Ajker Patrika

বিসিএস স্বাস্থ্য: চিকিৎসকদের জন্য ৩ হাজার নতুন পদ

  • পদের অভাবে অনেকে পদোন্নতি ছাড়াই অবসরে।
  • ব্যাহত হচ্ছে চিকিৎসা শিক্ষা ও সেবা কার্যক্রম।
  • সরকারের বাড়তি কোনো খরচ হবে না।
  • মন্ত্রণালয়, অধিদপ্তরের ‘মহিলা’ হচ্ছে ‘নারী’।
শহীদুল ইসলাম, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১১: ৪৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা বড় সুখবর পেতে যাচ্ছেন। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দিতে চিকিৎসকদের জন্য ৩ হাজার ৩০টি সংখ্যাতিরিক্ত (সুপারনিউমারারি) পদ সৃষ্টি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অধ্যাপকের ১৫০টি, সহযোগী অধ্যাপকের ৮৫০ ও সহকারী অধ্যাপকের ২ হাজার ৩০টি পদ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আগামীকাল রোববার প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় ৩ হাজার ৩০টি পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপনের কথা রয়েছে। সচিব কমিটিতে পাঠানো স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, পদের অভাবে পদোন্নতির সুযোগ না থাকায় স্বাস্থ্য ক্যাডারে বিপুলসংখ্যক চিকিৎসককে মেডিকেল অফিসারের পদ থেকেই অবসরে যেতে হচ্ছে। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের স্থায়ী পদ কম থাকায় মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও বিশেষায়িত প্রতিষ্ঠানের চিকিৎসা শিক্ষা এবং সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রসঙ্গত, যথেষ্ট স্থায়ী পদ না থাকায় সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি করে প্রশাসন ও পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে আসছে সরকার।

চিকিৎসা শিক্ষার গুণগত মান বাড়ানো, বিপুলসংখ্যক রোগীর বিশেষায়িত ও ক্লিনিক্যাল সেবা নিশ্চিত করা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মক্ষেত্রের হতাশা দূর করে সামাজিক ও পেশাগত মর্যাদা বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য সংখ্যাতিরিক্ত পদগুলো সৃষ্টির প্রস্তাব করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। এতে স্বাস্থ্য উপদেষ্টার সম্মতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন শ্রেণিতে চিকিৎসকদের জন্য ৩৬ হাজার ৯২১টি ক্যাডার পদ রয়েছে। সহকারী অধ্যাপকের পদ রয়েছে ৩ হাজার ৫৯টি। এ ছাড়া সহযোগী অধ্যাপকের ১ হাজার ৯৬০ ও অধ্যাপকের ১ হাজার ৫৯টি পদ রয়েছে। অর্থাৎ বিসিএস পাসের পর চিকিৎসক হিসেবে চাকরিতে যোগ দিয়ে ৬ হাজার ৭৮ জন কর্মকর্তার মেডিকেল অফিসার থেকে ওপরের ওই ধাপগুলোতে পদোন্নতির সুযোগ রয়েছে। নতুন ৩ হাজার ৩০টি পদ সৃষ্টি হলে ৯ হাজার ১০৮ চিকিৎসকের পদোন্নতির সুযোগ তৈরি হবে।

সূত্র জানায়, চিকিৎসকদের পদোন্নতির জন্য সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম পর্যায়ে এক বছরের জন্য অস্থায়ীভাবে রাজস্ব খাতে ৩ হাজার ৩০টি পদ সৃষ্টির সম্মতি দিয়েছে। এরপর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগও শর্তসাপেক্ষে সম্মত হয়েছে এতে। এ বিষয়ে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের বেতন গ্রেড ভেটিংও নিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সংখ্যাতিরিক্ত পদে পদোন্নতিযোগ্য চিকিৎসকেরা ইতিমধ্যে সংশ্লিষ্ট গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন। ফলে নতুন ৩ হাজার ৩০টি পদ সৃষ্টি করে তাঁদের পদোন্নcতি দিলেও সরকারের বাড়তি কোনো খরচ হবে না।

‘মহিলা’ শব্দ বাদ, আসছে ‘নারী’

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, মহিলাবিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদ থেকে ‘মহিলা’ শব্দটি বাদ দিয়ে ‘নারী’ শব্দ যোগ করতে যাচ্ছে সরকার। নাম পরিবর্তনের এই প্রস্তাবও প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটিতে পাসের জন্য উত্থাপনের কথা রয়েছে।

সূত্র জানায়, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়টির নাম পরিবর্তন করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় করার প্রস্তাব করা হয়। এরপর গত বছরের ৭ জুলাই তৎকালীন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় সভা এবং গত ২৭ অক্টোবর মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার সভাপতিত্বে দ্বিতীয় আন্তমন্ত্রণালয় সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার নাম এবং কর্মকর্তার পদবির ক্ষেত্রে ‘নারী’ দিয়ে ‘মহিলা’ শব্দটি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত হয়।

নারী অধিকার আন্দোলনকর্মীদের অনেকে বলে আসছেন, মহিলা শব্দটি এখন আর সময়োপযোগী নয় এবং জেন্ডার সচেতনতার দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য।

১৯৮৯ সালে সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়কে ভাগ করে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলাবিষয়ক মন্ত্রণালয়—এ দুটি মন্ত্রণালয় গঠন করা হয়। ১৯৯৪ সালে শিশুবিষয়ক কার্যক্রম সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে স্থানান্তর করে মহিলাবিষয়ক মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির পর এর নামকরণ করা হয় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

আরও কিছু পদ সৃষ্টির প্রস্তাব

এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাংগঠনিক কাঠামোতে ৩৯টি পদ সৃষ্টি, পরিকল্পনা বিভাগের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৮৩ পদ সৃষ্টি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে পররাষ্ট্র ক্যাডারের নবসৃষ্ট ৪৭ পদের বিপরীতে স্বদেশভিত্তিক ৩০টি পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্টি, ৬টি আধুনিক খাদ্য পরীক্ষাগারের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ২৪ পদ সৃজন, সরকারি হওয়া ৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর জন্য ৭৮টি পদ সৃষ্টি ও নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদকে গ্রেড-১-এ উন্নীত করার প্রস্তাব পাসের জন্য প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটিতে উত্থাপনের কথা রয়েছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত