অক্ষয়ের ক্ষয় হলো যেভাবে
শাহরুখ, সালমান ও আমির—বলিউডে এই তিন খানের পর যাঁদের নাম আসে, তাঁরা হলেন হৃতিক রোশন, অজয় দেবগন ও অক্ষয় কুমার। তবে গত এক দশকে হৃতিক ও অজয়ের চেয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন অক্ষয়। গত কয়েক বছরে ‘সূর্যবংশী’, ‘কেশরি’, ‘টয়লেট: এক প্রেম কথা’ কিংবা ‘প্যাডম্যান’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।