আগামী মাসে অ্যাপল কোম্পানির নতুন সিরিজ আইফোন ১৫ প্রো মডেল বাজারে আসছে। আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে সোনালি ও গাড় বেগুনি রঙ থাকছে না। এই সিরিজে স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ব্যবহার করা হবে।
নতুন মডেল দুটিতে স্পেস ব্ল্যাক (কালো) ও সিলভার (রুপালি) রঙের পাশাপাশি ডার্ক ব্লু (গাড় নীল) ও টাইটান গ্রে (ধূসর) ব্যবহার করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘নাইন টু ফাইভ ম্যাক’ এর বরাত দিয়ে গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
আইফোন ১৫ প্রো মডেলে শক্তিশালী ৩ এনএম এ১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হতে পারে, যা ফোনটির কর্মক্ষমতা ও ব্যাটারির দক্ষতা বৃদ্ধি করবে। আইফোন ১৫ প্রো ম্যাক্সে নতুন অপটিক্যাল জুমসহ পেরিস্কোপ ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গারমান এর আগে দাবি করেন, অ্যাপল আইফোন ১৫ প্রো মডেলে স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ব্যবহার করা হবে। এর ফলে ফোনগুলো আরও টেকসই ও হালকা হবে। তিনি বলছেন, আইফোন ১৫ সিরিজ সেপ্টেম্বরের ১২ তারিখে বাজারে চালু করা হবে।
এদিকে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেল দুটি কাল, নীল, সবুজ, গোলাপী ও হলুদ রঙে পাওয়া যাবে।
আইফোন ১৫ সিরিজের প্রতিটি ফোনে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। ইউএসবি টাইপ সি পোর্টের ফলে আইফোনে ডেটা ট্রান্সমিশনের গতি বেড়ে যাবে।
তথ্যসূত্র সঠিক হলে, ফোনগুলোর ডেটা ট্রান্সমিশনের গতি হবে ৪০ জিবিপিএস। ফোনটিতে আধুনিক ইউএসবি কানেক্টরসহ ৩৫ ওয়াটের চার্জার থাকবে। চারটি মডেলেই ডাইনামিক আইল্যান্ড ফিচারটি থাকবে।
আগামী মাসে অ্যাপল কোম্পানির নতুন সিরিজ আইফোন ১৫ প্রো মডেল বাজারে আসছে। আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে সোনালি ও গাড় বেগুনি রঙ থাকছে না। এই সিরিজে স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ব্যবহার করা হবে।
নতুন মডেল দুটিতে স্পেস ব্ল্যাক (কালো) ও সিলভার (রুপালি) রঙের পাশাপাশি ডার্ক ব্লু (গাড় নীল) ও টাইটান গ্রে (ধূসর) ব্যবহার করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘নাইন টু ফাইভ ম্যাক’ এর বরাত দিয়ে গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
আইফোন ১৫ প্রো মডেলে শক্তিশালী ৩ এনএম এ১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হতে পারে, যা ফোনটির কর্মক্ষমতা ও ব্যাটারির দক্ষতা বৃদ্ধি করবে। আইফোন ১৫ প্রো ম্যাক্সে নতুন অপটিক্যাল জুমসহ পেরিস্কোপ ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গারমান এর আগে দাবি করেন, অ্যাপল আইফোন ১৫ প্রো মডেলে স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ব্যবহার করা হবে। এর ফলে ফোনগুলো আরও টেকসই ও হালকা হবে। তিনি বলছেন, আইফোন ১৫ সিরিজ সেপ্টেম্বরের ১২ তারিখে বাজারে চালু করা হবে।
এদিকে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেল দুটি কাল, নীল, সবুজ, গোলাপী ও হলুদ রঙে পাওয়া যাবে।
আইফোন ১৫ সিরিজের প্রতিটি ফোনে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। ইউএসবি টাইপ সি পোর্টের ফলে আইফোনে ডেটা ট্রান্সমিশনের গতি বেড়ে যাবে।
তথ্যসূত্র সঠিক হলে, ফোনগুলোর ডেটা ট্রান্সমিশনের গতি হবে ৪০ জিবিপিএস। ফোনটিতে আধুনিক ইউএসবি কানেক্টরসহ ৩৫ ওয়াটের চার্জার থাকবে। চারটি মডেলেই ডাইনামিক আইল্যান্ড ফিচারটি থাকবে।
ফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
১ ঘণ্টা আগেচীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম।
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন মানুষের কণ্ঠ ও চেহারা অন্যায়ভাবে ব্যবহার না করে, তা নিয়ে ২০২৪ সালে বিক্ষোভ করে হলিউডের শক্তিশালী শ্রমিক ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। তাই গত বছরের শেষ দিকে এক চুক্তির মাধ্যমে শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হয়। তবে বোঝাই যাচ্ছিল, সিনেমাশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার
১৭ ঘণ্টা আগেআশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল স্কাইনেট নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে সচেতন হয়ে উঠে এবং মানবজাতিকে ধ্বংস করতে উদ্যোগী হয়। তখন সেটি ছিল নিছক বিজ্ঞান কল্পকাহিনি। তবে সময় বদলেছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কল্পকাহিনির বিষয় নয়, তা বাস্তব হয়ে উঠছে।
১৯ ঘণ্টা আগে