ঢামেক প্রতিবেদক ও কক্সবাজার প্রতিনিধি
বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ একে একে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নারীদের মর্গে গতকাল শুক্রবার রাত পর্যন্ত পড়ে ছিল দুটি নিথর দেহ। মাথায় ঝুঁটি, গায়ে অফ হোয়াইট জামা, নীল প্যান্ট, পায়ে গোলাপি মোজা, শান্ত স্তিমিত মুখটা দেখে বোঝার উপায় ছিল না শিশুটির দেহে প্রাণ নেই। পাশে পড়ে থাকা নারীটি কি শিশুর মা নাকি অন্য কেউ সেটিও নিশ্চিত হওয়া যাচ্ছিল না।
অবশেষে গতকাল রাতে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। মর্গে পড়ে থাকা শিশুটির নাম ফাইরুজ কাশেম জামিরা (৪)। আর পাশের নারীটি তার মা মেহেরুন্নেছা হেলালী মিনা। এ ঘটনায় শিশুটির বাবাও প্রাণ হারিয়েছেন। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন (৩৪)।
মেহেরুন্নেছার বাবা মোক্তার আলম হেলালী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে রাত ৯টায় তিনজনের মরদেহ শনাক্ত করেন।
মোক্তার আলম বলেন, ‘আমি ছোট মেয়েকে নিয়ে ঢাকার কাকরাইলে একটি হোটেলে ছিলাম। ছোট মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে মেয়ে মেহেরুন্নেছার বাসায় নাশতা করে আসি। মেয়ের জামাই শাহজালাল উদ্দিন সহকারী রাজস্ব কর্মকর্তা। তার অফিস ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও এলাকায়। শাহজালালের বাড়ি কক্সবাজার উখিয়া থানার পূর্ব গোয়ালিয়া গ্রামে। বাবা মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেম। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে কেরানীগঞ্জ হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ এলাকায় থাকত। শাহজালাল অফিস থেকে তিন দিনের ছুটি পেয়েছিল। সেই ছুটি কাটাতে পরিবার নিয়ে খাগড়াছড়ি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেই অনুযায়ী রাজারবাগ এলাকায় গ্রিন লাইন বাসের টিকিটও কেটেছিল। রাতে রওনা দেওয়ার কথা। সে জন্য সন্ধ্যায় তিনজন বাসা থেকে রওনা হয়। বেইলি রোডে ওই ভবনের কোনো একটি রেস্টুরেন্টে হয়তো খাবার খেতে উঠেছিল তারা।’
আজ শনিবার সকালে উখিয়ার উদ্দেশে তিনজনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যায় মরদেহ উখিয়ার বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।
শাহজালালের বড় ভাই হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, আগামীকাল রোববার তাঁদের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, শাহজালালের পুরো পরিবারের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২০১৮ সালে কাস্টমসে রেভিনিউ কালেক্টর (নন-ক্যাডার) হিসেবে যোগদান করেছিলেন শাহজালাল উদ্দিন। তাঁর স্ত্রী মিনা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।
বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ একে একে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নারীদের মর্গে গতকাল শুক্রবার রাত পর্যন্ত পড়ে ছিল দুটি নিথর দেহ। মাথায় ঝুঁটি, গায়ে অফ হোয়াইট জামা, নীল প্যান্ট, পায়ে গোলাপি মোজা, শান্ত স্তিমিত মুখটা দেখে বোঝার উপায় ছিল না শিশুটির দেহে প্রাণ নেই। পাশে পড়ে থাকা নারীটি কি শিশুর মা নাকি অন্য কেউ সেটিও নিশ্চিত হওয়া যাচ্ছিল না।
অবশেষে গতকাল রাতে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। মর্গে পড়ে থাকা শিশুটির নাম ফাইরুজ কাশেম জামিরা (৪)। আর পাশের নারীটি তার মা মেহেরুন্নেছা হেলালী মিনা। এ ঘটনায় শিশুটির বাবাও প্রাণ হারিয়েছেন। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন (৩৪)।
মেহেরুন্নেছার বাবা মোক্তার আলম হেলালী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে রাত ৯টায় তিনজনের মরদেহ শনাক্ত করেন।
মোক্তার আলম বলেন, ‘আমি ছোট মেয়েকে নিয়ে ঢাকার কাকরাইলে একটি হোটেলে ছিলাম। ছোট মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে মেয়ে মেহেরুন্নেছার বাসায় নাশতা করে আসি। মেয়ের জামাই শাহজালাল উদ্দিন সহকারী রাজস্ব কর্মকর্তা। তার অফিস ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও এলাকায়। শাহজালালের বাড়ি কক্সবাজার উখিয়া থানার পূর্ব গোয়ালিয়া গ্রামে। বাবা মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেম। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে কেরানীগঞ্জ হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ এলাকায় থাকত। শাহজালাল অফিস থেকে তিন দিনের ছুটি পেয়েছিল। সেই ছুটি কাটাতে পরিবার নিয়ে খাগড়াছড়ি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেই অনুযায়ী রাজারবাগ এলাকায় গ্রিন লাইন বাসের টিকিটও কেটেছিল। রাতে রওনা দেওয়ার কথা। সে জন্য সন্ধ্যায় তিনজন বাসা থেকে রওনা হয়। বেইলি রোডে ওই ভবনের কোনো একটি রেস্টুরেন্টে হয়তো খাবার খেতে উঠেছিল তারা।’
আজ শনিবার সকালে উখিয়ার উদ্দেশে তিনজনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যায় মরদেহ উখিয়ার বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।
শাহজালালের বড় ভাই হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, আগামীকাল রোববার তাঁদের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, শাহজালালের পুরো পরিবারের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২০১৮ সালে কাস্টমসে রেভিনিউ কালেক্টর (নন-ক্যাডার) হিসেবে যোগদান করেছিলেন শাহজালাল উদ্দিন। তাঁর স্ত্রী মিনা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।
লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে যায়। দোকানগুলোর ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মালিকানাধীন প্রতিষ্ঠানের একটি হলো পিপিএস পাইপ অ্যান্ড প্লাস্টিক কারখানা। ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ওয়েবসাইট প্রকাশ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৬ মিনিট আগেনাটোরের গুরুদাসপুর উপজেলায় টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। এই ঘটনায় একজন ট্রাকচালক আহত হন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
১ ঘণ্টা আগে