গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওএমজি ২’। সিনেমাটির মাধ্যমে একটানা ফ্লপের তকমা ঘোচাতে চলেছেন অক্ষয়। সিনেমাটির এই সাফল্যের মধ্যে নতুন এক তথ্য সামনে আনলেন প্রযোজক অজিত আধার। ‘ওএমজি ২’-এর জন্য এক রুপিও পারিশ্রমিক নেননি অক্ষয়, এমনটাই জানিয়েছেন তিনি।
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অজিত আধার জানিয়েছেন, ‘অক্ষয় বরাবরই এ ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি কোনো পারিশ্রমিক নেননি এই ছবির জন্য।’
প্রযোজক আরও জানিয়েছেন তাঁর এবং অক্ষয়ের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরা একসঙ্গে এর আগে ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’ ইত্যাদি সিনেমায় কাজ করেছেন। অজিতের কথায়, ‘অক্ষয়ের সঙ্গে আমার বারবার চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে। আমরা দুজনই অর্থবহুল কিছু করতে চেয়েছি সব সময়। আর ওকে ছাড়া এই রিস্ক নেওয়া যেত না। এই সিনেমার সঙ্গে অর্থনৈতিক ও ক্রিয়েটিভ দুভাবেই যুক্ত ছিলেন তিনি।’
‘ওএমজি ২’-এর প্রতি দর্শকদের ভালোবাসায় মুগ্ধ অক্ষয় কুমার। গতকাল বৃহস্পতিবার দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ‘গদর ২’ সিনেমাকেও শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়। অভিনেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘দর্শকদের অনেক ধন্যবাদ ‘‘ওহ মাই গদর’’কে ভালোবাসা দেওয়ার জন্য এবং অবশ্যই ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা সপ্তাহ উপহার দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে ‘ওএমজি ২’-এর আয় ৭৯.৪৭ কোটি রুপি। অন্যদিকে ‘গদর ২’ বক্স অফিস থেকে আয় করেছে ২৬১.৩৫ কোটি রুপি।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ‘ওহ মাই গড’-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।
গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওএমজি ২’। সিনেমাটির মাধ্যমে একটানা ফ্লপের তকমা ঘোচাতে চলেছেন অক্ষয়। সিনেমাটির এই সাফল্যের মধ্যে নতুন এক তথ্য সামনে আনলেন প্রযোজক অজিত আধার। ‘ওএমজি ২’-এর জন্য এক রুপিও পারিশ্রমিক নেননি অক্ষয়, এমনটাই জানিয়েছেন তিনি।
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অজিত আধার জানিয়েছেন, ‘অক্ষয় বরাবরই এ ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি কোনো পারিশ্রমিক নেননি এই ছবির জন্য।’
প্রযোজক আরও জানিয়েছেন তাঁর এবং অক্ষয়ের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরা একসঙ্গে এর আগে ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’ ইত্যাদি সিনেমায় কাজ করেছেন। অজিতের কথায়, ‘অক্ষয়ের সঙ্গে আমার বারবার চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে। আমরা দুজনই অর্থবহুল কিছু করতে চেয়েছি সব সময়। আর ওকে ছাড়া এই রিস্ক নেওয়া যেত না। এই সিনেমার সঙ্গে অর্থনৈতিক ও ক্রিয়েটিভ দুভাবেই যুক্ত ছিলেন তিনি।’
‘ওএমজি ২’-এর প্রতি দর্শকদের ভালোবাসায় মুগ্ধ অক্ষয় কুমার। গতকাল বৃহস্পতিবার দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ‘গদর ২’ সিনেমাকেও শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়। অভিনেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘দর্শকদের অনেক ধন্যবাদ ‘‘ওহ মাই গদর’’কে ভালোবাসা দেওয়ার জন্য এবং অবশ্যই ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা সপ্তাহ উপহার দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে ‘ওএমজি ২’-এর আয় ৭৯.৪৭ কোটি রুপি। অন্যদিকে ‘গদর ২’ বক্স অফিস থেকে আয় করেছে ২৬১.৩৫ কোটি রুপি।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ‘ওহ মাই গড’-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৬ মিনিট আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৪ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৩ ঘণ্টা আগে