অনলাইন ডেস্ক
একসময় ছিল, যখন কাগজে লেখা প্রিন্টই ছিল প্রযুক্তির বড় বিস্ময়। এরপর সময়ের সঙ্গে বদলেছে প্রযুক্তির রূপ—ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি হতে শুরু করেছে ছোটখাটো মডেল, খেলনা কিংবা যন্ত্রাংশ। তবে এখন ভবন নির্মাণেও জায়গা করে নিচ্ছে এই প্রযুক্তি। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাকস, এমনকি মঙ্গলগ্রহে বসবাসের জন্য পরীক্ষামূলক ঘর নির্মাণের পর এবার তৈরি হলো যুক্তরাষ্ট্রের প্রথম থ্রিডি প্রিন্টেড স্টারবাকস কফিশপ।
টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিল শহরে স্থাপন করা হয়েছে এই অভিনব স্টারবাকস। ২০২৪ সালের শেষ দিকে এর নির্মাণকাজ শুরু হয়। যদিও স্টারবাকস কর্তৃপক্ষ ভবনটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেনি। তবে স্থানীয় ফেসবুকভিত্তিক সংবাদমাধ্যম ব্রাউনসভিল টুডে জানিয়েছে, ২৮ এপ্রিল থেকে এখানে কফি পরিবেশন শুরু হতে পারে।
প্রকল্পটি বাস্তবায়ন করেছে জার্মান কোম্পানি পারি ৩ডি কনস্ট্রাকশন। এই প্রতিষ্ঠান এর আগেও ইউরোপের সবচেয়ে বড় আকারের থ্রিডি প্রিন্টেড ভবন নির্মাণ করেছে। ভবনটি নির্মাণে কোম্পানিটি ব্যবহার করেছে কোবড বিওডি–২ নামের থ্রিডি প্রিন্টার। এটি স্বয়ংক্রিয়ভাবে রোবটিক নোজল থেকে সিমেন্টজাতীয় পদার্থ নির্দিষ্ট নকশা অনুযায়ী স্তরে স্তরে প্রিন্ট করে ভবনের মূল কাঠামো তৈরি করে।
কাঠামোটি একবার প্রিন্ট করা শেষ হলে চূড়ান্তভাবে জানালা, বারান্দা ও অন্যান্য অভ্যন্তরীণ কাঠামো নির্মাণে মানুষেরই হাত লাগাতে হয়। ভবনটি একতলা ও এর আয়তন ১ হাজার ৪০০ বর্গফুট। ভবনটি মূলত পিকআপ ও ড্রাইভ-থ্রু (গাড়িতে বসে অর্ডার) অর্ডারের জন্য ব্যবহৃত হবে, বসে কফি খাওয়ার জন্য নয়।
২০২৩ সালের সরকারি লাইসেন্সের নথি অনুযায়ী, প্রকল্পটির বাজেট ধরা হয়েছিল প্রায় ১২ লাখ মার্কিন ডলার। যদিও চূড়ান্ত খরচ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।
যুক্তরাষ্ট্রে থ্রিডি প্রিন্টেড ভবনের যে জোয়ার চলছে, এটি তারই আরেকটি নজির। টেক্সাসের অন্য এলাকাতেও আইকন নামের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যেই বেশ কয়েকটি আবাসন প্রকল্প সম্পন্ন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য উলফ র্যাঞ্চ ও কমিউনিটি ফার্স্ট ভিলেজ।
এদিকে সম্প্রতি মাত্র ছয় ঘণ্টায় বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রেলস্টেশন নির্মাণ সম্পন্ন করেছে জাপান।
তথ্যসূত্র: নিউ অ্যাটলাস
একসময় ছিল, যখন কাগজে লেখা প্রিন্টই ছিল প্রযুক্তির বড় বিস্ময়। এরপর সময়ের সঙ্গে বদলেছে প্রযুক্তির রূপ—ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি হতে শুরু করেছে ছোটখাটো মডেল, খেলনা কিংবা যন্ত্রাংশ। তবে এখন ভবন নির্মাণেও জায়গা করে নিচ্ছে এই প্রযুক্তি। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাকস, এমনকি মঙ্গলগ্রহে বসবাসের জন্য পরীক্ষামূলক ঘর নির্মাণের পর এবার তৈরি হলো যুক্তরাষ্ট্রের প্রথম থ্রিডি প্রিন্টেড স্টারবাকস কফিশপ।
টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিল শহরে স্থাপন করা হয়েছে এই অভিনব স্টারবাকস। ২০২৪ সালের শেষ দিকে এর নির্মাণকাজ শুরু হয়। যদিও স্টারবাকস কর্তৃপক্ষ ভবনটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেনি। তবে স্থানীয় ফেসবুকভিত্তিক সংবাদমাধ্যম ব্রাউনসভিল টুডে জানিয়েছে, ২৮ এপ্রিল থেকে এখানে কফি পরিবেশন শুরু হতে পারে।
প্রকল্পটি বাস্তবায়ন করেছে জার্মান কোম্পানি পারি ৩ডি কনস্ট্রাকশন। এই প্রতিষ্ঠান এর আগেও ইউরোপের সবচেয়ে বড় আকারের থ্রিডি প্রিন্টেড ভবন নির্মাণ করেছে। ভবনটি নির্মাণে কোম্পানিটি ব্যবহার করেছে কোবড বিওডি–২ নামের থ্রিডি প্রিন্টার। এটি স্বয়ংক্রিয়ভাবে রোবটিক নোজল থেকে সিমেন্টজাতীয় পদার্থ নির্দিষ্ট নকশা অনুযায়ী স্তরে স্তরে প্রিন্ট করে ভবনের মূল কাঠামো তৈরি করে।
কাঠামোটি একবার প্রিন্ট করা শেষ হলে চূড়ান্তভাবে জানালা, বারান্দা ও অন্যান্য অভ্যন্তরীণ কাঠামো নির্মাণে মানুষেরই হাত লাগাতে হয়। ভবনটি একতলা ও এর আয়তন ১ হাজার ৪০০ বর্গফুট। ভবনটি মূলত পিকআপ ও ড্রাইভ-থ্রু (গাড়িতে বসে অর্ডার) অর্ডারের জন্য ব্যবহৃত হবে, বসে কফি খাওয়ার জন্য নয়।
২০২৩ সালের সরকারি লাইসেন্সের নথি অনুযায়ী, প্রকল্পটির বাজেট ধরা হয়েছিল প্রায় ১২ লাখ মার্কিন ডলার। যদিও চূড়ান্ত খরচ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।
যুক্তরাষ্ট্রে থ্রিডি প্রিন্টেড ভবনের যে জোয়ার চলছে, এটি তারই আরেকটি নজির। টেক্সাসের অন্য এলাকাতেও আইকন নামের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যেই বেশ কয়েকটি আবাসন প্রকল্প সম্পন্ন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য উলফ র্যাঞ্চ ও কমিউনিটি ফার্স্ট ভিলেজ।
এদিকে সম্প্রতি মাত্র ছয় ঘণ্টায় বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রেলস্টেশন নির্মাণ সম্পন্ন করেছে জাপান।
তথ্যসূত্র: নিউ অ্যাটলাস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপস্থাপক দিয়ে ছয় মাস ধরে অনুষ্ঠান চালিয়েছে অস্ট্রেলিয়ার এক রেডিও স্টেশন। তবে শ্রোতাদের মধ্যে কেউই বিষয়টি টের পায়নি। ‘ওয়ার্কডেজ উইথ থাই’ নামের অনুষ্ঠানটি সম্প্রচার হয় সিডনিভিত্তিক রেডিও স্টেশন সিএডিএ থেকে। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার...
৭ ঘণ্টা আগেনিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংসের জন্য প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের জন্য বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। এই ফান্ডিং রাউন্ডটি সম্পন্ন হলে এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাইভেট ফান্ডিং রাউন্ড হিসেবে বিবেচিত হবে।
৮ ঘণ্টা আগেচীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালি ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই...
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বিক্রির জন্য নির্ধারিত সব আইফোন চীন থেকে সরিয়ে ভারতে উৎপাদনের পরিকল্পনা করছে অ্যাপল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ হারে শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
১১ ঘণ্টা আগে