গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওএমজি ২’। সিনেমাটির মাধ্যমে একটানা ফ্লপের তকমা ঘোচাতে চলেছেন অক্ষয়। সিনেমাটির এই সাফল্যের মধ্যে নতুন এক তথ্য সামনে আনলেন প্রযোজক অজিত আধার। ‘ওএমজি ২’-এর জন্য এক রুপিও পারিশ্রমিক নেননি অক্ষয়, এমনটাই জানিয়েছেন তিনি।
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অজিত আধার জানিয়েছেন, ‘অক্ষয় বরাবরই এ ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি কোনো পারিশ্রমিক নেননি এই ছবির জন্য।’
প্রযোজক আরও জানিয়েছেন তাঁর এবং অক্ষয়ের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরা একসঙ্গে এর আগে ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’ ইত্যাদি সিনেমায় কাজ করেছেন। অজিতের কথায়, ‘অক্ষয়ের সঙ্গে আমার বারবার চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে। আমরা দুজনই অর্থবহুল কিছু করতে চেয়েছি সব সময়। আর ওকে ছাড়া এই রিস্ক নেওয়া যেত না। এই সিনেমার সঙ্গে অর্থনৈতিক ও ক্রিয়েটিভ দুভাবেই যুক্ত ছিলেন তিনি।’
‘ওএমজি ২’-এর প্রতি দর্শকদের ভালোবাসায় মুগ্ধ অক্ষয় কুমার। গতকাল বৃহস্পতিবার দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ‘গদর ২’ সিনেমাকেও শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়। অভিনেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘দর্শকদের অনেক ধন্যবাদ ‘‘ওহ মাই গদর’’কে ভালোবাসা দেওয়ার জন্য এবং অবশ্যই ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা সপ্তাহ উপহার দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে ‘ওএমজি ২’-এর আয় ৭৯.৪৭ কোটি রুপি। অন্যদিকে ‘গদর ২’ বক্স অফিস থেকে আয় করেছে ২৬১.৩৫ কোটি রুপি।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ‘ওহ মাই গড’-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।
গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওএমজি ২’। সিনেমাটির মাধ্যমে একটানা ফ্লপের তকমা ঘোচাতে চলেছেন অক্ষয়। সিনেমাটির এই সাফল্যের মধ্যে নতুন এক তথ্য সামনে আনলেন প্রযোজক অজিত আধার। ‘ওএমজি ২’-এর জন্য এক রুপিও পারিশ্রমিক নেননি অক্ষয়, এমনটাই জানিয়েছেন তিনি।
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অজিত আধার জানিয়েছেন, ‘অক্ষয় বরাবরই এ ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি কোনো পারিশ্রমিক নেননি এই ছবির জন্য।’
প্রযোজক আরও জানিয়েছেন তাঁর এবং অক্ষয়ের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরা একসঙ্গে এর আগে ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’ ইত্যাদি সিনেমায় কাজ করেছেন। অজিতের কথায়, ‘অক্ষয়ের সঙ্গে আমার বারবার চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে। আমরা দুজনই অর্থবহুল কিছু করতে চেয়েছি সব সময়। আর ওকে ছাড়া এই রিস্ক নেওয়া যেত না। এই সিনেমার সঙ্গে অর্থনৈতিক ও ক্রিয়েটিভ দুভাবেই যুক্ত ছিলেন তিনি।’
‘ওএমজি ২’-এর প্রতি দর্শকদের ভালোবাসায় মুগ্ধ অক্ষয় কুমার। গতকাল বৃহস্পতিবার দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ‘গদর ২’ সিনেমাকেও শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়। অভিনেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘দর্শকদের অনেক ধন্যবাদ ‘‘ওহ মাই গদর’’কে ভালোবাসা দেওয়ার জন্য এবং অবশ্যই ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা সপ্তাহ উপহার দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে ‘ওএমজি ২’-এর আয় ৭৯.৪৭ কোটি রুপি। অন্যদিকে ‘গদর ২’ বক্স অফিস থেকে আয় করেছে ২৬১.৩৫ কোটি রুপি।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ‘ওহ মাই গড’-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে