Ajker Patrika

বক্স অফিস লড়াই: মুক্তির আগেই অক্ষয়কে পেছনে ফেললেন সানি দেওল

বিনোদন ডেস্ক
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৬: ০৯
Thumbnail image

আগামী ১১ আগস্ট বলিউড বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন অক্ষয় কুমার আর সানি দেওল। একই দিনে মুক্তি পাচ্ছে দুই তারকার বহু প্রতীক্ষিত ছবি। অক্ষয় কুমারের ‘ওএমজি ২’, অন্যদিকে বাইশ বছর পর সুপারহিট ‘গদর’-এর সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন সানি দেওল। মুক্তির আগেই বক্স অফিসে দুই সিক্যুয়েল নিয়ে চলছে জোর টক্কর। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে এগিয়ে আছে ‘গদর ২’।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে, ইতিমধ্যে ৯০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে সানি দেওলের ‘গদর ২’-এর। হিসাব করলে মুক্তির আগেই প্রায় ২.৬০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ‘গদর ২’।

অন্যদিকে অনলাইন অগ্রিম বুকিংয়ের দৌড়ে পিছিয়ে রয়েছেন অক্ষয় কুমার। টিকিট বিক্রির হিসাবে এখন পর্যন্ত ৪২ লাখ রুপির ব্যবসা করেছে ‘ওএমজি-২ ’।

যদিও এখনো মুক্তির এক সপ্তাহ বাকি, তবে অগ্রিম বুকিংয়ে সানি দেওলের ‘গদর ২’ যে গতিতে ছুটছে, আশা করা যায় ২০২৩ সালের বক্স অফিসে ওপেনিং ডেতে আরেকটি দুর্দান্ত ওপেনিং ডে দিতে চলেছে এই ছবি।গদর ২

 ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

অন্যদিকে, সেন্সরের কাঁচিতে পড়ে বেশ কিছু দৃশ্য ছাঁটাই হলেও অক্ষয় কুমারের লুক ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। তা ছাড়া, ‘ওএমজি’ যেভাবে বক্স অফিস কাঁপিয়েছিল, সেখানে ‘ওএমজি ২’ সিনেমা থেকে প্রত্যাশাও অনেক বেশি দর্শকদের। এবার দেখার পালা দর্শকেরা কার মার্কশিটে বেশি নম্বর বসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত