সেপ্টেম্বরে বাজারে আসার অপেক্ষায় থাকা অ্যাপলের আইফোন ১৫ সিরিজ নিয়ে অনেক তথ্য এর মধ্যে ফাঁস হয়েছে। এবার এর কভারের ডিজাইন কেমন হতে পারে তা নিয়ে আকর্ষণীয় সব ছবি ফাঁস হয়েছে বলে ফোর্বসের এক প্রতিবেদন থেকে জানা গেছে।
এক্স প্লাটফর্মে প্রযুক্তিবিষয়ক অ্যাকাউন্ট ‘মাজিন বু’-এ আইফোন ১৫ প্রোর কভারের ছবি ফাঁস করেছে। ধারণা করা হচ্ছে, আইফোন ১৫ প্রো মডেলে বিতর্কিত অ্যাকশন বাটন থাকবে। বাটনটি অ্যাপল ওয়াচ আল্ট্রা থেকে অনুপ্রাণিত হয়ে ব্যবহার করা হয়েছে। অ্যাকশন বাটনটি আইফোন ১৫ প্রোর মিউট বাটনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে।
আইওস ১৭-এর বেটা ৪ ভার্সনের একটি কোড থেকে জানা যায়, বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে বাটনটি কাজ করতে পারবে। অ্যাক্সেসিবিলিটি, ক্যামেরা, ফ্লাশলাইট, ফোকাস, ম্যাগনিফাইয়ার, শর্টকাট, সাইলেন্ট মোড, ট্রান্সলেট, ভয়েস মেমো ফাংশনসহ বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে বাটনটির কাজ করার সক্ষমতা রয়েছে।
অ্যাকশন বাটনটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। কারণ এর ডিজাইন ফ্ল্যাট। আগের মতো মাসল মেমোরি দিয়ে মিউট সুইচ স্পর্শ করা সহজ হবে না। তবে বাটনটি কম নড়চড় করবে। তাই এটি টেকসই ও পানিনিরোধক হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ‘আউস ইউনিভার্স’ অ্যাকাউন্ট থেকে আইফোন ১৫ প্রোর ডামি ছবি টুইট করা হয়। আর ‘নাইনটুফাইভম্যাক’ ও ‘ইউক্স ১১২২’ অ্যাকাউন্ট থেকে আইফোন ১৫ প্রোর বেজেলের ছবি ফাঁস করা হয়। আইফোন ১৫ প্রোর বেজেল আইফোন ১৪ থেকে আর্কষণীয় হবে বলে মনে করা হচ্ছে।
অ্যাপলের সমালোচকেরা বলছেন, অ্যাপলের উদ্ভাবনের ক্ষমতা কমে গেছে। তাই অ্যাপল ফোনের বেজেল নিয়ে পড়ে আছে। কিন্তু অ্যাপলের অনেক দিনের লক্ষ্য ছিল বেজেলের উন্নয়ন করা। এই পরিবর্তনের ফলে আইফোন ১৫ প্রোর ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে।
আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসে ডাইনামিক আইল্যান্ড থাকবে। এই সিরিজে চিপসেট হিসেবে এ১৬ বায়োনিক চিপ ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। আইফোন ১৫ মডেলের প্রতিটি ফোনে লাইটনিং ক্যাবলের জায়গায় ইউএসবি সি টাইপ থাকতে পারে।
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের ক্রেতারা বড় ডিসপ্লে (৬ দশমিক ১২ ও ৬ দশমিক ৬৯ ইঞ্চি) পাবে। চিকন বেজেলের জন্য এই বড় ডিসপ্লে সম্ভব। মডেল দুটিতে এ১৭ বায়োনিক চিপ, হালকা টাইটেনিয়াম চ্যাসিস, উন্নত আল্ট্রা ওয়াইড ব্যান্ড, স্ট্যাকড ব্যাটারি ওয়াইফাই ৬ই ও আগের চেয়ে বেশি র্যাম থাকবে। অনেক নতুন বৈশিষ্ট্য নিয়ে আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো বাজারে আসছে। তাই এর দাম বাড়ার সম্ভাবনাই বেশি।
সেপ্টেম্বরে বাজারে আসার অপেক্ষায় থাকা অ্যাপলের আইফোন ১৫ সিরিজ নিয়ে অনেক তথ্য এর মধ্যে ফাঁস হয়েছে। এবার এর কভারের ডিজাইন কেমন হতে পারে তা নিয়ে আকর্ষণীয় সব ছবি ফাঁস হয়েছে বলে ফোর্বসের এক প্রতিবেদন থেকে জানা গেছে।
এক্স প্লাটফর্মে প্রযুক্তিবিষয়ক অ্যাকাউন্ট ‘মাজিন বু’-এ আইফোন ১৫ প্রোর কভারের ছবি ফাঁস করেছে। ধারণা করা হচ্ছে, আইফোন ১৫ প্রো মডেলে বিতর্কিত অ্যাকশন বাটন থাকবে। বাটনটি অ্যাপল ওয়াচ আল্ট্রা থেকে অনুপ্রাণিত হয়ে ব্যবহার করা হয়েছে। অ্যাকশন বাটনটি আইফোন ১৫ প্রোর মিউট বাটনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে।
আইওস ১৭-এর বেটা ৪ ভার্সনের একটি কোড থেকে জানা যায়, বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে বাটনটি কাজ করতে পারবে। অ্যাক্সেসিবিলিটি, ক্যামেরা, ফ্লাশলাইট, ফোকাস, ম্যাগনিফাইয়ার, শর্টকাট, সাইলেন্ট মোড, ট্রান্সলেট, ভয়েস মেমো ফাংশনসহ বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে বাটনটির কাজ করার সক্ষমতা রয়েছে।
অ্যাকশন বাটনটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। কারণ এর ডিজাইন ফ্ল্যাট। আগের মতো মাসল মেমোরি দিয়ে মিউট সুইচ স্পর্শ করা সহজ হবে না। তবে বাটনটি কম নড়চড় করবে। তাই এটি টেকসই ও পানিনিরোধক হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ‘আউস ইউনিভার্স’ অ্যাকাউন্ট থেকে আইফোন ১৫ প্রোর ডামি ছবি টুইট করা হয়। আর ‘নাইনটুফাইভম্যাক’ ও ‘ইউক্স ১১২২’ অ্যাকাউন্ট থেকে আইফোন ১৫ প্রোর বেজেলের ছবি ফাঁস করা হয়। আইফোন ১৫ প্রোর বেজেল আইফোন ১৪ থেকে আর্কষণীয় হবে বলে মনে করা হচ্ছে।
অ্যাপলের সমালোচকেরা বলছেন, অ্যাপলের উদ্ভাবনের ক্ষমতা কমে গেছে। তাই অ্যাপল ফোনের বেজেল নিয়ে পড়ে আছে। কিন্তু অ্যাপলের অনেক দিনের লক্ষ্য ছিল বেজেলের উন্নয়ন করা। এই পরিবর্তনের ফলে আইফোন ১৫ প্রোর ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে।
আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসে ডাইনামিক আইল্যান্ড থাকবে। এই সিরিজে চিপসেট হিসেবে এ১৬ বায়োনিক চিপ ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। আইফোন ১৫ মডেলের প্রতিটি ফোনে লাইটনিং ক্যাবলের জায়গায় ইউএসবি সি টাইপ থাকতে পারে।
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের ক্রেতারা বড় ডিসপ্লে (৬ দশমিক ১২ ও ৬ দশমিক ৬৯ ইঞ্চি) পাবে। চিকন বেজেলের জন্য এই বড় ডিসপ্লে সম্ভব। মডেল দুটিতে এ১৭ বায়োনিক চিপ, হালকা টাইটেনিয়াম চ্যাসিস, উন্নত আল্ট্রা ওয়াইড ব্যান্ড, স্ট্যাকড ব্যাটারি ওয়াইফাই ৬ই ও আগের চেয়ে বেশি র্যাম থাকবে। অনেক নতুন বৈশিষ্ট্য নিয়ে আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো বাজারে আসছে। তাই এর দাম বাড়ার সম্ভাবনাই বেশি।
মেটার নতুন সুপারইনটেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানী হিসেবে নিয়োগ পেলেন চ্যাটজিপিটির সহনির্মাতা শেংইয়া ঝাও। গত শুক্রবার (২৫ জুলাই) থ্রেডসে এ তথ্য জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
২ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনতে যাচ্ছে মেটা। অ্যান্ড্রয়েড অ্যাপে পরীক্ষা-নিরীক্ষাধীন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে নিজেদের প্রোফাইল ছবি ইমপোর্ট করতে পারবেন। ফলে প্রোফাইল সেটআপ আরও সহজ হবে। মেটার মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে...
২ ঘণ্টা আগেদুই দশক পর প্রথমবারের মতো নিজের নাম লিখতে সক্ষম হয়েছেন এক পক্ষাঘাতগ্রস্ত নারী। তাও শুধু চিন্তার মাধ্যমে। এই অবিশ্বাস্য অর্জন সম্ভব হয়েছে নিউরালিংক কোম্পানির উদ্ভাবিত উন্নত ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির সাহায্যে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের বা ১ হাজার ৬৫০ কোটি ডলারের চিপ সরবরাহ চুক্তি করেছে টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। আজ সোমবার (২৮ জুলাই) এক্সে এ তথ্য জানিয়েছেন টেসলার প্রধান ইলন মাস্ক।
৪ ঘণ্টা আগে