বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সময়টা ভালো যাচ্ছে না। ২০২২ সালের পরপর ফ্লপ ২০২৩ সালে এসেও তিনি কাটাতে পারেননি। ২০২৩ সালের প্রথম সিনেমা সেলফির ব্যর্থতার পর ওহ মাই গড এর সাফল্যের আশায় ছিলেন অক্ষয় কুমারের ভক্তরা। প্রথম দিনে বক্স অফিসে দাপট দেখাতে না পারলেও আশা জাগাচ্ছে সিনেমাটি।
গতকাল শুক্রবার সিনেমাটি মুক্তি পাওয়ার পর হল ফেরত দর্শকদের সমালোচনা সিনেমাটির পক্ষে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুসারে ওএমজি ২-এর প্রথম দিনের আয় ৯.৫০ কোটি রুপি ছাড়িয়েছে। গতকাল শুক্রবার হিন্দি সিনেমার বাজারের ৩৭.৫৩ শতাংশ দখলে ছিল এই সিনেমার।সেই হিসেবে খুব একটা খারাপ শুরু করেনি ওএমজি ২ সিনেমাটি। যেখানে অক্ষয় আর ইমরান হাশমির সেলফির প্রথম দিনের আয় ছিল মাত্র ২.৫৫ কোটি রুপি। উল্টো দিকে, একই দিনে মুক্তি পাওয়া সানি দেওলের গদরের প্রথম দিনের আয় ৪০ কোটি। এটিও ২০০২ সালের ব্লকবাস্টার হিট ‘গদর: এক প্রেম কথা’র সিকুয়েল। যাতে অভিনয় করেছেন সানি দেওল আর আমিশা প্যাটেল।
‘ওএমজি ২’ সিনেমায় শিব চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। মুক্তির আগে বেশ কিছু বিতর্কে জড়িয়েছিল সিনেমাটি। আদিপুরুষের মতো যাতে কোনও নতুন বিতর্ক উসকে না দেয় তাই সেদিকে নজর রেখে কড়া হয়েছিল সিবিএফসি। বাদ যায় সিনেমাটির বেশ কিছু দৃশ্য।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ওহ মাই গড-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে সিনেমাটির বাজেট ১৫০ কোটি রুপি। সিনেমাটি অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন–পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সময়টা ভালো যাচ্ছে না। ২০২২ সালের পরপর ফ্লপ ২০২৩ সালে এসেও তিনি কাটাতে পারেননি। ২০২৩ সালের প্রথম সিনেমা সেলফির ব্যর্থতার পর ওহ মাই গড এর সাফল্যের আশায় ছিলেন অক্ষয় কুমারের ভক্তরা। প্রথম দিনে বক্স অফিসে দাপট দেখাতে না পারলেও আশা জাগাচ্ছে সিনেমাটি।
গতকাল শুক্রবার সিনেমাটি মুক্তি পাওয়ার পর হল ফেরত দর্শকদের সমালোচনা সিনেমাটির পক্ষে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুসারে ওএমজি ২-এর প্রথম দিনের আয় ৯.৫০ কোটি রুপি ছাড়িয়েছে। গতকাল শুক্রবার হিন্দি সিনেমার বাজারের ৩৭.৫৩ শতাংশ দখলে ছিল এই সিনেমার।সেই হিসেবে খুব একটা খারাপ শুরু করেনি ওএমজি ২ সিনেমাটি। যেখানে অক্ষয় আর ইমরান হাশমির সেলফির প্রথম দিনের আয় ছিল মাত্র ২.৫৫ কোটি রুপি। উল্টো দিকে, একই দিনে মুক্তি পাওয়া সানি দেওলের গদরের প্রথম দিনের আয় ৪০ কোটি। এটিও ২০০২ সালের ব্লকবাস্টার হিট ‘গদর: এক প্রেম কথা’র সিকুয়েল। যাতে অভিনয় করেছেন সানি দেওল আর আমিশা প্যাটেল।
‘ওএমজি ২’ সিনেমায় শিব চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। মুক্তির আগে বেশ কিছু বিতর্কে জড়িয়েছিল সিনেমাটি। আদিপুরুষের মতো যাতে কোনও নতুন বিতর্ক উসকে না দেয় তাই সেদিকে নজর রেখে কড়া হয়েছিল সিবিএফসি। বাদ যায় সিনেমাটির বেশ কিছু দৃশ্য।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ওহ মাই গড-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে সিনেমাটির বাজেট ১৫০ কোটি রুপি। সিনেমাটি অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন–পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
১ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৩ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৭ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৬ ঘণ্টা আগে