নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের ৪৮ বিশিষ্ট নাগরিক মনে করেন—লোকবল নেই, এমন অজুহাতে ভবন নির্মাণ ও ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজউক নিজের দায় এড়াতে পারে না।
আজ রোববার এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেন, একের পর এক আগুনের ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি। ভুক্তভোগীরা প্রতিকার পাননি। মানুষ বিচার পাননি। এমন অব্যবস্থা, বিচারহীনতা ও প্রতিকারবিহীন অবস্থা অব্যাহতভাবে চলতে পারে না।
রাজধানীর বেইলি রোডে আগুনে প্রাণহানিতে শোক প্রকাশ করে তাঁরা এ বিবৃতি দেন।
বিবৃতিতে তাঁরা বলেন, আগুনে ২০১০ সালে নিমতলীতে ১২৪ জন, ২০১৯ সালে চকবাজারে ৭১ জন ও বনানীর এফআর টাওয়ারে ২৭ জন মারা গেছেন। তাজরীন ফ্যাশনের ঘটনাও আছে। এ ঘটনাগুলো থেকে বেইলি রোডের আগুন বিচ্ছিন্ন ভাবার উপায় নেই।
সবগুলো ঘটনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক ও রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তব্যে চরম অবহেলাই মূলত দায়ী, এমনটাই মনে করেন তাঁরা।
বিবৃতিতে বলা হয়, বেইলি রোডে আগুনের শিকার ভবনটি রাজউক কেবল বাণিজ্যিক ব্যবহারের শর্তে অনুমোদন দিয়েছিল। ফায়ার সার্ভিস ভবনটি অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনবার নোটিশ দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। শুধু নোটিশ দিয়েই কি ফায়ার সার্ভিসের দায়িত্ব শেষ হয়ে যায়, এমন প্রশ্ন তোলেন বিবৃতিদাতারা।
ফায়ার সার্ভিসের আইনগত ব্যবস্থা নেওয়ারও ক্ষমতা রয়েছে, এমনটা উল্লেখ করে তাঁরা প্রশ্ন তোলেন, কেন তা করা হলো না।
বিবৃতিতে বলা হয়, নকশা অনুযায়ী ভবন নির্মাণ হয়েছে কি না, রাজউকের তা তদারক করার কথা। লোকবল নেই, এই অজুহাতে রাজউক কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না।
নাগরিকদের মতে, দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রতিষ্ঠানগুলোয় জবাবদিহি নিশ্চিত করা এবং কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছিল, তা মানুষকে জানানো এখন সময়ের দাবি।
বিবৃতিতে বেইলি রোডের ঘটনার সুষ্ঠু তদন্ত, রাজউক ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের অবহেলা ও ব্যর্থতা শনাক্ত করা, দায়ীদের শাস্তি প্রদান ও ভুক্তভোগীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
মানবাধিকারকর্মী সুলতানা কামাল, হামিদা হোসেন ও মো. নূর খান, নিজেরা করির খুশী কবির, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, আইনজীবী জেড আই খান পান্না ও সালমা আলী, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রানা দাশগুপ্ত, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, আইন ও সালিশ কেন্দ্রের ফারুখ ফয়সাল, আলোকচিত্রী শহিদুল আলম, এএলআরডির শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন ও আসিফ নজরুল, আদিবাসী ফোরামের সঞ্জীব দ্রং, নারীপক্ষের সদস্য শিরিন হক, ব্লাস্টের সারা হোসেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরদৌস আজিম ও সাংস্কৃতিক কর্মী অরূপ রাহী প্রমুখ এ বিবৃতি দিয়েছেন।
দেশের ৪৮ বিশিষ্ট নাগরিক মনে করেন—লোকবল নেই, এমন অজুহাতে ভবন নির্মাণ ও ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজউক নিজের দায় এড়াতে পারে না।
আজ রোববার এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেন, একের পর এক আগুনের ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি। ভুক্তভোগীরা প্রতিকার পাননি। মানুষ বিচার পাননি। এমন অব্যবস্থা, বিচারহীনতা ও প্রতিকারবিহীন অবস্থা অব্যাহতভাবে চলতে পারে না।
রাজধানীর বেইলি রোডে আগুনে প্রাণহানিতে শোক প্রকাশ করে তাঁরা এ বিবৃতি দেন।
বিবৃতিতে তাঁরা বলেন, আগুনে ২০১০ সালে নিমতলীতে ১২৪ জন, ২০১৯ সালে চকবাজারে ৭১ জন ও বনানীর এফআর টাওয়ারে ২৭ জন মারা গেছেন। তাজরীন ফ্যাশনের ঘটনাও আছে। এ ঘটনাগুলো থেকে বেইলি রোডের আগুন বিচ্ছিন্ন ভাবার উপায় নেই।
সবগুলো ঘটনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক ও রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তব্যে চরম অবহেলাই মূলত দায়ী, এমনটাই মনে করেন তাঁরা।
বিবৃতিতে বলা হয়, বেইলি রোডে আগুনের শিকার ভবনটি রাজউক কেবল বাণিজ্যিক ব্যবহারের শর্তে অনুমোদন দিয়েছিল। ফায়ার সার্ভিস ভবনটি অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনবার নোটিশ দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। শুধু নোটিশ দিয়েই কি ফায়ার সার্ভিসের দায়িত্ব শেষ হয়ে যায়, এমন প্রশ্ন তোলেন বিবৃতিদাতারা।
ফায়ার সার্ভিসের আইনগত ব্যবস্থা নেওয়ারও ক্ষমতা রয়েছে, এমনটা উল্লেখ করে তাঁরা প্রশ্ন তোলেন, কেন তা করা হলো না।
বিবৃতিতে বলা হয়, নকশা অনুযায়ী ভবন নির্মাণ হয়েছে কি না, রাজউকের তা তদারক করার কথা। লোকবল নেই, এই অজুহাতে রাজউক কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না।
নাগরিকদের মতে, দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রতিষ্ঠানগুলোয় জবাবদিহি নিশ্চিত করা এবং কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছিল, তা মানুষকে জানানো এখন সময়ের দাবি।
বিবৃতিতে বেইলি রোডের ঘটনার সুষ্ঠু তদন্ত, রাজউক ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের অবহেলা ও ব্যর্থতা শনাক্ত করা, দায়ীদের শাস্তি প্রদান ও ভুক্তভোগীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
মানবাধিকারকর্মী সুলতানা কামাল, হামিদা হোসেন ও মো. নূর খান, নিজেরা করির খুশী কবির, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, আইনজীবী জেড আই খান পান্না ও সালমা আলী, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রানা দাশগুপ্ত, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, আইন ও সালিশ কেন্দ্রের ফারুখ ফয়সাল, আলোকচিত্রী শহিদুল আলম, এএলআরডির শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন ও আসিফ নজরুল, আদিবাসী ফোরামের সঞ্জীব দ্রং, নারীপক্ষের সদস্য শিরিন হক, ব্লাস্টের সারা হোসেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরদৌস আজিম ও সাংস্কৃতিক কর্মী অরূপ রাহী প্রমুখ এ বিবৃতি দিয়েছেন।
প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
২ ঘণ্টা আগেএজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
২ ঘণ্টা আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
৩ ঘণ্টা আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
৪ ঘণ্টা আগে