অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপস্থাপক দিয়ে ছয় মাস ধরে অনুষ্ঠান চালিয়েছে অস্ট্রেলিয়ার এক রেডিও স্টেশন। তবে শ্রোতাদের মধ্যে কেউই বিষয়টি টের পায়নি। ‘ওয়ার্কডেজ উইথ থাই’ নামের অনুষ্ঠানটি সম্প্রচার হয় সিডনিভিত্তিক রেডিও স্টেশন সিএডিএ থেকে। এই অনুষ্ঠান প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার, প্রতিদিন চার ঘণ্টা সংগীত সম্প্রচার করে। অনুষ্ঠানে হিপহপ, আরঅ্যান্ডবি ও পপসংগীতের সংমিশ্রণ থাকলেও কোথাও জানানো হয়নি যে উপস্থাপক ‘থাই’ আদৌ একজন মানুষ নন।
অস্ট্রেলিয়ার ফিন্যান্সিয়াল রিভিউ ও সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘থাই’-এর কণ্ঠ ও অবয়ব তৈরি করা হয়েছে সিএডিএর মূল প্রতিষ্ঠান এআরএন মিডিয়ার অর্থ বিভাগে কর্মরত একজন প্রকৃত কর্মীর আদলে। এআই ভয়েস তৈরির জন্য ব্যবহৃত হয়েছে ইলেভেনল্যাবস নামের একটি সফটওয়্যার।
‘ওয়ার্কডেজ উইথ থাই’ প্রথম দেখা যায় গত বছরের নভেম্বর মাসে সিএডিএর ওয়েবসাইটে। তবে অনুষ্ঠানে কিংবা স্টেশনের কোথাও উল্লেখ করা হয়নি যে, ‘থাই’ একটি এআই। বরং অনুষ্ঠানের বিবরণীতে বলা হয়েছে, ‘আমাদের মিউজিক বিশেষজ্ঞদের বাছাই করা গানগুলো শুনুন থাইয়ের সঙ্গে, যাতে আগে থেকেই আপনি বলেতে পারেন—‘আমি তো আগেই শুনেছিলাম!’
ফিন্যান্সিয়াল রিভিউর তথ্যমতে, অনুষ্ঠানটি অন্তত ৭২ হাজার শ্রোতার কাছে পৌঁছেছে।
তবে এআই উপস্থাপক নিয়ে সন্দেহ প্রকাশ করেন সিডনিভিত্তিক লেখক স্টেফানি কুম্বস। এক ব্লগপোস্টে তিনি লেখেন, ‘থাই-এর পুরো নাম কী? তিনি কে? কোথা থেকে এলেন? এই অনুষ্ঠানের উপস্থাপক সম্পর্কে কোথাও কোনো তথ্য নেই।
এরপর একটি অডিও বিশ্লেষণে দেখা যায়, বিভিন্ন পর্বে থাই একইভাবে ‘ওল্ড স্কুল’ শব্দটি উচ্চারণ করছেন, যা কণ্ঠটি কৃত্রিম হওয়ার ইঙ্গিত দেয়।
পরে এআরএনের প্রজেক্ট লিডার ফায়েদ তোহমে স্বীকার করেন, থাই আসলে এআই প্রযুক্তি দিয়ে তৈরি।
বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অব ভয়েস অ্যাক্টরসের ভাইস প্রেসিডেন্ট তেরেসা লিম। তিনি লিংকডইনে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার শ্রোতারা স্বচ্ছতা ও সত্য জানার অধিকার রাখেন। তাঁদের এমন একজন উপস্থাপকের প্রতি বিশ্বাস তৈরি হয়েছে, যা আদতে একজন কৃত্রিম সত্তা।’
এআরএন মিডিয়ার প্রধান নির্বাহী কিয়ারান ডেভিস বলেন, ‘আমরা বোঝার চেষ্টা করছি—আসল আর নকলের সীমারেখা কোথায়। তবে এটা নিশ্চিত, আমাদের রেডিও উপস্থাপকদের যে শক্তি, তা আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারছি।’
বিশ্বজুড়েই এআই-ভিত্তিক উপস্থাপক নিয়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি স্টেশন ও স্যাটেলাইট রেডিও প্ল্যাটফর্ম সিরিয়াস এক্সএম ইতিমধ্যে এআই উপস্থাপক নিয়ে কাজ শুরু করেছে। তবে এসব নিয়ে বিতর্কও রয়েছে। যেমন—গত বছর পোল্যান্ডের একটি রেডিও স্টেশন তাদের সাংবাদিকদের বাদ দিয়ে এআই উপস্থাপক ব্যবহার করলে স্টেশনটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। শেষ পর্যন্ত সেই ‘পরীক্ষামূলক’ প্রকল্প বাতিল করতে বাধ্য হয়।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও ইনডিপেন্ডেন্ট ইউকে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপস্থাপক দিয়ে ছয় মাস ধরে অনুষ্ঠান চালিয়েছে অস্ট্রেলিয়ার এক রেডিও স্টেশন। তবে শ্রোতাদের মধ্যে কেউই বিষয়টি টের পায়নি। ‘ওয়ার্কডেজ উইথ থাই’ নামের অনুষ্ঠানটি সম্প্রচার হয় সিডনিভিত্তিক রেডিও স্টেশন সিএডিএ থেকে। এই অনুষ্ঠান প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার, প্রতিদিন চার ঘণ্টা সংগীত সম্প্রচার করে। অনুষ্ঠানে হিপহপ, আরঅ্যান্ডবি ও পপসংগীতের সংমিশ্রণ থাকলেও কোথাও জানানো হয়নি যে উপস্থাপক ‘থাই’ আদৌ একজন মানুষ নন।
অস্ট্রেলিয়ার ফিন্যান্সিয়াল রিভিউ ও সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘থাই’-এর কণ্ঠ ও অবয়ব তৈরি করা হয়েছে সিএডিএর মূল প্রতিষ্ঠান এআরএন মিডিয়ার অর্থ বিভাগে কর্মরত একজন প্রকৃত কর্মীর আদলে। এআই ভয়েস তৈরির জন্য ব্যবহৃত হয়েছে ইলেভেনল্যাবস নামের একটি সফটওয়্যার।
‘ওয়ার্কডেজ উইথ থাই’ প্রথম দেখা যায় গত বছরের নভেম্বর মাসে সিএডিএর ওয়েবসাইটে। তবে অনুষ্ঠানে কিংবা স্টেশনের কোথাও উল্লেখ করা হয়নি যে, ‘থাই’ একটি এআই। বরং অনুষ্ঠানের বিবরণীতে বলা হয়েছে, ‘আমাদের মিউজিক বিশেষজ্ঞদের বাছাই করা গানগুলো শুনুন থাইয়ের সঙ্গে, যাতে আগে থেকেই আপনি বলেতে পারেন—‘আমি তো আগেই শুনেছিলাম!’
ফিন্যান্সিয়াল রিভিউর তথ্যমতে, অনুষ্ঠানটি অন্তত ৭২ হাজার শ্রোতার কাছে পৌঁছেছে।
তবে এআই উপস্থাপক নিয়ে সন্দেহ প্রকাশ করেন সিডনিভিত্তিক লেখক স্টেফানি কুম্বস। এক ব্লগপোস্টে তিনি লেখেন, ‘থাই-এর পুরো নাম কী? তিনি কে? কোথা থেকে এলেন? এই অনুষ্ঠানের উপস্থাপক সম্পর্কে কোথাও কোনো তথ্য নেই।
এরপর একটি অডিও বিশ্লেষণে দেখা যায়, বিভিন্ন পর্বে থাই একইভাবে ‘ওল্ড স্কুল’ শব্দটি উচ্চারণ করছেন, যা কণ্ঠটি কৃত্রিম হওয়ার ইঙ্গিত দেয়।
পরে এআরএনের প্রজেক্ট লিডার ফায়েদ তোহমে স্বীকার করেন, থাই আসলে এআই প্রযুক্তি দিয়ে তৈরি।
বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অব ভয়েস অ্যাক্টরসের ভাইস প্রেসিডেন্ট তেরেসা লিম। তিনি লিংকডইনে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার শ্রোতারা স্বচ্ছতা ও সত্য জানার অধিকার রাখেন। তাঁদের এমন একজন উপস্থাপকের প্রতি বিশ্বাস তৈরি হয়েছে, যা আদতে একজন কৃত্রিম সত্তা।’
এআরএন মিডিয়ার প্রধান নির্বাহী কিয়ারান ডেভিস বলেন, ‘আমরা বোঝার চেষ্টা করছি—আসল আর নকলের সীমারেখা কোথায়। তবে এটা নিশ্চিত, আমাদের রেডিও উপস্থাপকদের যে শক্তি, তা আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারছি।’
বিশ্বজুড়েই এআই-ভিত্তিক উপস্থাপক নিয়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি স্টেশন ও স্যাটেলাইট রেডিও প্ল্যাটফর্ম সিরিয়াস এক্সএম ইতিমধ্যে এআই উপস্থাপক নিয়ে কাজ শুরু করেছে। তবে এসব নিয়ে বিতর্কও রয়েছে। যেমন—গত বছর পোল্যান্ডের একটি রেডিও স্টেশন তাদের সাংবাদিকদের বাদ দিয়ে এআই উপস্থাপক ব্যবহার করলে স্টেশনটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। শেষ পর্যন্ত সেই ‘পরীক্ষামূলক’ প্রকল্প বাতিল করতে বাধ্য হয়।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও ইনডিপেন্ডেন্ট ইউকে
একসময় ছিল, যখন শুধু কাগজে লেখা প্রিন্ট করাই ছিল বিরাট ব্যাপার। এরপর প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে ছোটখাটো মডেল, খেলনা, এমনকি যন্ত্রাংশ তৈরি করা শুরু হলো। তবে এখন সময় এসেছে ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাক
৪ ঘণ্টা আগেনিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংসের জন্য প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের জন্য বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। এই ফান্ডিং রাউন্ডটি সম্পন্ন হলে এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাইভেট ফান্ডিং রাউন্ড হিসেবে বিবেচিত হবে।
৭ ঘণ্টা আগেচীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালি ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বিক্রির জন্য নির্ধারিত সব আইফোন চীন থেকে সরিয়ে ভারতে উৎপাদনের পরিকল্পনা করছে অ্যাপল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ হারে শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
১০ ঘণ্টা আগে