শুটিংয়ে ফিরেছে জনপ্রিয় সিনেমা সিরিজ ‘হেরা ফেরি’ এর তৃতীয় ছবি ‘হেরা ফেরি ৩ ’। এই সিনেমার মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায় গতকাল মঙ্গলবার থেকে মুম্বাইয়ের এমপায়ার স্টুডিওতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
দীর্ঘ ১৬ বছর পর ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল বানানো হচ্ছে—এই গুঞ্জনটা অনেক দিনের। শোনা যাচ্ছিল, বাবু রাও, রাজু ও শ্যামের চরিত্রে আবারও পর্দায় হাসির ফোয়ারা নিয়ে আসবেন পরেশ-অক্ষয়-সুনীল। কিন্তু নভেম্বরে শোনা গিয়েছিল ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গিয়েছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার রাজি না হওয়ায় রাজুর চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল কার্তিক আরিয়ানকে। এ নিয়ে ভক্তরা প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিক্ষোভ জানাতে থাকে। এরপর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা আবারও অভিনেতার সঙ্গে মিটিং-এ বসেন। অবশেষে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির খাতিরে অক্ষয়কে রাজি করান প্রযোজক।
অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল অভিনীত ‘হেরা ফেরি’ সিরিজের নতুন ঘোষণার অপেক্ষায় ছিলেন দর্শক। প্রথম দুটি সিনেমা ‘হেরা ফেরি’ ও ‘ফির হেরা ফেরি’ ছবিতে তাঁদের চমৎকার অভিনয় এবং অসাধারণ কমিক টাইমিং দর্শকদের মন জয় করেছিল। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি।
গত নভেম্বরে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিক্যুয়ালের একটি বড় আপডেট আসে—সিনেমাটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার আর এই সিক্যুয়ালে যুক্ত হচ্ছেন তরুণ তারকা অভিনেতা কার্তিক আরিয়ান। তখন জানা গিয়েছিল চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি ৩’ ছবিতে যুক্ত হচ্ছেন না অক্ষয় কুমার। তাই বাধ্য হয়ে কার্তিক আরিয়ানকে বেছে নিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। বিষয়টি নিশ্চিতও করেছিলেন ছবির অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল ওরফে পর্দার বাবু রাও।
বিনোদন ও লাইফস্টাইলবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়াল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার।
‘হেরা ফেরি’তে নতুন মুখের এন্ট্রির বিষয়ে এক ভক্ত টুইটারে পরেশ রাওয়ালের কাছে জানতে চান, ‘হেরা ফেরি ৩ ’-এ কার্তিক আরিয়ানের অভিনয়ের খবরটি কি সত্যি? জবাবে পরেশ বলেছিলেন, ‘হ্যাঁ এটা সত্যি’। যদিও প্রযোজকের পক্ষ থেকে তখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই ভক্তদের আশা ছিল প্রযোজক অবশ্যই অক্ষয়কে রাজি করানোর চেষ্টা করবেন। অবশেষে শুটিংয়ে ফেরার মাধ্যমে দর্শকেরা আবারও ‘হেরা ফেরি’ সিরিজে তাদের প্রিয় তারকাদের একসঙ্গে দেখতে পাবেন।
শুটিংয়ে ফিরেছে জনপ্রিয় সিনেমা সিরিজ ‘হেরা ফেরি’ এর তৃতীয় ছবি ‘হেরা ফেরি ৩ ’। এই সিনেমার মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায় গতকাল মঙ্গলবার থেকে মুম্বাইয়ের এমপায়ার স্টুডিওতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
দীর্ঘ ১৬ বছর পর ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল বানানো হচ্ছে—এই গুঞ্জনটা অনেক দিনের। শোনা যাচ্ছিল, বাবু রাও, রাজু ও শ্যামের চরিত্রে আবারও পর্দায় হাসির ফোয়ারা নিয়ে আসবেন পরেশ-অক্ষয়-সুনীল। কিন্তু নভেম্বরে শোনা গিয়েছিল ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গিয়েছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার রাজি না হওয়ায় রাজুর চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল কার্তিক আরিয়ানকে। এ নিয়ে ভক্তরা প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিক্ষোভ জানাতে থাকে। এরপর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা আবারও অভিনেতার সঙ্গে মিটিং-এ বসেন। অবশেষে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির খাতিরে অক্ষয়কে রাজি করান প্রযোজক।
অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল অভিনীত ‘হেরা ফেরি’ সিরিজের নতুন ঘোষণার অপেক্ষায় ছিলেন দর্শক। প্রথম দুটি সিনেমা ‘হেরা ফেরি’ ও ‘ফির হেরা ফেরি’ ছবিতে তাঁদের চমৎকার অভিনয় এবং অসাধারণ কমিক টাইমিং দর্শকদের মন জয় করেছিল। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি।
গত নভেম্বরে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিক্যুয়ালের একটি বড় আপডেট আসে—সিনেমাটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার আর এই সিক্যুয়ালে যুক্ত হচ্ছেন তরুণ তারকা অভিনেতা কার্তিক আরিয়ান। তখন জানা গিয়েছিল চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি ৩’ ছবিতে যুক্ত হচ্ছেন না অক্ষয় কুমার। তাই বাধ্য হয়ে কার্তিক আরিয়ানকে বেছে নিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। বিষয়টি নিশ্চিতও করেছিলেন ছবির অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল ওরফে পর্দার বাবু রাও।
বিনোদন ও লাইফস্টাইলবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়াল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার।
‘হেরা ফেরি’তে নতুন মুখের এন্ট্রির বিষয়ে এক ভক্ত টুইটারে পরেশ রাওয়ালের কাছে জানতে চান, ‘হেরা ফেরি ৩ ’-এ কার্তিক আরিয়ানের অভিনয়ের খবরটি কি সত্যি? জবাবে পরেশ বলেছিলেন, ‘হ্যাঁ এটা সত্যি’। যদিও প্রযোজকের পক্ষ থেকে তখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই ভক্তদের আশা ছিল প্রযোজক অবশ্যই অক্ষয়কে রাজি করানোর চেষ্টা করবেন। অবশেষে শুটিংয়ে ফেরার মাধ্যমে দর্শকেরা আবারও ‘হেরা ফেরি’ সিরিজে তাদের প্রিয় তারকাদের একসঙ্গে দেখতে পাবেন।
রবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৪ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
৫ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৭ ঘণ্টা আগে