বিবিসি
ইরান ও ইসরায়েলকে নিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মাত্র এক দিনের ব্যবধানে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় সেই ঘোষণার কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে। এরই মধ্যে হোয়াইট হাউসের সাউথ লনে সংবাদমাধ্যমের সামনে ট্রাম্পের অশ্রাব্য ভাষা ব্যবহার ও প্রকাশ্য ক্ষোভের বহিঃপ্রকাশ—এই সংকট পরিস্থিতিতে তাঁর গভীর হতাশা ও রাগকে স্পষ্ট করেছে।
ট্রাম্প সাধারণত তাঁর রাগ প্রকাশ করেন ট্রুথ সোশ্যালের মতো প্ল্যাটফর্মে। সাংবাদিকদের সামনে তিনি সচরাচর ‘ডিলমেকার’ ইমেজ ধরে রাখেন। তবে আজ মঙ্গলবার সকালে তিনি বলেন, ‘আমরা এখন এমন দুই দেশের মুখোমুখি, যারা এত দিন ধরে যুদ্ধ করে আসছে যে তারা নিজেরাও জানে না, কী করছে।’
এই বাক্যের শেষাংশে তিনি এমন এক শব্দ ব্যবহার করেন, যা মার্কিন প্রেসিডেন্টের মুখে সচরাচর শোনা যায় না। বিশ্লেষকদের মতে, এটি শুধু কূটনৈতিক হতাশা নয়, বরং তাঁর একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক সাফল্য হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কার প্রকাশ।
ট্রাম্প দাবি করেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে যাবে। ইসরায়েল আনুষ্ঠানিক সম্মতি জানালেও পরে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া এবং ইসরায়েলের প্রতিক্রিয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ট্রাম্প একপর্যায়ে বলেন, ‘আমি পছন্দ করিনি যে যুদ্ধবিরতির পর ইসরায়েল সরাসরি হামলা চালাল।’
তিনি ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেন, ‘ইসরায়েল, বোমা ফেলো না। এটা করলে তা হবে একটি বড় লঙ্ঘন।’
মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানো ট্রাম্পের জন্য কেবল কূটনৈতিক সাফল্য নয়, ভবিষ্যৎ নির্বাচনের আগে বড় রাজনৈতিক পুঁজিও বটে। গাজা, ইউক্রেন, কঙ্গো বা ভারত-পাকিস্তান প্রসঙ্গে শান্তির কৃতিত্ব দাবি করলেও ইরান-ইসরায়েল যুদ্ধ থামানো হলে সেটি হতো সবচেয়ে তাৎপর্যপূর্ণ অর্জন। তাই বর্তমান সংঘাত থামাতে না পারলে তা ট্রাম্পের জন্য বিশ্বাসযোগ্যতা ও নেতৃত্বের প্রশ্নে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
ট্রাম্পের আজকের প্রকাশ্য রাগ, অশ্রাব্য ভাষা ও হতাশা কেবল রাজনৈতিক নাটকের অংশ নয়, বরং এটি বোঝায়, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পারায় নিজেও চাপের মধ্যে আছেন। যেসব কূটনৈতিক সাফল্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারে যেতে চাচ্ছিলেন, সেই ‘শান্তি’ এখন ক্রমশ ভেঙে পড়ছে।
আরও খবর পড়ুন:
ইরান ও ইসরায়েলকে নিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মাত্র এক দিনের ব্যবধানে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় সেই ঘোষণার কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে। এরই মধ্যে হোয়াইট হাউসের সাউথ লনে সংবাদমাধ্যমের সামনে ট্রাম্পের অশ্রাব্য ভাষা ব্যবহার ও প্রকাশ্য ক্ষোভের বহিঃপ্রকাশ—এই সংকট পরিস্থিতিতে তাঁর গভীর হতাশা ও রাগকে স্পষ্ট করেছে।
ট্রাম্প সাধারণত তাঁর রাগ প্রকাশ করেন ট্রুথ সোশ্যালের মতো প্ল্যাটফর্মে। সাংবাদিকদের সামনে তিনি সচরাচর ‘ডিলমেকার’ ইমেজ ধরে রাখেন। তবে আজ মঙ্গলবার সকালে তিনি বলেন, ‘আমরা এখন এমন দুই দেশের মুখোমুখি, যারা এত দিন ধরে যুদ্ধ করে আসছে যে তারা নিজেরাও জানে না, কী করছে।’
এই বাক্যের শেষাংশে তিনি এমন এক শব্দ ব্যবহার করেন, যা মার্কিন প্রেসিডেন্টের মুখে সচরাচর শোনা যায় না। বিশ্লেষকদের মতে, এটি শুধু কূটনৈতিক হতাশা নয়, বরং তাঁর একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক সাফল্য হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কার প্রকাশ।
ট্রাম্প দাবি করেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে যাবে। ইসরায়েল আনুষ্ঠানিক সম্মতি জানালেও পরে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া এবং ইসরায়েলের প্রতিক্রিয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ট্রাম্প একপর্যায়ে বলেন, ‘আমি পছন্দ করিনি যে যুদ্ধবিরতির পর ইসরায়েল সরাসরি হামলা চালাল।’
তিনি ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেন, ‘ইসরায়েল, বোমা ফেলো না। এটা করলে তা হবে একটি বড় লঙ্ঘন।’
মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানো ট্রাম্পের জন্য কেবল কূটনৈতিক সাফল্য নয়, ভবিষ্যৎ নির্বাচনের আগে বড় রাজনৈতিক পুঁজিও বটে। গাজা, ইউক্রেন, কঙ্গো বা ভারত-পাকিস্তান প্রসঙ্গে শান্তির কৃতিত্ব দাবি করলেও ইরান-ইসরায়েল যুদ্ধ থামানো হলে সেটি হতো সবচেয়ে তাৎপর্যপূর্ণ অর্জন। তাই বর্তমান সংঘাত থামাতে না পারলে তা ট্রাম্পের জন্য বিশ্বাসযোগ্যতা ও নেতৃত্বের প্রশ্নে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
ট্রাম্পের আজকের প্রকাশ্য রাগ, অশ্রাব্য ভাষা ও হতাশা কেবল রাজনৈতিক নাটকের অংশ নয়, বরং এটি বোঝায়, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পারায় নিজেও চাপের মধ্যে আছেন। যেসব কূটনৈতিক সাফল্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারে যেতে চাচ্ছিলেন, সেই ‘শান্তি’ এখন ক্রমশ ভেঙে পড়ছে।
আরও খবর পড়ুন:
ইসরায়েলের গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ৬১ হাজার ৯৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৮৮৬ জনের বেশি।
৯ মিনিট আগেনিউইয়র্কের ব্রুকলিনে এক রেস্তোরাঁয় বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার ভোরে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’-এ এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেপাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
৮ ঘণ্টা আগেগত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
১১ ঘণ্টা আগে