গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘সেলফি’। কিন্তু বক্স অফিসে হতাশ করছে সিনেমাটি। প্রথম দিনে ‘সেলফি’ আয় করেছে মাত্র ৩ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
তরুণের টুইট অনুযায়ী পিভিআর থেকে আয় ৬৪ লাখ রুপি, ইনক্স থেকে ৪৩ লাখ রুপি, সিনেপোলিস থেকে ২৩ লাখ রুপি আয় করেছে ছবিটি। অর্থাৎ মাল্টিপ্লেক্স চেইনগুলো থেকে মাত্র ১ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে ছবিটি। বেশ কিছু জায়গায় দর্শক একেবারে কম থাকায় শো বাতিলও করতে হয়। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পুরো ভারত এবং বিশ্বের অন্যান্য জায়গা মিলে ছবির আয় ৩ কোটি রুপির বেশি নয়।
এত এত আলোচনা, প্রচার, রেকর্ড কিছুতেই ভাগ্য ফেরেনি অক্ষয়ের। সেলফি যদি অক্ষয় কুমারের ভাগ্য না ফেরাতে পারে তবে এটি হবে তাঁর একটানা ৯ম ফ্লপ সিনেমা। সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সমালোচনায় ভেসেছে সামাজিক মাধ্যমগুলো। দর্শকেরা অনেকেই মনে করছেন রিমেক ছবিতে কাজ করার থেকে বিরতি নেওয়া উচিত অক্ষয় কুমারের।
রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। এই সিনেমায় অক্ষয়–ইমরান ছাড়াও আরও অভিনয় করেছেন–নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা গেছে ম্রুনাল ঠাকুরকে। সিনেমাটির প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন, পৃথ্বীরাজ প্রোডাকশন, ম্যাজিক ফ্রেম এবং কেপ অফ গুড ফিল্মস।
গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘সেলফি’। কিন্তু বক্স অফিসে হতাশ করছে সিনেমাটি। প্রথম দিনে ‘সেলফি’ আয় করেছে মাত্র ৩ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
তরুণের টুইট অনুযায়ী পিভিআর থেকে আয় ৬৪ লাখ রুপি, ইনক্স থেকে ৪৩ লাখ রুপি, সিনেপোলিস থেকে ২৩ লাখ রুপি আয় করেছে ছবিটি। অর্থাৎ মাল্টিপ্লেক্স চেইনগুলো থেকে মাত্র ১ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে ছবিটি। বেশ কিছু জায়গায় দর্শক একেবারে কম থাকায় শো বাতিলও করতে হয়। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পুরো ভারত এবং বিশ্বের অন্যান্য জায়গা মিলে ছবির আয় ৩ কোটি রুপির বেশি নয়।
এত এত আলোচনা, প্রচার, রেকর্ড কিছুতেই ভাগ্য ফেরেনি অক্ষয়ের। সেলফি যদি অক্ষয় কুমারের ভাগ্য না ফেরাতে পারে তবে এটি হবে তাঁর একটানা ৯ম ফ্লপ সিনেমা। সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সমালোচনায় ভেসেছে সামাজিক মাধ্যমগুলো। দর্শকেরা অনেকেই মনে করছেন রিমেক ছবিতে কাজ করার থেকে বিরতি নেওয়া উচিত অক্ষয় কুমারের।
রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। এই সিনেমায় অক্ষয়–ইমরান ছাড়াও আরও অভিনয় করেছেন–নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা গেছে ম্রুনাল ঠাকুরকে। সিনেমাটির প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন, পৃথ্বীরাজ প্রোডাকশন, ম্যাজিক ফ্রেম এবং কেপ অফ গুড ফিল্মস।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে