Ajker Patrika

বেইলি রোডের গ্রিন কোজি ভবনের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেইলি রোডের গ্রিন কোজি ভবনের সামনে মানববন্ধন

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির দাবিতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের সামনে মানববন্ধন করেছেন শান্তিনগর, সিদ্ধেশ্বরী ও বেইলি রোড এলাকার বাসিন্দারা। মানববন্ধন থেকে নগরীর ভবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক ভবনগুলোর অনুমতি ও ছাড়পত্র পরীক্ষা করে দেখার দাবি জানান তাঁরা। 

আজ সোমবার বিকেলে বেইলি রোডে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন—সিপিবির কেন্দ্রীয় নেতা ক্বাফী রতন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা সুলতানা স্বাতী, উদীচীর জাতীয় পরিষদ সদস্য মঞ্জুর মোর্শেদ মিল্টন, শ্রমিকনেতা হযরত আলী, বেইলি রোডের বাসিন্দা রঞ্জনা দেবী, সফটওয়্যার প্রকৌশলী কল্লোল বণিক, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী বোরহান, জাহিদ নগর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রিন কোজি কটেজের মতো ঝুঁকিপূর্ণ প্রচুর ভবন সারা ঢাকা শহরজুড়ে রয়েছে। এই ভবনগুলো নজরদারিতে আনা, অনুমতি বা ছাড়পত্র পরীক্ষা ও জনসাধারণের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা বিধান করার দায়িত্ব সরকারের। সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণেই এত বড় বিপর্যয় ঘটেছে। এটি একটি কাঠামোগত ও অবহেলাজনিত হত্যাকাণ্ড। 

বক্তারা আরও বলেন, কোনো একটি ঘটনা ঘটার পরে সবাই মিলে কয়েক দিনের জন্য সোচ্চার হওয়া ও কিছু তৎপরতা চলে। আজ পর্যন্ত নিমতলী, চুরিহাট্টাসহ কোনো ঘটনারই বিচার অদ্যাবধি হয়নি। ফলে এ ধরনের মৃত্যুকূপের পুনরাবৃত্তি ঘটেই চলেছে। 

গ্রিন কোজি কটেজ ভবনের সামনে মানববন্ধন করে শান্তিনগর, সিদ্ধেশ্বরী ও বেইলি রোড এলাকার বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা তারা বলেন, সারা বছর কাজ না করা রাজউক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সরকারি সংস্থাগুলো এখন অতি তৎপরতা শুরু করেছে। তারা পাঁচ বছরের নিষ্ক্রিয়তা এক সপ্তাহে ঢাকতে চাচ্ছে। যার ফলে ছোটখাটো ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছে। 

বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষজন মানববন্ধনে অংশ নেন। ছবি: আজকের পত্রিকা রাজধানীর সকল ভবন তদারকির দাবি জানিয়ে বক্তারা বলেন, এখনই দেখতে হবে এসব ভবনে সকল নিয়মকানুন অনুসরণ করা হয়েছে কিনা। না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যারা ঘুষ খেয়ে দায়িত্বে অবহেলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত