Ajker Patrika

মেটার সুপারইনটেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানী হলেন চ্যাটজিপিটির সহনির্মাতা

অনলাইন ডেস্ক
ঝাও ছিলেন ওপেনএআইয়ের একজন গবেষক ও বিজ্ঞানী।  ছবি: গিগাস্কেল ডট কম
ঝাও ছিলেন ওপেনএআইয়ের একজন গবেষক ও বিজ্ঞানী। ছবি: গিগাস্কেল ডট কম

মেটার নতুন সুপারইনটেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানী হিসেবে নিয়োগ পেলেন চ্যাটজিপিটির সহনির্মাতা শেংইয়া ঝাও। গত শুক্রবার (২৫ জুলাই) থ্রেডসে এ তথ্য জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

এক্সে জাকারবার্গ লেখেন, ‘এই ভূমিকায় শেংইয়া আমাদের নতুন ল্যাবের গবেষণা এজেন্ডা ও বৈজ্ঞানিক দিকনির্দেশনা নির্ধারণ করবেন এবং সরাসরি আমার ও অ্যালেক্সের সঙ্গে কাজ করবেন তিনি।’ এখানে ‘অ্যালেক্স’ বলতে তিনি মেটার চিফ এআই অফিসার আলেকজান্ড্র ওয়াংকে বোঝান। অ্যালেক্স ওয়াং নিজের স্টার্টআপ স্কেল এআই থেকে মেটায় যোগ দিয়েছেন।

ঝাও ছিলেন ওপেনএআইয়ের একজন গবেষক ও বিজ্ঞানী। তিনি চ্যাটজিপিটি, জিপিটি-৪–সহ ওপেনএআইয়ের বেশ কয়েকটি মিনি মডেল (যেমন: ৪.১ ও ওথ্রি) তৈরিতে সহনির্মাতা হিসেবে কাজ করেছেন।

সম্প্রতি ওপেনএআই থেকে মেটায় যোগদান করা গবেষকদের মধ্যে ঝাও একজন। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে শীর্ষ গবেষকদের আকৃষ্ট করতে জাকারবার্গ আগ্রাসী পদক্ষেপ নিয়েছেন। মেটা এখন সিলিকন ভ্যালির অন্যতম আকর্ষণীয় বেতনকাঠামো ও স্টার্টআপ চুক্তির প্রস্তাব দিচ্ছে। এই কৌশল এসেছে তাদের লামা ৪ মডেলের দুর্বল পারফরম্যান্সের পর।

সম্প্রতি সুপারইনটেলিজেন্স ল্যাব চালু করেছে মেটা। এই ল্যাবে লামা মডেলসহ ভবিষ্যতের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) নিয়ে গবেষণা করা হবে। জাকারবার্গের থ্রেডস পোস্ট অনুযায়ী, ঝাও এই ল্যাবের সহপ্রতিষ্ঠাতাও। এই ল্যাব মেটার আগে থেকে থাকা এআই গবেষণা বিভাগ ফেয়ার (ফেসবুক এআই রিসার্চ) থেকে আলাদা। এই বিভাগ পরিচালনা করেন ডিপ লার্নিংয়ের পথিকৃৎ ইয়ান লাকুন।

জাকারবার্গ বলেছেন, মেটার লক্ষ্য হচ্ছে, ‘পূর্ণ সাধারণ বুদ্ধিমত্তা’ তৈরি করা এবং তা ওপেন সোর্স হিসেবে উন্মুক্ত করে দেওয়া। এই কৌশল কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সম্প্রদায়ে প্রশংসা ও উদ্বেগ—উভয়ই তৈরি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত