Ajker Patrika

ভারতের প্রথম ‘আকাশপথে যুদ্ধ’-এর গল্প বলবেন অক্ষয়

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৩: ৫১
ভারতের প্রথম ‘আকাশপথে যুদ্ধ’-এর গল্প বলবেন অক্ষয়

মহাত্মা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী আজ। আর এই বিশেষ দিনে বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর পরবর্তী সিনেমা ‘স্কাই ফোর্স’-এর ঘোষণা করেছেন। সিনেমাটিতে ভারতের প্রথম আকাশপথে যুদ্ধের গল্প উঠে আসবে।

ষাটের দশকে ভারত-পাকিস্তানের মধ্যকার আকাশপথে যুদ্ধের ঘটনা তুলে ধরা হবে সিনেমাটিতে। প্রসঙ্গত এই ঘটনাটি ঘটেছিল লাল বাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই।

সর্বশেষ মুক্তি পাওয়া ‘ওএমজি ২’-এর সাফল্যের পর বড় চমকই দিলেন অক্ষয়। আবারও দেশপ্রেমের ছবি নিয়ে আসছেন তিনি।

ভারত-পাকিস্তানের যুদ্ধের সময় লাল বাহাদুর শাস্ত্রী কী কী বলেছিলেন, কীভাবে তিনি অনুপ্রেরণা দিয়েছিলেন জওয়ানদের সেটাও দেখা গেছে ভিডিওটির ঝলকে।

২০২৪ সালের ২ অক্টোবর মুক্তি পাবে ‘স্কাই ফোর্স’। ছবি: সংগৃহীতভিডিওটি পোস্ট করে অক্ষয় লিখেছেন, ‘আজ গান্ধী-শাস্ত্রীজয়ন্তী। পুরো দেশ জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান করছে। আর স্কাই ফোর্সের দুর্দান্ত গল্পের কথা ঘোষণা করার জন্য এই দিনের থেকে ভালো দিন আর কীইবা হতে পারত। ভারতের প্রথম আকাশপথে যুদ্ধের অজানা কথা আসছে। ভালোবাসা দেবেন, জয় হিন্দ, জয় ভারত।’

ভিডিওটিতে আরও জানানো হয় আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির পরিচালনার দায়িত্ব সামলাবেন অভিষেক কাপুর এবং সন্দীপ কেলওয়ানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত