Ajker Patrika

এআই নিয়ে জাপান-ইইউ অভিন্ন সুর

অনলাইন ডেস্ক
Thumbnail image

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রসঙ্গে জাপানের সঙ্গে অভিন্ন মতপ্রকাশ করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের ভ্যালুস ও ট্রান্সপারেন্সির ভাইস প্রেসিডেন্ট ভেরা জোউরোভা বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য দেন। 

ভেরা বলেন, জাপান যেভাবে এআই ও জেনারেটিভ এআইকে দেখছে, ইউরোপীয় ইউনিয়নও একইভাবে বিষয়টি বিবেচনা করছে। 

উদীয়মান এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন কঠোর এআই আইন তৈরি করেছে। এদিকে জাপান অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এই প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে নমনীয় নির্দেশনা তৈরি করেছে। 

এআই, সাইবার নিরাপত্তা ও চিপের মত অর্থনৈতিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের পরস্পর সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। 

কিয়োটোর ইন্টারনেট আইন সম্পর্কে জোউরোভা বলেন, তিনি সম্প্রতি চীনে সফর করেন এবং তাদের সঙ্গে মতের পার্থক্য দেখতে পান। কিন্তু জাপানের সঙ্গে আলোচনার সময় সাধারণ বিষয়গুলো একে অপরকে বুঝিয়ে দিতে হয়নি। 

সাতটি শিল্প শক্তির গ্রুপ হিরোশিমায় প্রতিষ্ঠিত একটি প্রক্রিয়ার আওতায় জেনারেটিভ এআই এর নির্দেশিকা তৈরি নিয়ে আলোচনা করছে।

এই আলোচনার মাধ্যমে এআই প্রযুক্তির ব্যবহারের কাঠামো তৈরি করা হচ্ছে। কিন্তু কোম্পানিগুলোর জন্য এআই ব্যবহারের আচরণবিধি তৈরি করতে আরও সময় প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত