অনলাইন ডেস্ক
বরাবরের মতো এবারও আইফোনের নতুন সিরিজ সেপ্টেম্বরে বাজারে আনছে অ্যাপল। আগামী ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোতে এক অনুষ্ঠানে আইফোন ১৫ সিরিজ ছাড়া হবে বলে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
ইউরোপে নতুন সাইবার নিরাপত্তা আইনের সঙ্গে ভারসাম্য রাখতে এ বছরের আইফোনে বেশ কিছু নতুন ফিচার আসবে বলে ধারণা করা হচ্ছে। স্কাই নিউজের প্রতিবেদন অনুসারে এই ইভেন্টে যেসব চমক থাকতে পারে তা নিয়ে আলোচনা করা হল।
আইফোন ১৫
এই বছরের স্ট্যান্ডার্ড আইফোন মডেলটি আবারও দুটি সাইজে আসবে- আইফোন রেগুলার ও আইফোন প্লাস। তবে দুই বছর আগের ছোট সাইজের মডেলটি আসার সম্ভাবনা নেই।
এই সিরিজে সবচেয়ে বড় পরিবর্তন আসছে চার্জিং পোর্টে। এবারই প্রথম আইফোনে কাস্টম লাইটিং পোর্টের পরিবর্তে ইউএসবি–সি পোর্ট দেখা যাবে। ইউরোপের নতুন আইনের জন্য এই পরিবর্তন করা হবে বলে কোম্পানিটি নিশ্চিত করেছে। এই পরিবর্তন আইফোনের ১৫ সিরিজের প্রতিটি মডেলেই আনা হবে। তাই ব্যবহারকারী একাধিক ক্যাবল বহন করতে হবে না। অন্যান্য সি–পোর্ট বিশিষ্ট ডিভাইসের জন্য এক ক্যাবলই যথেষ্ট। তবে ব্যবহারকারীর লাইটিং ক্যাবল বিশিষ্ট অন্যান্য অ্যাক্সেসরিজ থাকলে সে ক্ষেত্রে সমস্যা হবে।
এ ছাড়া আইফোন ১৫ সিরিজে ডাইনামিক আইল্যান্ড থাকবে। এই ফিচার ফোনের ওপরের নচটিকে স্ক্রিনের একটি ছোট কাটআউট দিয়ে প্রতিস্থাপন করে।
নতুন ফোনগুলো অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম পাবে। গত মে মাসে এই আইওস প্রকাশ্যে আনে অ্যাপল। এআইয়ের মাধ্যমে নিজের কণ্ঠের ক্লোন বা নকল করার নতুন ফিচারও থাকছে নতুন আইফোন সিরিজে।
আইফোন ১৫ প্রো মডেলে যা যা থাকছে
নতুন চিপ আইফোনকে উন্নত ক্যামেরা ও বাড়তি ব্যাটারি সক্ষমতা দেবে। ওজন কমানোর জন্য মডেলগুলোতে স্টিলের পরিবর্তে টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে।
অ্যাপল ওয়াচের অ্যাকশন বাটনকে নতুন নাম দিয়ে আইফোনে নিয়ে আসা হতে পারে। বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে বাটনটি কাজ করতে পারবে। অ্যাক্সেসিবিলিটি, ক্যামেরা, ফ্লাশলাইট, ফোকাস, ম্যাগনিফাইয়ার, শর্টকাট, সাইলেন্ট মোড, ট্রান্সলেট, ভয়েস মেমো ফাংশনসহ বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে বাটনটির কাজ করার সক্ষমতা রয়েছে।
অ্যাপলের ওয়াচ আল্ট্রার নামের সঙ্গে মিল রেখে অ্যাপলের সবচেয়ে দামি মডেল প্রো ম্যাক্সকে আলট্রা নামকরণ করা হতে পারে।
অ্যাপলের ঘড়ি
এই বছরের অ্যাপলের ঘড়ি নিয়ে তেমন কোনো তথ্য ফাঁস হয়নি। অ্যাপল কোম্পানির এটি নবম ঘড়ি হলেও এর কোনো উল্লেখ্যযোগ্য পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে।
সাধারণত ব্যবহারকারীরা অ্যাপল ওয়াচ ব্যায়ামের জন্য ব্যবহার করে। তাদেরকে টার্গেট করেই অ্যাপল ওয়াচ তৈরি করা হয়। অ্যাপল ওয়াচের গ্রাহকরা আরও বড় ডিসপ্লে ও বেশি ব্যাটারি লাইফ চায়। এত ছোট ডিভাইসের এত বেশি দাম নিয়ে আলোচনা উঠছে। সব মিলিয়ে অ্যাপল ওয়াচের নতুন মডেল আসা জরুরি হয়ে পড়েছে।
নতুন এয়ারপড
আইফোনের নতুন মডেলের সঙ্গে নতুন এয়ারপড আনবে অ্যাপল। কোম্পানিটি এমন এয়ারপড আনবে যার চাজিং কেসে ইউএসবি–সি পোর্ট থাকবে।
এয়ারপডের স্টান্ডার্ড নাকি প্রো কোনো ভার্সনে অ্যাপল ফোকাস করবে তা জানা যায়নি। আবার দুই ভার্সনে একই সঙ্গে এই আপডেট পাওয়া যেতে পারে।
লাইটনিং ক্যাবল পরিবর্তন করার কারণে ভবিষ্যতে ওভার–এয়ার ম্যাক্স হেডফোনেও আপডেট আসতে পারে। সেই সঙ্গে ম্যাকের কিবোর্ড, মাউস ও ট্র্যাকপ্যাডের মত অ্যাক্সেসরিজেরও পরিবর্তন আসতে পারে।
ইভেন্ট নিয়ে আরও তথ্য
সাধারণত আইপ্যাড ও ম্যাকের জন্য আলাদা লঞ্চিং ইভেন্ট রাখে অ্যাপল। তবে এইবার নতুন এম ৩ চিপ এই ইভেন্টে দেখা যেতে পারে।
এই ইভেন্টে অ্যাপল ভিশন প্রো হেডসেটটিও সম্পর্কেও তথ্য থাকতে পারে। যার দাম ২ হাজার ৮০০ পাউন্ড।
বরাবরের মতো এবারও আইফোনের নতুন সিরিজ সেপ্টেম্বরে বাজারে আনছে অ্যাপল। আগামী ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোতে এক অনুষ্ঠানে আইফোন ১৫ সিরিজ ছাড়া হবে বলে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
ইউরোপে নতুন সাইবার নিরাপত্তা আইনের সঙ্গে ভারসাম্য রাখতে এ বছরের আইফোনে বেশ কিছু নতুন ফিচার আসবে বলে ধারণা করা হচ্ছে। স্কাই নিউজের প্রতিবেদন অনুসারে এই ইভেন্টে যেসব চমক থাকতে পারে তা নিয়ে আলোচনা করা হল।
আইফোন ১৫
এই বছরের স্ট্যান্ডার্ড আইফোন মডেলটি আবারও দুটি সাইজে আসবে- আইফোন রেগুলার ও আইফোন প্লাস। তবে দুই বছর আগের ছোট সাইজের মডেলটি আসার সম্ভাবনা নেই।
এই সিরিজে সবচেয়ে বড় পরিবর্তন আসছে চার্জিং পোর্টে। এবারই প্রথম আইফোনে কাস্টম লাইটিং পোর্টের পরিবর্তে ইউএসবি–সি পোর্ট দেখা যাবে। ইউরোপের নতুন আইনের জন্য এই পরিবর্তন করা হবে বলে কোম্পানিটি নিশ্চিত করেছে। এই পরিবর্তন আইফোনের ১৫ সিরিজের প্রতিটি মডেলেই আনা হবে। তাই ব্যবহারকারী একাধিক ক্যাবল বহন করতে হবে না। অন্যান্য সি–পোর্ট বিশিষ্ট ডিভাইসের জন্য এক ক্যাবলই যথেষ্ট। তবে ব্যবহারকারীর লাইটিং ক্যাবল বিশিষ্ট অন্যান্য অ্যাক্সেসরিজ থাকলে সে ক্ষেত্রে সমস্যা হবে।
এ ছাড়া আইফোন ১৫ সিরিজে ডাইনামিক আইল্যান্ড থাকবে। এই ফিচার ফোনের ওপরের নচটিকে স্ক্রিনের একটি ছোট কাটআউট দিয়ে প্রতিস্থাপন করে।
নতুন ফোনগুলো অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম পাবে। গত মে মাসে এই আইওস প্রকাশ্যে আনে অ্যাপল। এআইয়ের মাধ্যমে নিজের কণ্ঠের ক্লোন বা নকল করার নতুন ফিচারও থাকছে নতুন আইফোন সিরিজে।
আইফোন ১৫ প্রো মডেলে যা যা থাকছে
নতুন চিপ আইফোনকে উন্নত ক্যামেরা ও বাড়তি ব্যাটারি সক্ষমতা দেবে। ওজন কমানোর জন্য মডেলগুলোতে স্টিলের পরিবর্তে টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে।
অ্যাপল ওয়াচের অ্যাকশন বাটনকে নতুন নাম দিয়ে আইফোনে নিয়ে আসা হতে পারে। বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে বাটনটি কাজ করতে পারবে। অ্যাক্সেসিবিলিটি, ক্যামেরা, ফ্লাশলাইট, ফোকাস, ম্যাগনিফাইয়ার, শর্টকাট, সাইলেন্ট মোড, ট্রান্সলেট, ভয়েস মেমো ফাংশনসহ বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে বাটনটির কাজ করার সক্ষমতা রয়েছে।
অ্যাপলের ওয়াচ আল্ট্রার নামের সঙ্গে মিল রেখে অ্যাপলের সবচেয়ে দামি মডেল প্রো ম্যাক্সকে আলট্রা নামকরণ করা হতে পারে।
অ্যাপলের ঘড়ি
এই বছরের অ্যাপলের ঘড়ি নিয়ে তেমন কোনো তথ্য ফাঁস হয়নি। অ্যাপল কোম্পানির এটি নবম ঘড়ি হলেও এর কোনো উল্লেখ্যযোগ্য পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে।
সাধারণত ব্যবহারকারীরা অ্যাপল ওয়াচ ব্যায়ামের জন্য ব্যবহার করে। তাদেরকে টার্গেট করেই অ্যাপল ওয়াচ তৈরি করা হয়। অ্যাপল ওয়াচের গ্রাহকরা আরও বড় ডিসপ্লে ও বেশি ব্যাটারি লাইফ চায়। এত ছোট ডিভাইসের এত বেশি দাম নিয়ে আলোচনা উঠছে। সব মিলিয়ে অ্যাপল ওয়াচের নতুন মডেল আসা জরুরি হয়ে পড়েছে।
নতুন এয়ারপড
আইফোনের নতুন মডেলের সঙ্গে নতুন এয়ারপড আনবে অ্যাপল। কোম্পানিটি এমন এয়ারপড আনবে যার চাজিং কেসে ইউএসবি–সি পোর্ট থাকবে।
এয়ারপডের স্টান্ডার্ড নাকি প্রো কোনো ভার্সনে অ্যাপল ফোকাস করবে তা জানা যায়নি। আবার দুই ভার্সনে একই সঙ্গে এই আপডেট পাওয়া যেতে পারে।
লাইটনিং ক্যাবল পরিবর্তন করার কারণে ভবিষ্যতে ওভার–এয়ার ম্যাক্স হেডফোনেও আপডেট আসতে পারে। সেই সঙ্গে ম্যাকের কিবোর্ড, মাউস ও ট্র্যাকপ্যাডের মত অ্যাক্সেসরিজেরও পরিবর্তন আসতে পারে।
ইভেন্ট নিয়ে আরও তথ্য
সাধারণত আইপ্যাড ও ম্যাকের জন্য আলাদা লঞ্চিং ইভেন্ট রাখে অ্যাপল। তবে এইবার নতুন এম ৩ চিপ এই ইভেন্টে দেখা যেতে পারে।
এই ইভেন্টে অ্যাপল ভিশন প্রো হেডসেটটিও সম্পর্কেও তথ্য থাকতে পারে। যার দাম ২ হাজার ৮০০ পাউন্ড।
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
৫ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
৬ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
৬ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
৯ ঘণ্টা আগে