বিনোদন ডেস্ক
‘সিংহাম রিটার্নস’-এর মুক্তির ৯ বছর পর পরিচালক রোহিত শেঠি গতকাল শনিবার ‘সিংহাম এগেইন’-এর ঘোষণা করলেন। রোহিতের কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’-এ একসঙ্গে সিংহাম অজয় দেবগন, সিম্বা রণবীর সিং আর সূর্যবংশী অক্ষয় কুমারকে দেখা গেলে বড় চমক থাকবে দর্শকদের জন্য।
অভিনেতা অজয় দেবগন গতকাল শনিবার তাঁর ইনস্টাগ্রামে ‘সিংহাম এগেইন’-এর মহরত থেকে দুটি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে তাঁকে এবং রণবীর সিংকে প্রার্থনার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, আর সামনে পরিচালক রোহিত শেঠিকে আচারের অংশ হিসেবে মেঝেতে নারকেল ফাটাতে দেখা গেছে। অজয়ের পরনে ছিল একটি গাঢ় নীল শার্ট ও নীল ডেনিম। রণবীর সিংকে হালকা ধূসর শার্ট, গাঢ় ধূসর ট্রাউজার্সে দেখা যায়।
এই অনুষ্ঠান থেকে দুটি ছবি শেয়ার করেছেন পরিচালক রোহিত শেঠি নিজেও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সিংহাম, সিংহাম রিটার্নস, সিম্বা, সূর্যবংশী, ১২ বছর আগে আমরা যখন সিংহাম তৈরি করি, তখন আমরা কখনোই ভাবিনি যে এটা একটি কপ ইউনিভার্সে পরিণত হবে! আজ আমরা আমাদের কপ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা ‘‘সিংহাম এগেইন’’-এর শুরু করছি। এটায় আমরা জীবনের বাজি লাগিয়ে দেব। শুধু আপনাদের ভালোবাসা আর প্রার্থনা প্রয়োজন।’
তবে এদিন রাতে বড় চমক দিয়েছেন অক্ষয় কুমার। ‘সিংহাম এগেইন’-এর মহরতের ছবি পোস্ট করলেন এক্সে (আগের টুইটার)। লিখেছেন, ‘এই মুহূর্তে আমি দেশে নেই, ব্যক্তিগতভাবে তাই ফ্রেমে থাকতে পারলাম না। কিন্তু আমার আত্মা পুরোপুরি ওখানে আছে। সিংহাম এগেইনের সেটে আপনাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না! আমার পক্ষ থেকে শুভেচ্ছা।’
রোহিত শেঠির শেষ সিনেমা ‘সার্কাস’ বক্স অফিসে সুবিধা করতে পারেনি। সিনেমাটিতে অভিনয় করেছিলেন, রণবীর সিং, পূজা হেগড়ে, জ্যাকুলিন ফার্নান্দেজ ও বরুণ শর্মা। ১৫০ কোটি বাজেটে বানানো সিনেমা মাত্র ৬১ কোটি রুপি আয় করেছিল।
‘সিংহাম রিটার্নস’-এর মুক্তির ৯ বছর পর পরিচালক রোহিত শেঠি গতকাল শনিবার ‘সিংহাম এগেইন’-এর ঘোষণা করলেন। রোহিতের কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’-এ একসঙ্গে সিংহাম অজয় দেবগন, সিম্বা রণবীর সিং আর সূর্যবংশী অক্ষয় কুমারকে দেখা গেলে বড় চমক থাকবে দর্শকদের জন্য।
অভিনেতা অজয় দেবগন গতকাল শনিবার তাঁর ইনস্টাগ্রামে ‘সিংহাম এগেইন’-এর মহরত থেকে দুটি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে তাঁকে এবং রণবীর সিংকে প্রার্থনার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, আর সামনে পরিচালক রোহিত শেঠিকে আচারের অংশ হিসেবে মেঝেতে নারকেল ফাটাতে দেখা গেছে। অজয়ের পরনে ছিল একটি গাঢ় নীল শার্ট ও নীল ডেনিম। রণবীর সিংকে হালকা ধূসর শার্ট, গাঢ় ধূসর ট্রাউজার্সে দেখা যায়।
এই অনুষ্ঠান থেকে দুটি ছবি শেয়ার করেছেন পরিচালক রোহিত শেঠি নিজেও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সিংহাম, সিংহাম রিটার্নস, সিম্বা, সূর্যবংশী, ১২ বছর আগে আমরা যখন সিংহাম তৈরি করি, তখন আমরা কখনোই ভাবিনি যে এটা একটি কপ ইউনিভার্সে পরিণত হবে! আজ আমরা আমাদের কপ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা ‘‘সিংহাম এগেইন’’-এর শুরু করছি। এটায় আমরা জীবনের বাজি লাগিয়ে দেব। শুধু আপনাদের ভালোবাসা আর প্রার্থনা প্রয়োজন।’
তবে এদিন রাতে বড় চমক দিয়েছেন অক্ষয় কুমার। ‘সিংহাম এগেইন’-এর মহরতের ছবি পোস্ট করলেন এক্সে (আগের টুইটার)। লিখেছেন, ‘এই মুহূর্তে আমি দেশে নেই, ব্যক্তিগতভাবে তাই ফ্রেমে থাকতে পারলাম না। কিন্তু আমার আত্মা পুরোপুরি ওখানে আছে। সিংহাম এগেইনের সেটে আপনাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না! আমার পক্ষ থেকে শুভেচ্ছা।’
রোহিত শেঠির শেষ সিনেমা ‘সার্কাস’ বক্স অফিসে সুবিধা করতে পারেনি। সিনেমাটিতে অভিনয় করেছিলেন, রণবীর সিং, পূজা হেগড়ে, জ্যাকুলিন ফার্নান্দেজ ও বরুণ শর্মা। ১৫০ কোটি বাজেটে বানানো সিনেমা মাত্র ৬১ কোটি রুপি আয় করেছিল।
পর্দায় উপস্থিতি নেই, নেই ব্যক্তিগত জীবনের খোঁজখবর। দীর্ঘদিন ধরেই আড়ালে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সহকর্মীরাও জানাতে পারেননি পপি কেমন আছেন, কোথায় আছেন। এবার পাওয়া গেল পপির খোঁজ। তিনি আছেন খুলনায়। বিয়ের খবরের সত্যতাও...
৪ ঘণ্টা আগেতিন দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বাসায় ফিরেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দুপুর ১২টার দিকে তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ।
৬ ঘণ্টা আগেকনসার্টে নারী ভক্তদের চুমু দিয়ে সমালোচনার মুখে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছেন ট্রলের শিকার। প্রবীণ এই গায়কের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগেমানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিন
১৪ ঘণ্টা আগে