আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের বা ১ হাজার ৬৫০ কোটি ডলারের চিপ সরবরাহ চুক্তি করেছে টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। আজ সোমবার (২৮ জুলাই) এক্সে এ তথ্য জানিয়েছেন টেসলার প্রধান ইলন মাস্ক। এই ঘোষণার পরই স্যামসাংয়ের শেয়ারের দাম ৬ শতাংশের বেশি বেড়ে যায়।
ইলন মাস্ক বলেন, ‘স্যামসাংয়ের টেক্সাসে নির্মাণাধীন বিশাল ফ্যাব (চিপ তৈরির কারখানা) টেসলার পরবর্তী প্রজন্মের এআই ৬ চিপ তৈরির জন্যই নিবেদিত থাকবে। এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি।’
বিশ্লেষকেরা বলছেন, মাস্ক যদি স্যামসাংয়ের টেক্সাস প্রকল্পের কথা বলেন, তবে বহু বিলম্বিত সেই প্রকল্পে নতুন গতি আনবে এই চুক্তি। কারণ, প্রকল্পটির কার্যক্রম ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে গেছে এবং বড় কোনো গ্রাহক না পাওয়ায় স্যামসাং এএসএমএলের অত্যাধুনিক যন্ত্রপাতি আনতে দেরি করছে।
মাস্ক আরও জানান, ‘চিপ উৎপাদনে দক্ষতা বাড়াতে সরাসরি সহায়তা দেবে টেসলা। আমি নিজেই লাইন পরিদর্শন করব, যাতে উৎপাদনের গতি বাড়ানো যায়। ফ্যাবটি আমার বাড়ি থেকেও খুব দূরে নয়, যা বাড়তি সুবিধা।’
যদিও এআই ৬ চিপ কবে থেকে উৎপাদন শুরু হবে, তা নির্দিষ্ট করা হয়নি। তবে মাস্ক এর আগে বলেছিলেন, এআই ৫ চিপ ২০২৬ সালের শেষদিকে উৎপাদিত হবে। ধারণা করা হচ্ছে, এআই ৬ চিপ তার পরে বাজারে আসবে।
বর্তমানে টেসলার এ১৪ চিপ উৎপাদন করে স্যামসাং। টেসলার ফুল সেলফ ড্রাইভিং সিস্টেমে ব্যবহৃত হয় চিপটি। এআই ১৫ চিপের প্রাথমিক উৎপাদন করছে তাইওয়ানের টিএসএমসি। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা কারখানাতেও এই চিপ উৎপাদন হবে বলে জানিয়েছেন মাস্ক।
এর আগে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি চিপ সরবরাহ চুক্তি করেছে স্যামসাং। তবে গ্রাহকের অনুরোধে নাম প্রকাশ করেনি।
বিশ্লেষকেরা বলছেন, এ চুক্তি স্যামসাংয়ের লোকসানে থাকা ফাউন্ড্রি বা চিপ ব্যবসায় স্বস্তি আনবে। কিওউম সিকিউরিটিজের বিশ্লেষক পাক ইউয়াক জানান, ২০২৫ সালের প্রথমার্ধে স্যামসাংয়ের ফাউন্ড্রি ব্যবসায় ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বেশি লোকসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে স্যামসাং বৈশ্বিক ফাউন্ড্রি বাজারে ৮ শতাংশ বাজার শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর শীর্ষে থাকা টিএসএমসির শেয়ার ৬৭ শতাংশ।
বিশ্লেষকদের মতে, অ্যাপল, এনভিডিয়া ও কোয়ালকমের মতো বড় গ্রাহকদের হারানোর ফলে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটি বর্তমানে এআই চিপ উৎপাদনের দৌড়ে টিএসএমসি ও এসকে হাইনিক্সের চেয়ে পিছিয়ে রয়েছে, যা তাদের লাভ ও শেয়ার মূল্যে প্রভাব ফেলেছে।
যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের বা ১ হাজার ৬৫০ কোটি ডলারের চিপ সরবরাহ চুক্তি করেছে টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। আজ সোমবার (২৮ জুলাই) এক্সে এ তথ্য জানিয়েছেন টেসলার প্রধান ইলন মাস্ক। এই ঘোষণার পরই স্যামসাংয়ের শেয়ারের দাম ৬ শতাংশের বেশি বেড়ে যায়।
ইলন মাস্ক বলেন, ‘স্যামসাংয়ের টেক্সাসে নির্মাণাধীন বিশাল ফ্যাব (চিপ তৈরির কারখানা) টেসলার পরবর্তী প্রজন্মের এআই ৬ চিপ তৈরির জন্যই নিবেদিত থাকবে। এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি।’
বিশ্লেষকেরা বলছেন, মাস্ক যদি স্যামসাংয়ের টেক্সাস প্রকল্পের কথা বলেন, তবে বহু বিলম্বিত সেই প্রকল্পে নতুন গতি আনবে এই চুক্তি। কারণ, প্রকল্পটির কার্যক্রম ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে গেছে এবং বড় কোনো গ্রাহক না পাওয়ায় স্যামসাং এএসএমএলের অত্যাধুনিক যন্ত্রপাতি আনতে দেরি করছে।
মাস্ক আরও জানান, ‘চিপ উৎপাদনে দক্ষতা বাড়াতে সরাসরি সহায়তা দেবে টেসলা। আমি নিজেই লাইন পরিদর্শন করব, যাতে উৎপাদনের গতি বাড়ানো যায়। ফ্যাবটি আমার বাড়ি থেকেও খুব দূরে নয়, যা বাড়তি সুবিধা।’
যদিও এআই ৬ চিপ কবে থেকে উৎপাদন শুরু হবে, তা নির্দিষ্ট করা হয়নি। তবে মাস্ক এর আগে বলেছিলেন, এআই ৫ চিপ ২০২৬ সালের শেষদিকে উৎপাদিত হবে। ধারণা করা হচ্ছে, এআই ৬ চিপ তার পরে বাজারে আসবে।
বর্তমানে টেসলার এ১৪ চিপ উৎপাদন করে স্যামসাং। টেসলার ফুল সেলফ ড্রাইভিং সিস্টেমে ব্যবহৃত হয় চিপটি। এআই ১৫ চিপের প্রাথমিক উৎপাদন করছে তাইওয়ানের টিএসএমসি। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা কারখানাতেও এই চিপ উৎপাদন হবে বলে জানিয়েছেন মাস্ক।
এর আগে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি চিপ সরবরাহ চুক্তি করেছে স্যামসাং। তবে গ্রাহকের অনুরোধে নাম প্রকাশ করেনি।
বিশ্লেষকেরা বলছেন, এ চুক্তি স্যামসাংয়ের লোকসানে থাকা ফাউন্ড্রি বা চিপ ব্যবসায় স্বস্তি আনবে। কিওউম সিকিউরিটিজের বিশ্লেষক পাক ইউয়াক জানান, ২০২৫ সালের প্রথমার্ধে স্যামসাংয়ের ফাউন্ড্রি ব্যবসায় ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বেশি লোকসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে স্যামসাং বৈশ্বিক ফাউন্ড্রি বাজারে ৮ শতাংশ বাজার শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর শীর্ষে থাকা টিএসএমসির শেয়ার ৬৭ শতাংশ।
বিশ্লেষকদের মতে, অ্যাপল, এনভিডিয়া ও কোয়ালকমের মতো বড় গ্রাহকদের হারানোর ফলে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটি বর্তমানে এআই চিপ উৎপাদনের দৌড়ে টিএসএমসি ও এসকে হাইনিক্সের চেয়ে পিছিয়ে রয়েছে, যা তাদের লাভ ও শেয়ার মূল্যে প্রভাব ফেলেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
১৮ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৩ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ দিন আগে