ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন সিনেমার শুটিংয়ে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। শুটিংয়ে দুর্গ থেকে পড়ে মৃত্যু হয়েছে অক্ষয়ের মারাঠি সিনেমা ‘বেদাত মারাঠে বীর দৌদলে সাত’-এর শুটিং ইউনিটের এক সদস্যের। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে।
কয়েক দিন আগেই শুটিংয়ের দলের সঙ্গে যোগ দেন ক্রু সদস্য নাগেশ প্রশান্ত খোবারে। শুটিংয়ে ঘোড়ার যত্ন নেওয়ার জন্য রাখা হয়েছিল তাঁকে। পানালা দুর্গের সজ্জা কোঠি থেকে আচমকাই পড়ে যান নাগেশ। শুটিংয়ের অন্য একজন ক্রু জানিয়েছেন, সেই সময় মোবাইল ফোনে কথা বলতে নাকি ব্যস্ত ছিলেন নাগেশ। আনমনা হওয়ার কারণেই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সজ্জা কোঠি থেকে পড়ে মাথায় ও বুকে গুরুতর চোট লাগে নাগেশের। দুর্ঘটনার পরে তাঁকে দ্রুত কোলাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ১০ দিন ভর্তি থাকার পরে মৃত্যু হয় নাগেশের।
এদিকে শুটিংসেটে এই দুর্ঘটনায় নাগেশের মৃত্যু নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর ক্ষুব্ধ নাগেশের পরিবার। তাদের দাবি, হাসপাতালে নাগেশের চিকিৎসার সব খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, শেষ পর্যন্ত সেই খরচ দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত নাগেশের শেষকৃত্য করবেন না বলেও জানিয়েছেন পরিজন। তবে, এই বিষয়ে এখনো সিনেমার নির্মাতা মহেশ মঞ্জরেকর বা প্রযোজনা সংস্থার কেউই মুখ খোলেননি।
কয়েক দিন আগেই শুটিংয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হয়েছিলেন অক্ষয় কুমার। আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল।
ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন সিনেমার শুটিংয়ে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। শুটিংয়ে দুর্গ থেকে পড়ে মৃত্যু হয়েছে অক্ষয়ের মারাঠি সিনেমা ‘বেদাত মারাঠে বীর দৌদলে সাত’-এর শুটিং ইউনিটের এক সদস্যের। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে।
কয়েক দিন আগেই শুটিংয়ের দলের সঙ্গে যোগ দেন ক্রু সদস্য নাগেশ প্রশান্ত খোবারে। শুটিংয়ে ঘোড়ার যত্ন নেওয়ার জন্য রাখা হয়েছিল তাঁকে। পানালা দুর্গের সজ্জা কোঠি থেকে আচমকাই পড়ে যান নাগেশ। শুটিংয়ের অন্য একজন ক্রু জানিয়েছেন, সেই সময় মোবাইল ফোনে কথা বলতে নাকি ব্যস্ত ছিলেন নাগেশ। আনমনা হওয়ার কারণেই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সজ্জা কোঠি থেকে পড়ে মাথায় ও বুকে গুরুতর চোট লাগে নাগেশের। দুর্ঘটনার পরে তাঁকে দ্রুত কোলাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ১০ দিন ভর্তি থাকার পরে মৃত্যু হয় নাগেশের।
এদিকে শুটিংসেটে এই দুর্ঘটনায় নাগেশের মৃত্যু নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর ক্ষুব্ধ নাগেশের পরিবার। তাদের দাবি, হাসপাতালে নাগেশের চিকিৎসার সব খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, শেষ পর্যন্ত সেই খরচ দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত নাগেশের শেষকৃত্য করবেন না বলেও জানিয়েছেন পরিজন। তবে, এই বিষয়ে এখনো সিনেমার নির্মাতা মহেশ মঞ্জরেকর বা প্রযোজনা সংস্থার কেউই মুখ খোলেননি।
কয়েক দিন আগেই শুটিংয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হয়েছিলেন অক্ষয় কুমার। আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১০ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৫ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৫ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৬ ঘণ্টা আগে