজা, শান্ত স্তিমিত মুখটা দেখে বোঝার উপায় ছিল না শিশুটির দেহে প্রাণ নেই। পাশে পড়ে থাকা নারীটি কি শিশুর মা নাকি অন্য কেউ সেটিও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। 

অবশেষে গতকাল রাতে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। মর্গে পড়ে থাকা শিশুটির নাম ফাইরুজ কাশেম জামিরা (৪)। আর পাশের নারীটি তার মা মেহেরুন্নেছা হেলালী মিনা। এ ঘটনায় শিশুটির বাবাও প্রাণ হারিয়েছেন। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন (৩৪)। 

মেহেরুন্নেছার বাবা মোক্তার আলম হেলালী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে রাত ৯টায় তিনজনের মরদেহ শনাক্ত করেন।

মোক্তার আলম বলেন, ‘আমি ছোট মেয়েকে নিয়ে ঢাকার কাকরাইলে একটি হোটেলে ছিলাম। ছোট মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে মেয়ে মেহেরুন্নেছার বাসায় নাশতা করে আসি। মেয়ের জামাই শাহজালাল উদ্দিন সহকারী রাজস্ব কর্মকর্তা। তার অফিস ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও এলাকায়। শাহজালালের বাড়ি কক্সবাজার উখিয়া থানার পূর্ব গোয়ালিয়া গ্রামে। বাবা মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেম। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে কেরানীগঞ্জ হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ এলাকায় থাকত। শাহজালাল অফিস থেকে তিন দিনের ছুটি পেয়েছিল। সেই ছুটি কাটাতে পরিবার নিয়ে খাগড়াছড়ি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেই অনুযায়ী রাজারবাগ এলাকায় গ্রিন লাইন বাসের টিকিটও কেটেছিল। রাতে রওনা দেওয়ার কথা। সে জন্য সন্ধ্যায় তিনজন বাসা থেকে রওনা হয়। বেইলি রোডে ওই ভবনের কোনো একটি রেস্টুরেন্টে হয়তো খাবার খেতে উঠেছিল তারা।’ 

আজ শনিবার সকালে উখিয়ার উদ্দেশে তিনজনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যায় মরদেহ উখিয়ার বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।

শাহজালালের বড় ভাই হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, আগামীকাল রোববার তাঁদের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। 

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, শাহজালালের পুরো পরিবারের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২০১৮ সালে কাস্টমসে রেভিনিউ কালেক্টর (নন-ক্যাডার) হিসেবে যোগদান করেছিলেন শাহজালাল উদ্দিন। তাঁর স্ত্রী মিনা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত