Ajker Patrika

বক্স অফিসে আশা জাগাচ্ছে অক্ষয়ের ‘ওএমজি ২’

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১২: ৩৩
বক্স অফিসে আশা জাগাচ্ছে অক্ষয়ের ‘ওএমজি ২’

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সময়টা ভালো যাচ্ছে না। ২০২২ সালের পরপর ফ্লপ ২০২৩ সালে এসেও তিনি কাটাতে পারেননি। ২০২৩ সালের প্রথম সিনেমা সেলফির ব্যর্থতার পর ওহ মাই গড এর সাফল্যের আশায় ছিলেন অক্ষয় কুমারের ভক্তরা। প্রথম দিনে বক্স অফিসে দাপট দেখাতে না পারলেও আশা জাগাচ্ছে সিনেমাটি।

গতকাল শুক্রবার সিনেমাটি মুক্তি পাওয়ার পর হল ফেরত দর্শকদের সমালোচনা সিনেমাটির পক্ষে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুসারে ওএমজি ২-এর প্রথম দিনের আয় ৯.৫০ কোটি রুপি ছাড়িয়েছে। গতকাল শুক্রবার হিন্দি সিনেমার বাজারের ৩৭.৫৩ শতাংশ দখলে ছিল এই সিনেমার।‘ওএমজি ২’ সিনেমার পোস্টারসেই হিসেবে খুব একটা খারাপ শুরু করেনি ওএমজি ২ সিনেমাটি। যেখানে অক্ষয় আর ইমরান হাশমির সেলফির প্রথম দিনের আয় ছিল মাত্র ২.৫৫ কোটি রুপি। উল্টো দিকে, একই দিনে মুক্তি পাওয়া সানি দেওলের গদরের প্রথম দিনের আয় ৪০ কোটি। এটিও ২০০২ সালের ব্লকবাস্টার হিট ‘গদর: এক প্রেম কথা’র সিকুয়েল। যাতে অভিনয় করেছেন সানি দেওল আর আমিশা প্যাটেল।

‘ওএমজি ২’ সিনেমায় শিব চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। মুক্তির আগে বেশ কিছু বিতর্কে জড়িয়েছিল সিনেমাটি। আদিপুরুষের মতো যাতে কোনও নতুন বিতর্ক উসকে না দেয় তাই সেদিকে নজর রেখে কড়া হয়েছিল সিবিএফসি। বাদ যায় সিনেমাটির বেশ কিছু দৃশ্য।

অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ওহ মাই গড-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে সিনেমাটির বাজেট ১৫০ কোটি রুপি। সিনেমাটি অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন–পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত